![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার হাতের দিকে বাড়ানো তোমার হাত। হাতের ভেতরে শিখা, শত্রুতার এমন রূপ! কামনা বিভীষিকা
#
চমৎকার
সুন্দর
ও
উৎসবমুখর পরিবেশে
‘ড্যাস’ হয়েছে আজ। আমরা মুগ্ধ, উৎফুল্ল ও আনন্দিত।
অন্ধকার রাতে
চাঁদকে বিদীর্ণ করে
চা’য়ের দোকানেও ‘ড্যাস’ হয়েছে গতকাল। এতেও আমরা
অবাক হইনি।
এইরকম হয়; হওয়ারই কথা।
উন্নয়নের গণতন্ত্রের আশ্চর্য এই দেশে ‘ড্যাস’...
#
শুধু ডালপালা নয়
একটা ভাঙা সিঁড়িও আছে
উদ্যমের
গোপন তৎপরতার।
ভেতর দিকে তাকিয়ে সেই
সিঁড়িতে
যখন একটি প্রশ্ন
একটি বোধের অসহ অন্তর্ঘাত
জ্বলে উঠবে বলে বলকাচ্ছিলো-
প্রাচীন অন্ধকারে
ইতস্তত চোখের দৃষ্টিতে
গূঢ়তায়
অপেক্ষার এগিয়ে যাওয়া সময়
তখনো আমার ঘর্মাক্ত ফুল...
আমাকে ভালোবাসো
নয়তো বৃষ্টি হবে আজ বজ্র হবে
কালবোশেখীর প্রচণ্ড তাণ্ডব
তোমাদের এই মেট্রোপলিটনকে নাড়িয়ে দেবে
নগর কর্তৃপক্ষ-কে জানিয়ে দেবে
এইসব পংক্তি আমার
দ্রোহের
এইসব পংক্তি আমার
অগ্নির
আমাকে ভালোবাসো
আমাকেও সারাও
ভুল করে হলেও বার্তা পাঠাও...
#
কেউ কি তবে দৃষ্টি হবে
কেউ কি হবে গান
আদর মাখা নদের বুকে ভাসিয়ে দেবো মান
তোমার দিকেই গড়িয়ে দেব হৃদ-যমুনার বান
কেউ কি তবে দৃশ্য হবে
কেউ কি হবে জান
প্রণয় মাখা মাঠের দিকে...
#
চোখের ভেতর ছুড়ে দিয়েছি জন্মান্তের মুখ
তোমরা এবার তাকাতে পারো
তোমরা এবার তাকাও
সরাসরি দৃষ্টি ফ্যালো দেখার
কায়ার ভেতর ভেসে উঠলাম- এই যে দ্যাখো- এই জন্ম
বাবার
চোখের ভেতর ছুড়ে দিয়েছি জন্মান্তের সুখ
তোমরা এবার তাকাতে...
#
ছায়াদের ফিরে পেতে হয়
সময়
সংলাপ
ছায়ারা যে যার মতো বেগবান হ’লে
মৃত্যুরা সরে যায় দূরে
দূর
দূরতায়
ছায়াদের ফিরে আসা পথ ছায়াপথে
লিখে লিখে
মহাকাল
মহাশতাব্দীর পর
ছায়াদের ভুলে যেতে হয়
প্রণয়
সন্তাপ
ছায়ারা যে যার মতো বেগবান হ\'লে
যেমনটা নিয়ম..
০৩.০৫.২০১৮
#
ছায়ার উপর স্রোতস্বিনী চোখ
তার উপর কায়া
কতটুকুই-বা পেয়েছো তুমি- কতো মোহনীয়- মায়া
ঘরের ভেতর ঘূর্ণায়মান ঘর
তার ভেতরে আয়না
কতটুকুই-বা দেখেছো তুমি- এতো হুলস্থুল- আর না
এবার শ্রাবণ হোক
এবার বজ্র হোক
এবার কিছু পুড়ুক প্রেমের...
#
রসুল মিয়া কোনো কাটাছেঁড়ায় যান নি
বিচ্ছিন্ন পা আর মেয়ের লাশ নিয়ে ফিরে গেছেন গ্রামে
আর
ধিক্কার দিয়েছেন
আমাদের এই অভিশপ্ত মেট্রোপলিটন-কে
রাসেল হাসপাতালে শুয়ে কান্নায় ভেঙে পড়েছে
অবশিষ্ট জীবন পঙ্গুত্বের অভিশাপ নিয়ে কী-করে বাঁচবে...
I have to say it now, it\'s been good life all in all,
it\'s really fine to have a chance to hang around
and lie there by the fire and watch...
#
অনুরোধটুকু পড়ে আছে
অলক্ষ্যে
উপরের ওই ঘরে
ওই কর্ণারের ছোট্ট খাঁচায় বহুদিন আজ
কবে যে রক্ত হবে আমার করবী
কবে যে বন্ধু হবে-
ছবি হয়ে ভেসে গেলে সময়-রেখায় ছবি লিখি ছবি লিখি
ছবিদের লিখে রাখি
লিখে রাখি দেয়ালের...
#
সংক্রান্তির পর একটি নতুন ভোর
একটি নতুন দিনের শুরু
একটি পুরনো গোপন ইচ্ছের মাথাচাড়া
সমগ্র দিন
বুকের ভেতর পুষে রাখছি
আনমনে
এবং
অলক্ষ্যে
জানি তুমি আসবে দুপুর গড়িয়ে বিকেল গড়িয়ে
বৃষ্টি ভেজা সন্ধ্যায় অথবা রাতে
কালবৈশাখীর ঝড়ো বাতাসে এবং
গর্জনে
বিদ্যুৎ-এ...
#
শেষ পর্যন্ত কয়জন ছাত্রের মাথা ফাটালেন আমাদের
মহান পুলিশ বাহিনী
কতোজন ছাত্র আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন
রয়েছে
কতোজন প্রিজন সেলে
কতোজনের নামে মামলা হোলো
কতোজন গুম হোলো- আর পাওয়া যাবে না যাদের-
তাদের সঠিক পরিসংখ্যান...
সেদিন মাছ একটি গাঢ় রঙের মধ্যে নিজেকে ডুবিয়ে
ফিরে তাকালো আমার দিকে
আর আমি অভিভূত হয়ে নাম কি জানতে চেয়ে পানির নিচে
একটি জলজ চিরকুট পাঠাই-
আমার ধারণা ছিল মাছেদের যার যার নাম
ঈশ্বর কর্তৃক...
#
আমি যুদ্ধ দেখিনি
’৭১ এর অনেক পরে আমার জন্ম
প্রথম চোখ মেলে স্বাধীন বাংলাদেশকেই দেখেছি
বড়দের মুখে
শুনেছি মুক্তিযুদ্ধের গল্প
আর
যুদ্ধাপরাধীদের ঘৃণা করতে শিখেছি
জেনেছি ১৬-ই ডিসেম্বর যুদ্ধ শেষ হয়েছিল
১৬-ই ডিসেম্বর বিজয়ের দিন
আর কোনো...
#
পশু শব্দটি সন্মানের সাথে উচ্চারণ করুন
কারণ সে পশু
মানুষ নয়
পশু শব্দটি ইজ্জতের সাথে উচ্চারণ করুন
কারণ সে পশু
পুরুষ নয়
পশু শব্দটি সম্ভ্রমের সাথে উচ্চারণ করুন
কারণ সে পশু
পিশাচ নয়
আপনারা শিখুন
আপনারা...
©somewhere in net ltd.