নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলহামদুলিল্লাহ। যা চাইনি তার চেয়ে বেশি দিয়েছেন প্রিয়তম রব। যা পাইনি তার জন্য আফসোস নেই। সিজদাবনত শুকরিয়া। প্রত্যাশার একটি ঘর এখনও ফাঁকা কি না জানা নেই, তাঁর কাছে নি:শর্ত ক্ষমা আশা করেছিলাম। তিনি দয়া করে যদি দিতেন, শুন্য সেই ঘরটিও পূর্নতা পেত!

নতুন নকিব

যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।

নতুন নকিব › বিস্তারিত পোস্টঃ

স্বাগত পবিত্র মাহে রমজানুল মুবারাক

০৩ রা মার্চ, ২০২১ সকাল ১১:৩০

ছবিঃ অন্তর্জাল।

স্বাগত পবিত্র মাহে রমজানুল মুবারাক

বছর ঘুরে আসলো আবার,
মোদের মাঝে রোজারই চাঁন,
আল্লাহ বলেন, এই মাসেই,
বান্দাদের দিয়েছি কুরআন।।

হ্যাঁ, বছর ঘুরে আবারও আমাদের দরোজায় কড়া নাড়ছে পবিত্র মাহে রমজান। রহমত, বরকত, মাগফিরাত ও নাজাতের অমিয় পয়গাম বিশ্ববাসীর দ্বারে দ্বারে পৌঁছে দেয়ার জন্য আবারও রমজান আমাদের সন্নিকটে। আর মাত্র মাসখানিকের সামান্য বেশি সময়। চলতি বছর ১৪৪২ হিজরির পবিত্র রমজান মাসের প্রথম তারিখ কবে হতে পারে এ বিষয়ে জ্যোতির্বিদ্যা সংক্রান্ত গণনার মাধ্যমে জানা গেছে, আমাদের বাংলাদেশ, পার্শ্ববর্তী ভারত এবং পাকিস্তানসহ কিছু দেশে ১৪ এপ্রিল রমজান শুরু হতে পারে।

ইতোমধ্যে রমজানের তারিখ ঘোষণা করেছে বিশ্বের মুসলিম সংখ্যাগরিষ্ট দেশ ইন্দোনেশিয়া। দেশটিতে আগামী ১৩ এপ্রিল প্রথম রোজা পালন করা হবে বলে জানানো হয়েছে। ইন্দোনেশিয়ার মোহাম্মাদিয়া অর্গানাইজেশনের প্রধান কার্যালয় এই তথ্য জানিয়েছে। একই দিন আরব বিশ্বেও রোজা শুরু হবে বলে তারা প্রত্যাশা ব্যক্ত করেছেন।

ঘোষণা অনুযায়ী আমাদের দেশে ১৪৪২ হিজরি সালের পবিত্র রমজান মাস ২০২১ সালের ১৪ এপ্রিল, মঙ্গলবার শুরু হতে যাচ্ছে।

এই গণনা অনুসারে, ১৪৪২ হিজরির শাওয়াল মাস শুরু হচ্ছে ১৪ মে, বৃহস্পতিবার। অর্থাৎ, এই দিনে পালিত হবে ঈদুল ফিতর। এ ছাড়া তাদের গণনা অনুযায়ী কোরবানির ঈদ পালিত হতে পারে ২০ কিংবা ২১ জুলাই, অর্থাৎ ১০ জিলহজ ১৪৪২ হিজরি।

রমজান মুমিনের আনন্দের কারণ এবং পাপাচারিদের কষ্টেরঃ

মুমিন মুসলমানের দৈনন্দিন জীবনের প্রতিটি উত্তম কাজই ইবাদত। আর ইবাদতের শ্রেষ্ঠ মাস বা বসন্তকাল হলো রমজান মাস। রমজান এলে মুমিন হৃদয়ে আনন্দ দোলা দেয়। তারা এই মাসকে ইবাদাতের মওসুম মনে করেন। পাপ তাপ সকল কিছুর মার্জনা করিয়ে নেয়ার মোক্ষম সময় হিসেবে এই পবিত্র মাসকে বেছে নেন। হাদিসে এই মাসকে ক্ষমার মাস বলা হয়েছে।

পক্ষান্তরে পার্থিব মোহে ডুবন্ত পাপাচারে লিপ্তগণ রমজানের আনন্দ থেকে বঞ্চিত থাকে। তাদের জন্য রমজান কষ্টের কারণ হয়ে আসে। এরা রমজানে ইচ্ছেমত পথে ঘাটে যত্র তত্র খেতে এবং পান করতে পারেন না। এ কারণে তারা ক্ষুব্ধ হন। বিষোদগার করেন। রমজানের প্রতি বিদ্রুপ প্রকাশক মন্তব্য করে। শেষমেষ না পেরে নিজেকে 'অসুস্থ' বলে রোজা রাখার হাত থেকে বাঁচতেও চেষ্টায় ত্রুটি করেন না।

বস্তুতঃ আল্লাহ তাআলা রমজান মাসের রোজা ফরজ করার কারণ উল্লেখ করে বলেন,

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ

‘হে ঈমানদারগণ! তোমাদের ওপর সিয়াম বা রোজা ফরজ করা হয়েছে; যেভাবে তোমাদের পূর্ববর্তীদের ওপর ফরজ করা হয়েছিল; যাতে তোমরা তাকওয়া (আত্মশুদ্ধি) অর্জনে করতে পার। -সুরা বাকারা : আয়াত ১৮৩

প্রিয় একটি দোআঃ

রমজানের আগমনের পূর্বের দু'টি মাস হচ্ছে রজব এবং শা'বান। রজবের চাঁদ দেখার পর থেকে রমজানের আগমন পর্যন্ত রাসূলে কারিম সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিচের দোআটি বেশি বেশি পড়তেন-

[اللّھُمَّ بَارِكْ لَنَا فِيْ رجَبَ و شَعْبَانَ و بَلِّغْنَا رَمَضَانْ]

উচ্চারণঃ আল্লা-হুম্মা বা-রিক লানা ফি- রজাবা ওয়া শা`বান, ওয়া বাল্লিগনা- রমাদা-ন।

অর্থঃ হে আল্লাহ আপনি আমাদেরকে রজব ও শাবান মাসের বরকত দান করুন এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দিন, অর্থাৎ, আমাদের হায়াতকে রমজান পর্যন্ত প্রলম্বিত করুন।

আল্লাহ্ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুন্নত অনুসরণ করে চমৎকার এই দোয়াটি বেশি বেশি করে পড়ার তাওফিক দান করুন এবং রমজান পর্যন্ত আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে দিন। আমীন।

মন্তব্য ১৭ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০২১ সকাল ১১:৫১

তারেক ফাহিম বলেছেন: সুন্দর বর্ণনা করছেন।
আল্লাহ আমাদের রমজান পর্যন্ত হায়াতকে দীর্ঘায়িত করে দিন, আমিন।

০৩ রা মার্চ, ২০২১ দুপুর ২:১৩

নতুন নকিব বলেছেন:



আল্লাহ আমাদের রমজান পর্যন্ত হায়াতকে দীর্ঘায়িত করে দিন, আমিন।

-শুকরিয়া। আমিন।

২| ০৩ রা মার্চ, ২০২১ দুপুর ১২:৪৭

রাজীব নুর বলেছেন: াহারে-- পহেলা বৈশাখ টা মার খেলো রমজানের জন্য।
রমজান কি একটা দিন পিছিয়ে দেওয়া যায় না?

০৩ রা মার্চ, ২০২১ বিকাল ৩:১৪

নতুন নকিব বলেছেন:



রমজান আসার সংবাদ প্রদান করে আপনাকে কষ্ট দিয়ে থাকলে সেজন্য আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী।

ভালো থাকবেন।

৩| ০৩ রা মার্চ, ২০২১ দুপুর ১২:৫৫

রক্ত দান বলেছেন: @ রাজীব নূর

মুসলিমরা এসব করে না।

০৩ রা মার্চ, ২০২১ বিকাল ৩:১৪

নতুন নকিব বলেছেন:



সহমত।

৪| ০৩ রা মার্চ, ২০২১ বিকাল ৩:০১

নেওয়াজ আলি বলেছেন: আহহালান সাহলান রমজান

০৩ রা মার্চ, ২০২১ বিকাল ৩:১৪

নতুন নকিব বলেছেন:



মারহাবা।

৫| ০৩ রা মার্চ, ২০২১ বিকাল ৫:০৫

মেহেদি_হাসান. বলেছেন: সুন্দর পোস্ট।

০৪ ঠা মার্চ, ২০২১ দুপুর ২:৩৩

নতুন নকিব বলেছেন:



ধন্যবাদ।

৬| ০৩ রা মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:২৪

রাজীব নুর বলেছেন: জ্ঞান হবার পর থেকে আর রোজা রাখি নি।

০৪ ঠা মার্চ, ২০২১ দুপুর ২:৩৪

নতুন নকিব বলেছেন:



মা-শাআল্লাহ। ইন্না লিল্লাহ।

৭| ০৩ রা মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:৩৩

জাহিদ হাসান বলেছেন: সারা বছর তিন বার খাই, রোজা এলে চারবার খাই। খাইতে খাইতে গুলুমুলু টাইপের মোটা হয়ে যাই। =p~

০৪ ঠা মার্চ, ২০২১ দুপুর ২:৩৫

নতুন নকিব বলেছেন:



ইয়ারহামুকাল্লাহ।

৮| ০৩ রা মার্চ, ২০২১ রাত ১১:২২

ওমেরা বলেছেন: একবার রমজান মাসে এক বাংলাদেশাীর সাথে দেখা হয়েছিল, সে আমাকে আইসক্রীম খাওয়ার অফার করলে আমি রোজা আছি বল্লে, সে বলেছিল আমি জীবনেও রোজা রাখিনি, তার বলাটাতে এতটাই গর্ব ছিল মনে হচ্ছিল রোজা না রেখে সে বড় কিছু জয় করে ফেলেছে। উনার কথায় আমি খুব আশ্চার্য হয়েছিলাম । আজকে আরো কয়েক জন দেখলাম।

আর মাত্র একচল্লিশ দিনের মত বাকী রমাদানের । আল্লাহ আমাদের সুস্থ্য রাখুন ও রমাদানের রোজা গুলো রাখার তৌফিক দান করুন ! আমীন

০৪ ঠা মার্চ, ২০২১ দুপুর ২:৩৫

নতুন নকিব বলেছেন:



আল্লাহ আমাদের সুস্থ্য রাখুন ও রমাদানের রোজা গুলো রাখার তৌফিক দান করুন ! আমীন।

-আমিন।

৯| ০৪ ঠা মার্চ, ২০২১ বিকাল ৪:২২

জাহিদ হাসান বলেছেন: ওমেরা এইটা কি আমারে খোঁচা দিয়ে বললেন নাকি? আমি তো দুই-চারটা রাখি। যতদূর মনে করে গত বছর দুইটা রাখছিলাম। আর কুরআন খতম করেছিলাম। আর ৩-৪ ওয়াক্ত নামাজও পড়েছি প্রতিদিন।
তবে চারবার করে খাওয়াটা মিস করিনি। ওফ! পুরান ঢাকার শত শত প্রকারের ইফতারীর অর্ধেকটাই টেষ্ট করছি গত বছর। এই বছর কম করে হলেও ১০০ প্রকার টেষ্ট করমু। ইনশাল্লাহ ! =p~ =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.