নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলহামদুলিল্লাহ। যা চাইনি তার চেয়ে বেশি দিয়েছেন প্রিয়তম রব। যা পাইনি তার জন্য আফসোস নেই। সিজদাবনত শুকরিয়া। প্রত্যাশার একটি ঘর এখনও ফাঁকা কি না জানা নেই, তাঁর কাছে নি:শর্ত ক্ষমা আশা করেছিলাম। তিনি দয়া করে যদি দিতেন, শুন্য সেই ঘরটিও পূর্নতা পেত!

নতুন নকিব

যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।

নতুন নকিব › বিস্তারিত পোস্টঃ

মুদ্রাদোষ; কখনও হয়ে উঠতে পারে চরম বিরক্তির বিষয়

০৯ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:০১

মুদ্রাদোষ; কখনও হয়ে উঠতে পারে চরম বিরক্তির বিষয়

ছবি কৃতজ্ঞতাঃ অন্তর্জাল।

প্রথমেই আমাদের জেনে নেওয়া প্রয়োজন মুদ্রাদোষ জিনিষটা কী? আমরা জানবো তবে তার আগে একটা উদাহরণ দিই। একবার তাবলিগের এক সাথী কোনো একটি মসজিদে মাগরিব বাদ বয়ান করছিলেন। তিনি তার বয়ানে একটি কথা এত অধিক পরিমানে বলছিলেন যে, শেষ পর্যন্তু আমার সেখানে বসে থাকাই সম্ভব হচ্ছিল না। তিনি প্রত্যেক কথার আগে পরে বলেই চলেছিলেন, "বলেন যে"। এই এক যন্ত্রণা। তীব্র মাথা ব্যথার মত যন্ত্রণা। "বলেন যে", "বলেন যে" করতে করতেই তার জান কুরবান অবস্থা। আমার বুঝেই আসছিল না, কেন তিনি এমন "বলেন যে", "বলেন যে" করছিলেন। যাক, শেষমেষ কিছুক্ষণ এই শ্রুতি বিড়ম্বনা সহ্য করার পরে একপর্যায়ে মসজিদ হতে বেরিয়ে গিয়ে সে যাত্রায় নিষ্কৃতি মিলেছিল।

চলুন, এখন দেখে নেয়া যাক, মুদ্রাদোষ কাকে বলে?

দৈনন্দিন কথাবার্তা কিংবা চালচলনে অনেকের বিশেষ বিশেষ কিছু বৈশিষ্ট প্রকাশের অভ্যাস দেখা যায়। সেই নির্দিষ্ট বৈশিষ্ট প্রকাশের মাত্রাটা খুব বেশি হলে প্রকাশক ব্যক্তি আরাম পেলেও শ্রোতা কিংবা দর্শকের তাতে শান্তি হারাম হতে পারে। এগুলোকে বাংলায় 'মুদ্রাদোষ' বলে সংজ্ঞায়িত করা যায়।

মুদ্রাদোষের রকমফেরঃ

মুদ্রাদোষের আকার প্রকার কিংবা রকম ইত্যাদি ঠাহর করা কঠিন। ভাব ও লক্ষণে বুঝে নিতে হয় কোনটা কোন ধরণের মুদ্রাদোষ। কেউ নাক বাঁকা করে তো কেউ চোখ পিট পিট করেই চলে। আবার, বিনা কারণেই কারও চোখ বড় বড় হয়ে যায় তো কারও ভুরু কোঁচকানো বা টানার প্রবণতা দেখা যায়। কেউ অপ্রয়োজনেই পুরো মুখাবয়ব এমনভাবে কোঁচকাতে থাকেন, দেখলে মনে হয় প্রচণ্ড ব্যথা লাগছে। কিন্তু ব্যথা নয়, আসলে এটাই হয়ে গেছে তার অভ্যাস। কারও আবার কাঁধ তুলে ঘাড় বাঁকানোর অভ্যাস। এমনও হয় অনেকের বার বার জিভ বের করে ঠোঁটে কিংবা গোঁফে লাগানো নিয়মিত স্বভাব। আবার, দাঁত দিয়ে নখ কাটা, বারবার হাত-পা কিংবা মাথা ঝাঁকানো, অযথাই সবার সামনে নাক অথবা কান পরিষ্কার করা, অপ্রয়োজনীয় কিংবা একই কথা বারবার বলতে থাকা - এর সবই মুদ্রাদোষ। এসব মুদ্রাদোষের অধিকাংশের শুরুটা হয়তো ছোটবেলাতেই হয়ে থাকে। তবে, বয়স বৃদ্ধির সাথে সাথে পরেও মুদ্রাদোষ শুরু হতে পারে কারও কারও ক্ষেত্রে। এছাড়া, বার বার গলা পরিষ্কার করার চেষ্টা করা, জোরে কিংবা আস্তে একটা অদ্ভুত আওয়াজ বা শব্দ গলা দিয়ে বের করা, বা কথায় কথায় গালাগালি করার প্রবণতাকেও মুদ্রাদোষের মধ্যেই ধরা যায়।

এ তো গেল অঙ্গপ্রত্যঙ্গের মুদ্রাদোষের ব্যাপার। কথাবার্তায়ও মুদ্রাদোষের অদ্ভূত প্রকাশ দেখা যায় অনেকের ক্ষেত্রে। একজনকে দেখা গেছে, তিনি কথায় কথায় বলেন, "হলো গিয়া"। তার প্রতিটি বাক্যে অন্ততঃ কয়েকবার "হলো গিয়া" থাকতেই হবে। "হলো গিয়া", "হলো গিয়া" করতে করতে তার আসল কথা বলাই কঠিন হয়ে যায়। ছোট বেলার স্মৃতি। এক স্কুল শিক্ষক ভদ্রলোককে দেখেছি, তিনি সাঙ্ঘাতিকভাবে "মোট কথা"য় বিশ্বাসী। তার সকল কথাতেই স্থান পায় "মোট কথা"। অন্যভাবে বললে, "মোট কথা" ছাড়া তিনি কোনো কথাই বলতে পারেন না। "মোট কথা", "মোট কথা" বলতে বলতে তার জীবন বিসর্জনের দৃশ্য ভাবতেই আজও আনমনা হয়ে যাই।

তবে এই স্কুল শিক্ষক ভদ্রলোককেও ছাড়িয়ে যেতে দেখেছি আরেক ভদ্রলোককে। ইনি নিরক্ষর লোক। ইনি স্কুল শিক্ষক ভদ্রলোকের চেয়ে আরেককাঠি সরেস। ইনিও "মোট কথা"রই ভক্ত। তবে, এর কন্ঠে "মোট কথা"রও বারোটা বেজেছে। এই বেচারা "মোট কথা"কে আওড়াতে আওড়াতে "মোক্কথা"য় নিয়ে ঠেকিয়েছেন। কথায় কথায় বলেন "মোক্কথা"। "মোক্কথা", "মোক্কথা" বলতে বলতে এর মুখে ফেনা তুলতে দেখেছি আমি। তাকে ঝগড়া বিবাদের মধ্যেও "মোক্কথা" ত্যাগ করতে দেকা যেত না কখনোই।

এমন কত মানুষের কত বিচিত্র মুদ্রাদোষের ঘটনা যে জীবনে দেখেছি, তার ইয়ত্তা নেই। আরেকদিন সময় পেলে আরও কিছু অদ্ভূত ঘটনা পত্রস্থ করবো ইনশাআল্লাহ।

মুদ্রাদোষ কি কাটিয়ে ওঠা যায়?

আসলে অধিকাংশ মুদ্রাদোষ কাটিয়ে ওঠা সম্ভব। সমস্যা তীব্র হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। সমস্যা গুরুতর হলে কোনো কোনো ক্ষেত্রে তা শারীরিক ক্ষতিরও কারণ হতে পারে। এমন অবস্থায় প্রয়োজন অনুসারে মনস্তত্ত্ববিদ বা সাইকিয়াট্রিস্ট বা উপযুক্ত অন্য ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত।

শুভকামনা সকলের জন্য।

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৯ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:০৩

কামাল১৮ বলেছেন: আসলে আপনি তাবলিগ,জামাত না শিবির?

১০ ই আগস্ট, ২০২৪ সকাল ৮:১৬

নতুন নকিব বলেছেন:



এটা বুঝার সবচেয়ে ভালো উপায়, আমার সাথে কিছু দিন দয়া করে যদি সময় দেন।

২| ০৯ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৫২

জটিল ভাই বলেছেন:
"মুদ্রার এপিঠ-ওপিঠ" কি মুদ্রাদোষের অন্তর্গত?

১০ ই আগস্ট, ২০২৪ সকাল ৮:১৯

নতুন নকিব বলেছেন:



মনে হচ্ছে, না। কারণ, "মুদ্রার এপিঠ-ওপিঠ" মানে আপাতদৃষ্টিতে আলাদা মনে হলেও আসলে একই।

৩| ০৯ ই আগস্ট, ২০২৪ রাত ৯:৪৬

করুণাধারা বলেছেন: আপনার উল্লেখিত মুদ্রাদোষগুলো ছাড়াও আরো একধরণের মুদ্রাদোষ আছে। কেউ কেউ আছেন, কোন নাম দেখলেই চি
চিড়বিড়িয়ে উঠে গালি দিতে থাকেন, এটাও মুদ্রাদোষ।

১০ ই আগস্ট, ২০২৪ সকাল ৮:২০

নতুন নকিব বলেছেন:



হ্যাঁ, এমনটাও থাকতে পারে। মুদ্রাদোষ আসলে বহুরকম হতে পারে।

৪| ০৯ ই আগস্ট, ২০২৪ রাত ১০:৫৫

ভুয়া মফিজ বলেছেন: আপনার লেখা পড়ে ভাবলাম ''মুদ্রাদোষ'' এর কোন সুন্দর ইংরেজি শব্দ আছে কিনা একটু চেক করে দেখি। তো সার্চ দেয়াতে গুগল আমাকে জানালো, এটা হলো Currency error!!!! =p~

কোন এক টিভির এক প্রতিবেদক সবকিছুতেই বলে ''কিন্তু''। এখন এই কিন্তুকে দেখলেই আমি দ্রুত চ্যানেল পরিবর্তন করি। মুদ্রাদোষ অল্প-বিস্তর আমাদের সবার মধ্যেই আছে। সিভিয়ার পর্যায়ে গেলে অবশ্যই এর চিকিৎসা করা উচিত।

১০ ই আগস্ট, ২০২৪ সকাল ৯:০৪

নতুন নকিব বলেছেন:



গুগলের জ্ঞান অনেক কিছুতেই সীমাবদ্ধ। যার ফলে এমন ভুলভাল আনসার অনেককিছুতেই দিতে দেখা যায়। তবে আপনি সার্চ দিয়ে না জানালে গুগলের এই বিষয়টি হয়তো খেয়াল করা হতো না।

মূলতঃ ইংরেজিতে ''মুদ্রাদোষ'' কথাটি "peculiarities in behavior" বা "idiosyncrasies" হিসেবে প্রকাশ করা যেতে পারে। তবে, একটি সঠিক প্রেক্ষাপটে ব্যবহারের জন্য "behavioral quirks" বা "behavioral anomalies"ও উপযুক্ত হতে পারে।

আরেকটু ক্লিয়ার করার জন্য এই শব্দগুলোর ব্যবহারটা বাক্যে দেখে নিতে পারি-

"Her peculiarities in behavior, such as her habit of talking to herself while working and her preference for arranging books by color rather than genre, made her stand out in the office."

"Her idiosyncrasies, like always wearing mismatched socks, made her charmingly unique."

"His behavioral quirks, such as always tapping his pen before speaking, were endearing to his friends."

"Her recent behavioral anomalies, like sudden mood swings and irregular sleep patterns, prompted her friends to encourage her to seek professional advice."

আপনার টিভির চ্যানেল পরিবর্তনের মত আমাকেও এখন রীতিমত এক ব্যক্তিকে যথাসাধ্য এড়িয়ে চলতে হচ্ছে। তিনি হচ্ছেন, "হলো গিয়া"। বলা যায়, তার "হলো গিয়া" এখন ভয়াবহ মানসিক টর্চারে পরিণত হয়েছে। তাই স্রেফ নিজে বাঁচার জন্য এড়িয়ে চলা।

আর হ্যাঁ, এগুলো সিভিয়ার পর্যায়ে গেলে অবশ্যই ট্রিটমেন্ট নেওয়া উচিত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.