নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি খুবই সাধারণ একজন মানুষ।কবিতা লিখতে ও পড়তে প্রচণ্ড ভালবাসি।

এম রাজু আহমেদ

আমি খুবই সাধারণ একজন মানুষ।কবিতা লিখতে ও পড়তে প্রচণ্ড ভালবাসি।

এম রাজু আহমেদ › বিস্তারিত পোস্টঃ

রুবাই

১৯ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৩২

ঝুল-গড়নে তিন চরণে খাড়া যখন জীবন এসে,

অস্তাচলে রাতের তলে সূর্য মাতাল সিঁদুর বেশে|

বোধের ঘানি চক্রখানি ঘুরলো তখন অসময়ে,

অথচ তোর স্বর্ণালি ভোর বেহুঁশ-হাওয়ায় গেছে ভেসে|
_______________________
(রুবাই -০২)

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৯ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৬

রমিত বলেছেন: রুবাই সুন্দর হয়েছে।
লিখে যান।

০৪ ঠা নভেম্বর, ২০১৫ ভোর ৬:৪৩

এম রাজু আহমেদ বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাইজান।
ভাল থাকবেন।

২| ২০ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:১৩

মোস্তফা মহসীন বলেছেন: ভালো লাগলো।

৩| ০৩ রা নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৫

শামছুল ইসলাম বলেছেন: কবিতা ভাল লেগেছে।
তবে দু'একটা লাইন ঠিক বুঝছি না।
//ঝুল-গড়নে তিন চরণে// - বলতে কি বুঝিয়েছেন ঠিক বুঝলাম না।
//বোধের ঘানি চক্রখানি// - টাও ঠিক বুঝলাম না।

ভাল থাকুন। সবসময়।

০৪ ঠা নভেম্বর, ২০১৫ ভোর ৬:৫১

এম রাজু আহমেদ বলেছেন: ঝুল গড়ন বলতে বৃদ্ধ শরীরকে বুঝিয়েছি।অর্থাত্‍ শরীরটা যখন নুয়ে পড়ে।
আর তিন চরণ বলতে ঐ বৃদ্ধ অবস্থাকেই বুঝিয়েছি।যেমন মানুষ বৃদ্ধকালে চলাফেরার সুবিধার্থে লাঠি ধরে চলাফেরা করে।দুটো পা সাথে এই লাঠি মিলে তিন চরণ হিসেবে বর্ণনা করেছি।
'বোধের ঘানি চক্রখানি' বলতে সচেতন বিবেকের চাকা ঘোরার কথা বুঝিয়েছি।
আশা করি বুঝতে পেরেছেন এবার।
ভাল থাকবেন ভাইজান!

৪| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ সকাল ৯:০৫

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ রাজু ভাই সুন্দর ব্যাখ্যার জন্য।

কবিতাটা এত সুন্দর!!!

তবে আমার মনে হয় আর একটু ভেঙ্গে বললে আমার মত কম বুঝের অনেক পাঠকই হয়তো আরও বেশী সাড়া দিত।

ভাল থাকুন। সবসময়।

০৪ ঠা নভেম্বর, ২০১৫ সকাল ৯:২৩

এম রাজু আহমেদ বলেছেন: কিন্তু আর একটু ভেঙে বললে যে রুবাই এর ইমেজই অনুজ্জ্বল হয়ে পড়ে।
তবুও যতটা সম্ভব ভেঙে বলার চেষ্টা করেছি।
ভাল থাকবেন ভাইজান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.