![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুবই সাধারণ একজন মানুষ।কবিতা লিখতে ও পড়তে প্রচণ্ড ভালবাসি।
গল্প শোন বৃত্তকায় এক সমুদ্র-চুপ চতুষ্পথের,
প্রথম এবং দ্বিতীয়ে যার শেষ কথা হয় একই খতের|
তৃতীয়টাও সমান সমান তবে সে খুব স্বাধীনচেতা,
চতুর্থটায় এসে আবার ঝলক দেখি প্রথম রূপের|
______________________
(রুবাই -০৯)
০৪ ঠা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৮
এম রাজু আহমেদ বলেছেন: আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
ভাল থাকবেন সবসময়।
২| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ১০:১২
শতদ্রু একটি নদী... বলেছেন: এটাও দারুন। রুবাইয়ের সংজ্ঞা যেন কি ভুলে গেছি। একসময় লিখবার চেস্টাও করেছিলাম, হয়নি সেভাবে। পড়োতে সহজ হলেও লেখা কঠিন।
০৫ ই নভেম্বর, ২০১৫ ভোর ৬:০৫
এম রাজু আহমেদ বলেছেন: রুবাই হলো আরবী শব্দ।এটি একবচন। বহুবচনে রুবাইয়াত্। রুবাই হচ্ছে চতুষ্পদী কবিতা, চার চরণে সীমাবদ্ধ। প্রতিটি রুবাইতে একটি মাত্র ভাবকে অবলম্বন করে প্রকাশ করা হয় দ্রোহ, প্রেম, আনন্দ, বিষাদ। মানব হৃদয়ের আশা- আকাঙ্ক্ষা ধ্বনিত হয় পরিচ্ছন্ন মনোহর রূপে। রুবাইয়ের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এর প্রথম, দ্বিতীয় এবং চতুর্থ ছত্রে থাকে অন্ত্যমিল। তৃতীয় ছত্র সম্পূর্ণ স্বাধীন।
প্রতিটি রুবাই সাধারণত স্বয়ংসম্পূর্ণ। চার ছত্রেই পূর্ণ কবিতা। আবার বিনি সুতোর মালার মতো একগুচ্ছ রুবাই মিলে একটি রুবাইয়াত্। এই আপাত বিচ্ছিন্নতাকে গভীর মনোনিবেশ নিয়ে বিচার করলে দেখা যায়, সব ক’টির মধ্যেই রয়েছে আশ্চর্য সংহতি। বহু স্রোতের মিশেলে বহমান একটি নদীর মতো।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০২
প্রামানিক বলেছেন: দারুণ রুবাই। ধন্যবাদ