নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলহামদুলিল্লাহ। যা চাইনি তার চেয়ে বেশি দিয়েছেন প্রিয়তম রব। যা পাইনি তার জন্য আফসোস নেই। সিজদাবনত শুকরিয়া। প্রত্যাশার একটি ঘর এখনও ফাঁকা কি না জানা নেই, তাঁর কাছে নি:শর্ত ক্ষমা আশা করেছিলাম। তিনি দয়া করে যদি দিতেন, শুন্য সেই ঘরটিও পূর্নতা পেত!

নতুন নকিব

যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।

নতুন নকিব › বিস্তারিত পোস্টঃ

Genocide in Palestine: Global Silence and Our Responsibilities

০৯ ই এপ্রিল, ২০২৫ সকাল ৯:১৪

Genocide in Palestine: Global Silence and Our Responsibilities

Palestinian homes in Gaza have been reduced to rubble by Israeli attacks. File Photo: Reuters

The dying children of Gaza, hospitals reduced to rubble, and the cries of hundreds of thousands of displaced people are now questioning the conscience of the world. The brutal military assault by Israeli forces is not merely warfare; it is a planned genocide—an assertion now echoed by several international human rights organizations. Yet the global leadership’s inaction and selective silence have only deepened this humanitarian crisis.

Scenes of Israeli Brutality:

According to the latest reports from Al Jazeera, more than 62,614 civilians have been killed in Gaza, 70% of whom are women and children. The number of injured stands at 115,338. Reports from the World Health Organization reveal that 35 hospitals have been completely destroyed in Israeli attacks. Human rights group Amnesty International has identified these attacks as war crimes.

The Role of Arab Nations:

Historically vocal about the Palestine issue, the current silence of many Arab nations has sparked serious discussion among experts. Countries like Saudi Arabia, the United Arab Emirates, and Bahrain have established diplomatic ties with Israel, adding a new layer of complexity to the region’s politics. Middle East analyst Dr. Ali Riyad stated, “Economic interests and geopolitical pressure are the main drivers behind these policies.”

Western Hypocrisy:

The positions of the United States and the European Union have drawn widespread criticism. In the past year, the U.S. has provided $14 billion in military aid to Israel and has used 12 vetoes in the UN Security Council to protect Israeli interests. A report by Oxfam states, “This policy of Western powers only encourages Israel to act more aggressively.”

Bangladesh's Position:

A statement from the Ministry of Foreign Affairs reaffirmed Bangladesh’s steadfast support for Palestine. Chief Advisor Dr. Muhammad Yunus has delivered strong speeches in favor of Palestinians at various international forums. Bangladesh has already sent humanitarian aid to the people of Gaza.

Expert Opinion:

Professor Dr. Tasnim Siddiqui of the International Relations Department at the University of Dhaka said, “Bangladesh’s role in this crisis is commendable, but we need more proactive diplomatic engagement. Bangladesh's voice must be louder in international forums.”

Role of Civil Society:

Social activists and human rights defenders have proposed several recommendations for peace-loving citizens:

Awareness campaigns on social media

Boycott of Israeli products

Peaceful rallies and discussion forums

Donations to humanitarian aid funds

Final Thoughts:

The Palestine crisis is no longer just about a piece of land—it is a fight for the dignity of humanity. To remain silent in the face of such injustice is to accept it. Only our united voices can rise to challenge and resist this injustice.

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৯ ই এপ্রিল, ২০২৫ সকাল ১০:৫৫

অগ্নিবাবা বলেছেন: মহান আল্লাহর কাছে দোয়া করেন যেনো আবাবিল পাখী এসে নেতান্নিয়াহুর মুখে হেগে দেয়।

০৯ ই এপ্রিল, ২০২৫ দুপুর ১২:০৬

নতুন নকিব বলেছেন:



ফিলিস্তিনি মুসলিমদের হত্যা করা হলে আপনি যে আনন্দিত হন, সেটাই প্রমান হলো। ধন্যবাদ, আপনাকে আপনার এহেন মানবতাবোধের জন্য।

২| ০৯ ই এপ্রিল, ২০২৫ সকাল ১১:৪০

রাজীব নুর বলেছেন: ফিলিস্তিন যদি ইজরায়েলের মতো জ্ঞান বিজ্ঞানে আজ উন্নত হতো- তাহলে আজ এই করুন পরিনতি হতো না।

০৯ ই এপ্রিল, ২০২৫ দুপুর ১২:০৬

নতুন নকিব বলেছেন:



ধন্যবাদ।

৩| ০৯ ই এপ্রিল, ২০২৫ দুপুর ১:৪৫

অগ্নিবাবা বলেছেন: মারামারি কাটাকাটিতে আমি মোটেও আনন্দিত নই, তবে আমি মুমিনদের বোকামী দেখে অভিভূত! এখনো সময় আছে যে কয়জন ইজ্রাইলিকে এখনো জিম্মি করে রেখেছেন ছেড়ে দেন, আমি ট্রাম্প আর নেতান্নিয়াহুকে বলে বোমা হামলা বন্ধ করে দিচ্ছি। খুশী তো?

০৯ ই এপ্রিল, ২০২৫ দুপুর ১:৫৭

নতুন নকিব বলেছেন:



এখনো সময় আছে যে কয়জন ইজ্রাইলিকে এখনো জিম্মি করে রেখেছেন ছেড়ে দেন, আমি ট্রাম্প আর নেতান্নিয়াহুকে বলে বোমা হামলা বন্ধ করে দিচ্ছি। খুশী তো?

-খুশী মানে! আমার তো খুশীতে বগল বাজাতে ইচ্ছে হচ্ছে। আপনি ট্রাম্প আর নেতানিয়াহুকে বলে বোমা হামলা বন্ধ করে দিচ্ছেন বলে কথা! :)

তয় একটা কথা শোনেন, ইসরায়েল যা করার তা করেই যাবে। জিম্মি জুম্মি এইসব কিছুই না। এইগুলো ওদের লোক দেখানো নাটক মাত্র। ইসরায়েলের জন্মই আজন্ম পাপ। এই রাষ্ট্রটির জন্মই মিথ্যার উপরে। প্রতারণার মাধ্যমে। বিশ্ববাসীকে মনে রাখতে হবে, জবরদখলকৃত ফিলিস্তিনের ভূমিতেই ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্রটি দাঁড়িয়ে। যতদিন পৃথিবীতে ইসরায়েল নামক পাপের নগর অবশিষ্ট থাকবে, ততদিন ফিলিস্তিনি, সিরিয়, ইরানি, লেবানিজ থেকে শুরু করে গোটা মধ্যপ্রাচ্যের মানুষের রক্ত ঝড়তেই থাকবে। এর থেকে মুক্তির কোনো উপায় নেই। এমনকি আপনি বলে দিলেও ওদের হত্যাযজ্ঞ বন্ধ হবে না। :)

যা হোক, আপনি ট্রাম্প আর নেতানিয়াহুকে বলে বোমা হামলা বন্ধ করে দিচ্ছেন বলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

৪| ০৯ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৩:৪৭

জুল ভার্ন বলেছেন: কোথায় আজ বিশ্বমানবতা! সব ধ্বংস স্তুপের নিচে চাপা পড়ে গিয়েছে। তবুও ওরা আপন শক্তিতে ফিনিক্স পাখির মতো জেগে উঠবে ইন শা আল্লাহ।

১০ ই এপ্রিল, ২০২৫ সকাল ৭:৫৬

নতুন নকিব বলেছেন: অসাধারণ মন্তব্য!

আপনার আশাবাদ আর পশ্চিমাদের তথাকথিত মানবতার প্রতি ধিক্কার সত্যিই অনুপ্রেরণাদায়ক।
হ্যাঁ, ইতিহাস সাক্ষী—দমন, নিপীড়ন কখনোই একটি জাতিকে চিরতরে নিঃশেষ করতে পারেনি।
ধ্বংসস্তূপের মধ্য থেকেও যারা মাথা উঁচু করে দাঁড়াতে জানে, তারাই সত্যিকারের বিজয়ী।
ফিনিক্স পাখির মতো তাদের পুনর্জন্ম হবেই—ইন শা আল্লাহ।

মানবতার জয় হোক, নিপীড়নের অবসান হোক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.