![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশাল মহাবিশ্ব,
তার কোন এক প্রান্তে ক্ষুদ্র এ ধরণী।
তারি এক প্রান্তে,
সবুজ কোন চত্বরে,
নদী আর ফুল ফলের সমারোহে,
ছোট্ট এক লোকালয়।
সুন্দর তার প্রকৃতি
সরল তার মানুষ।
দুঃখ, জরা, খরা নিত্যসঙ্গী,
তারপরও তারা হাসে, তারা খেলে,
তারা গেয়ে চলে জীবনের গান।
শিকারি হায়নার দল যখন,
হামলে পড়েছিল তাদের উপর,
তারা জীবন দিয়েছে।
রক্তের মহাসমুদ্রে, লাশের মিছিলে,
লাখো আত্মত্যাগের মূল্যে,
তারা আজও আছে ধরণীতে।
কিন্তু,
আজ তাদের মনে ভয়,
তাদের প্রফুল্ল মনে, পুলকিত হৃদয়ে,
আজ শুধুই শঙ্কার কালো মেঘ।
আই তাদের মুখে হাসি নেই,
নেই অবারিত সুখের ছাপ,
আজ তারা ভীত।
লাশের মিছিলে দাড়িয়ে
একদিন তারা গেয়েছিল জীবনের গান।
আজ তারা ভুলে গেছে সেই সুর,
ভুলে গেছে তাদের বেছে থাকার গান।
তাই আজ,
আমার বাংলা মা বড় দুখী,
দুখী মায়ের রাঙ্গা পায়ে যে আজ
আবার সেই শৃঙ্খল পরানোর ষড়যন্ত্র।
স্বার্থ আর লোভের মিছিলে আজ
আমার বাংলা মা বড্ড অসহায়।
সেই জীবনের গান, বেচে থাকার সুর,
সব আজ হারিয়ে গিয়েছে,
হারিয়ে গিয়েছে সব,
হিংসা, লোভ আর স্বার্থের স্রোতে।
তাই মা আজ বড্ড অসহায়,
কোথাও কি কেউ নেই?
নেই কোন বাংলা মায়ের সন্তান?
লোভ, হিংসা আর স্বার্থের স্রোতে দাড়িয়ে
গাইবে সেই গান, সেই সুর।
এবার কি কেউ গাইবে না?
সেই জীবনের গান, বেচে থাকার সুর,
কোথায় সেই বাংলা মায়ের সন্তান?
©somewhere in net ltd.