![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।
জানার উদ্দেশ্যে প্রশ্ন করা প্রশংসনীয় প্যাচগোচ নিন্দনীয় সূরাহ আন নাহল এর ৪৩ নং আয়াতাংশের ক্যালিগ্রাফিটি অন্তর্জাল থেকে সংগৃহিত।
উনারা বলে থাকেন যে, ইসলাম নিয়ে প্রশ্ন করার সুযোগ থাকতে হবে। উনাদের বক্তব্য, ইসলাম তো একটা ধর্মমত/ জীবন ব্যবস্থা ছাড়া কিছু নয়। এর কোন নেগেটিভ ইস্যু নজরে এলে সেটা হাইলাইট করবে না? প্রশ্ন উঠলে সেটা করবে না? এখনকার যুগ আগের মত নেই। প্রশ্নাতীত আনুগত্য বিশৃঙ্খলা ছাড়া আর কিছুই জন্ম দেয় না। ইসলাম অযৌক্তিক কোন ধর্ম নয়, এখানে প্রতিটি প্রশ্নের অত্যন্ত যৌক্তিক জবাব আছে। তাই প্রশ্ন উঠানোর সুযোগ খোলা রাখতে হবে। ইসলাম নিয়ে কারো প্রশ্ন থাকলে সেটা করার সুযোগ দিতে হবে।
খুবই ভালো কথা। সুন্দর বক্তব্য। একেবারে সরল সহজ কথা। এসব বক্তব্য দেখলে আপাতঃদৃষ্টিতে যে কারও মনে হতেই পারে - হ্যাঁ, তারা তো ঠিকই বলেন, প্রশ্ন করার অধিকার তো যে কারোর থাকাই উচিত। আমাদেরও এতে আপত্তি নেই একটুও। বরং, প্রশ্ন করতে পছন্দ করি আমরাও। প্রশ্ন করতে উৎসাহিত করা হয়েছে ইসলাম ধর্মেও। কুরআনের একটি আয়াতের প্রতি একটু লক্ষ্য করলেই আমরা বুঝতে পারবো যে, ইসলাম প্রশ্ন করার ব্যাপারে কেমন নির্দেশনা আমাদেরকে দিয়েছে। ইরশাদ হয়েছে-
فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ
অতএব, যদি তোমরা না জানো, তবে যারা জ্ঞানী তাদেরকে জিজ্ঞাসা করো। -সূরাহ আন নাহল, আয়াত ৪৩
বক্ষমান আয়াতে জ্ঞানীদের কাছে প্রশ্ন করে অজ্ঞাত/ অজানা বিষয় জেনে নিতে বলা হয়েছে। এই আয়াত থেকে বোঝা যায় যে, জ্ঞানের অনুসন্ধান করা এবং প্রশ্ন করা ইসলামে অনুমোদিত ও উৎসাহিত একটি কাজ।
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন:
إِنَّمَا الشِّفَاءُ العِيِّ السُّؤَالُ
অজ্ঞতার চিকিৎসা হলো প্রশ্ন করা। -সুনান আবু দাউদ 336
অন্য এক হাদিসে এসেছে:
طَلَبُ الْعِلْمِ فَرِيضَةٌ عَلَى كُلِّ مُسْلِمٍ
জ্ঞান অন্বেষণ করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। -ইবন মাজাহ 224
জ্ঞানার্জনের বিষয়ে কুরআন হাদিসে এমন ভূরি ভূরি নির্দেশনা পাওয়া যাবে। সেসবের উল্লেখ করলে নিবন্ধের কলেবর বৃদ্ধি পাবে।
প্রশ্ন করে জেনে নেওয়া ভালো কিন্তু সেই প্রশ্ন যদি হয় "তুমি কি বউ পেটানো ছেড়ে দিয়েছ? না কি, এখনও পেটাচ্ছ?" কিংবা "তুমি কি চুরি করা ছেড়ে দিয়েছ? না কি, এখনও চুরি করেই যাচ্ছ?" টাইপের, তাহলে কী উত্তর দিবেন?
এমন প্রশ্নের উত্তরে "বউ পেটানো" বা "চুরি করা" ছেড়ে দেওয়ার বিষয়ে যদি "হ্যাঁ" বলেন তাহলে আপনি কিন্তু স্বীকার করে নিলেন আপনি আগে বউ পেটাতেন বা চুরি করতেন। আবার যদি "এখনও চুরি" অথবা "বউ পেটানো" অব্যাহত রাখার উত্তরে "হ্যাঁ" কিংবা "না" যেটাই বলেন না কেন, আপনাকে কিন্তু বউ পেটানোর বা চুরি করার বিষয়টায় নিজের উপরে দায় মেনে নিয়েই উত্তর দিতে হচ্ছে।
সম্প্রতি একজন এমনই একটি প্রশ্নকে সামনে রেখে পোস্ট লিখেছেন যে, উহুদের যুদ্ধে ওমর এবং আবু বক্কর কেন পালিয়ে ছিলেন? সেই পোস্টে তিনি মনগড়াভাবে কোনো রেফারেন্স ব্যতিরেকে এই মিথ্যা প্রশ্নের আজগুবি উত্তরও দিয়েছেন। ব্লগে মত প্রকাশের স্বাধীনতার নামে এসব মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়।
এটাই মূল পয়েন্ট। আসল সমস্যাটা উনাদের। উনারা প্রশ্নই করেন ৩৬০ ডিগ্রি এঙ্গেলে। প্রশ্নেই তারা আপনাকে ঘায়েল করে দিবে। প্রশ্নের উত্তর দিতে গেলেই আপনি বিপদে পড়ার সমূহ সম্ভাবনা। মূলকথা, উনারা জানার জন্য প্রশ্ন করেন না। প্রশ্ন করেন প্যাচগোচ লাগিয়ে দিয়ে ঘোলা জলে মাছ শিকারের আশায়। ইসলাম ধর্মের কোনো একটি দোষ খুঁজে বের করার জন্যই তাদের মরিয়া হয়ে এসব অপচেষ্টা।
তবে এক্ষেত্রে সবচেয়ে জটিল এবং আপত্তিকর বিষয় হচ্ছে, ইসলামের নামে গুজব এবং মিথ্যাচার ছড়ানো। এটা তারা প্রতিনিয়তই করে থাকেন। গুজব ছড়াবেন, মিথ্যা অপতথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করবেন, ইসলাম ধর্ম নিয়ে বিদ্বেষপূর্ণ গালিগালাজ করবেন, নবী রাসূল, কুরআন হাদিস, সাহাবাদের নিয়ে যাচ্ছেতাই বাজে কথাও লিখতে থাকবেন আবার প্রশ্ন করার অধিকারের আবদারও তুলবেন! খুবই হাস্যকর! এগুলোকে স্রেফ ভন্ডামি ছাড়া আর কিছু বলা যায় কি?
শুভকামনা সকলের প্রতি।
২২ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৮:২৬
নতুন নকিব বলেছেন:
মূল্যবান মতামত প্রদানের জন্য আন্তরিক ধন্যবাদ।
একজন ব্যক্তি সকালে ইসলামের পক্ষে লিখবে আবার বিকালে ইসলামকে ব্যঙ্গ করবে। এই ধরণের কাজ যে কোন সমাজে অনৈতিক কাজ। ব্লগে আপনি সেটাও করতে পারবেন। অর্থাৎ অনৈতিক কাজ আপনি ব্লগে করতে পারবেন। এটা আপনার স্বাধীনতা।
এটা খুবই দুঃখজনক। উপযুক্ত তথ্য প্রমান ছাড়া মিথ্যা গুজব ছড়ানোর কোনো সুযোগ ব্লগে থাকা উচিত নয়। বিশেষ করে ধর্মীয় বিশ্বাসের জায়গাগুলো (যে ধর্মই হোক) যেহেতু মানুষের আবেগের সাথে জড়িত, এসব নিয়ে ঢালাও মিথ্যাচারের কোনো সুযোগ ব্লগে রাখা একান্তভাবেই অনুচিত মনে করি। ব্লগ মডারেটরের সদয় দৃষ্টি আকর্ষন করতে চাই।
২| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:২১
এম ডি মুসা বলেছেন: আজকে মাতৃভাষা দিবস শুভেচ্ছা
২২ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৮:৪৩
নতুন নকিব বলেছেন:
আপনাকেও আন্তরিক অভিনন্দন।
আল্লাহ তাআ'লা নিজের অপার করুণায় আমাদেরকে ভাষাজ্ঞান দিয়েছেন। মনের ভাব প্রকাশের জন্য অঞ্চল ও জাতি ভেদে মানুষকে আপন আপন মাতৃভাষা দান করেছেন। এই বৈচিত্রপূর্ণ ভাষা সৌন্দর্য্য দিয়ে পৃথিবীকে তিনি আকর্ষনীয়ভাবে সাজিয়েছেন। তাঁর অনন্য অসাধারণ সৃজন কৌশল - ভাবতেই সিজদায় মস্তক অবনত হয়ে আসে। সুবহানাল্লাহ।
৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:৫৪
নতুন বলেছেন: ধর্ম নিয়ে বিতর্ক করতে হলে অবশ্যই রেফারেন্সের সাথে করতে হবে।
অবশ্য রানুভাই মাঝে মাঝে সকাল বিকালে ভাব পাল্টায়। উনি কয়েকদিন পরেই আবার ধর্মীয় পোস্ট শুরু করবেন আশা করি।
২২ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৮:৫১
নতুন নকিব বলেছেন:
ধর্ম নিয়ে বিতর্ক করতে হলে অবশ্যই রেফারেন্সের সাথে করতে হবে।
-সহমত পোষন করছি।
অবশ্য রানুভাই মাঝে মাঝে সকাল বিকালে ভাব পাল্টায়। উনি কয়েকদিন পরেই আবার ধর্মীয় পোস্ট শুরু করবেন আশা করি। )
-আমার কথা হচ্ছে, রানু বলতে কথা নয়, সকাল বিকাল যারা রং পাল্টায়, ব্লগে যারা বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করে, ধর্মীয় বিষয়াদিতে সুরসুরি দেওয়ার অপতৎপরতায় যারাই যুক্ত - এদের প্রত্যেককে ব্লগনীতিমালার আওতায় আনতে হবে। নিয়ম যেন সবার জন্য সমানভাবে প্রযোজ্য হয়, অবশ্যই সেটা নিশ্চিত করতে হবে।
৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:২২
শাম্মী নূর-এ-আলম রাজু বলেছেন: নতুন নকিব ভাই, আপনার প্রতি সম্পূর্ণ সম্মান রেখেই আমি আপনার বক্তব্যের সাথে সামান্য ভিন্নমত পোষণ করছি। রাজিব নূর সাহেব তার একটি পোস্টে ভুল তথ্য (ডিসইনফরমেশন) দিয়েছেন, আর আপনি সেই একই বিষয়ে নির্ভরযোগ্য সূত্রসহ একটি কাউন্টার পোস্ট করেছেন। যারা আপনার লেখা পড়েছেন, তারা সঠিক তথ্য উপস্থাপনের জন্য আপনাকে প্রশংসা করেছেন, অন্যদিকে রাজিব নূর সাহেব তার বিভ্রান্তিকর ও কাল্পনিক লেখার জন্য সমালোচিত হয়েছেন।
কোনো বিষয়ে যদি কেউ ভুল বা বিভ্রান্তিকর তথ্য দেন, তাহলে যারা প্রকৃত তথ্য জানেন, তাদের উচিত সঠিক তথ্য তুলে ধরে সেই ভুলের সংশোধন করা। কিন্তু যদি আমরা চাদগাজীর মতো প্রত্যেককে বলি, "আপনি এটা লিখতে পারবেন না, ওটা লিখতে পারবেন না," কিংবা অন্যের লেখা পড়ে তাকে গার্বেজ বলি, তাহলে আমাদের সঙ্গে চাদগাজীর মধ্যে পার্থক্য কী রইল?
আপনাকে ধন্যবাদ।
২২ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৯:১৪
নতুন নকিব বলেছেন:
আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এমন বিনয়ের সাথে আন্তরিকতা নিয়ে পরামর্শমূলক কথাগুলো বলার জন্য।
আমি আসলে এই পোস্টে যা বলতে/ বুঝাতে চেয়েছি তার সারমর্ম হচ্ছে, ধর্মীয় বিষয়টা যেহেতু পাবলিকলি সেনসেটিভ একটি ইস্যু, সেহেতু এই বিষয়টি নিয়ে কোনো অজ্ঞ/ স্বার্থান্ধ ব্যক্তি যেন জল ঘোলা করে মানুষের মাঝে বিবাদ বিসম্বাদ এবং ফিতনা ফাসাদ সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত না হতে পারে।
এ ছাড়া অন্য অনেক বিষয় রয়েছে যার যেটা পছন্দ লিখতে পারেন, সেসব নিয়ে আমি কোনো আপত্তি করিনি। কারও লেখালেখি বন্ধ করে দেয়া হোক - এটা আমি কখনও চাই না। তা আমার মতের যত বিপরীতই হোক না কেন। যত মতভিন্নতাই থাকুক না কেন, মত প্রকাশের স্বাধীনতা অক্ষুন্ন রাখার বিষয়ে আমার অবস্থান পরিষ্কার। আমার সাথে ব্লগার চাঁদগাজীর মতভিন্নতা প্রায় সর্বজনবিদিত কিন্তু তা সত্ত্বেও বিভিন্ন সময় তিনি যখন ব্যানে ছিলেন, তাকে লেখালেখির সুবিধা ফিরিয়ে দেওয়ার জন্য ব্লগ মডারেটরের প্রতি অনুরোধ জানিয়েছি।
আশা করি, এই মন্তব্য আপনাকে বুঝাতে সক্ষম হবে যে, আমি আসলে কী আশা করছি এবং আমার ধারণা, আপনিও সম্পূর্ণ একমত হবেন আমার সাথে।
৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৩৪
জটিল ভাই ২.০ বলেছেন:
মাশাল্লাহ্ ♥ খুবই সুন্দর উপস্থাপনা
২২ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৯:২৪
নতুন নকিব বলেছেন:
মোবারকবাদ আপনাকে।
৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৯:৪০
রাসেল বলেছেন: শাম্মী নূর-এ-আলম রাজু বলেছেন: কোনো বিষয়ে যদি কেউ ভুল বা বিভ্রান্তিকর তথ্য দেন, তাহলে যারা প্রকৃত তথ্য জানেন, তাদের উচিত সঠিক তথ্য তুলে ধরে সেই ভুলের সংশোধন করা।
যদি আমি জেনেশুনে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মিথ্যা / ভুল তথ্য দেই, তাহলে আমাকে সংশোধন করতে পারবেন না, তবে যে জানেনা সে বিভ্রান্ত / misguided হবে এবং আমার লক্ষ্য সেটাই। আর এটাই খুব আতংকের বিষয়।
২২ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:০৩
নতুন নকিব বলেছেন:
যদি আমি জেনেশুনে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মিথ্যা / ভুল তথ্য দেই, তাহলে আমাকে সংশোধন করতে পারবেন না, তবে যে জানেনা সে বিভ্রান্ত / misguided হবে এবং আমার লক্ষ্য সেটাই। আর এটাই খুব আতংকের বিষয়।
-আপনি ঠিক বলেছেন। ধন্যবাদ। জেনেশুনে উদ্দেশ্যমূলকভাবে বিভ্রান্তি ছড়ানোর কাজটি খুবই নিন্দনীয়। ধর্মীয় বিষয়ে অপপ্রচার/ মিথ্যাচার/ বিদ্বেষ ছড়ানোর সুযোগ ব্লগে থাকা উচিত নয়।
৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:০৭
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ৪৩ নং আয়াতাংশের ক্যালিগ্রাফিটি অত্যন্ত সুন্দর!
...........................................
আপনাকে ধন্যবাদ
২২ শে ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:১৯
নতুন নকিব বলেছেন:
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। ক্যালিগ্রাফি ভালো লেগেছে জেনে আনন্দিত।
৮| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:০৫
রাজীব নুর বলেছেন: আল্লাহ আপনাকে ক্ষমা করুক।
২২ শে ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:২১
নতুন নকিব বলেছেন:
আল্লাহ তাআ'লা আছেন, এটা সত্যিই আপনি বিশ্বাস করেন?
©somewhere in net ltd.
১|
২১ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:০৮
সাড়ে চুয়াত্তর বলেছেন: ধর্ম নিয়ে মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা একটা অপরাধের পর্যায়ে পড়ে। ব্লগার রাজীব কোন উপযুক্ত প্রমাণ ছাড়া মিথ্যা কথা বলেছেন। উনি আসলে 'অ্যাটেনশন সিকার'। মানুষ ওনার পোস্ট নিয়ে আলোচনা করছে এতেই উনি মজা পাচ্ছেন। ব্লগে আসলে মনে হয় যেন আপনি চাইলে যে কোন মনগড়া মিথ্যা কথাও বলতে পারবেন। একজন ব্যক্তি সকালে ইসলামের পক্ষে লিখবে আবার বিকালে ইসলামকে ব্যঙ্গ করবে। এই ধরণের কাজ যে কোন সমাজে অনৈতিক কাজ। ব্লগে আপনি সেটাও করতে পারবেন। অর্থাৎ অনৈতিক কাজ আপনি ব্লগে করতে পারবেন। এটা আপনার স্বাধীনতা।