![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনের বিপরীতে পার করে এসেছি সহস্রকাল, হঠাৎ এক উদ্ভ্রান্ত অবয়বে বেঁচে থাকি এপার ওপার।
অপরুপ সে চাহনি,
মায়াজালের সুক্ষ্ম ছলনা,
অগ্নি শিখার মতো প্রতিজ্ঞা ,
হার মানতে বাধ্য।
পুরনো আলোর ল্যাম্পপোস্ট
দুপুর রাতের না শোনা কথা
টকটকে লাল ঠোঁটে কাপুনি
চোখের পাতা হাজারও গল্পে ভারি।
অস্পষ্ট রহস্য!
হন্তারক...
মন ভেংচি দিয়ে বলে
কি রে বোকা আর কতদুর?
আমায় খুঁজে পাবি সেই নয়নে
যেখানে স্বপ্ন সবেমাত্র অঙ্কুর।
আমি নয়ন থেকে অশ্রু হয়ে
হাওয়া নিয়ে শুকিয়ে যাওয়া ,
এক ধূসর সুখের
গল্পে...
যে ছোঁয়ায় কামনা মরে যায়,
সেখানে ভালোবাসার কোন অবস্থা বিরাজ করে
জানিনা ।
দুই ঠোটের কাঁপুনি ধরা লজ্জায়,
চোখ বন্ধ করে যখন
একে অপরকে স্পর্শ করেছিলাম,
তখন তা ইতিহাস হয়ে জন্ম নিলো...
©somewhere in net ltd.