নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় প্রকৌশলী। অন্তর্মুখী। কবিতা ভালোবাসি ভীষণ। লিখিও

ঋতো আহমেদ

আমার হাতের দিকে বাড়ানো তোমার হাত। হাতের ভেতরে শিখা, শত্রুতার এমন রূপ! কামনা বিভীষিকা

সকল পোস্টঃ

ধান্দা

২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:১৩

অফিসের গাড়ি থেকে নেমে
প্রতি রাতে এমন টাইমেই ফিরি
৮ টা কী সাড়ে ৮ টা
কখনো হেঁটে আবার কখনো আলসেমি এলে রিক্সায়
অল্প কিছু পর আমার ফ্ল্যাট

সে রাতেও আলসেমি এলো...

মন্তব্য৬ টি রেটিং+৪

বিশ্বাস

২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:০৮

গাছ মরে গেলে সেখানে রাতের জন্ম হয়
কেওড়া জলে ধোয়া গহীন ও কালো জঙ্গি পতাকার মতো
রাত
বাতাসে ওড়ে
গাছ মরে গেলে বেঁচে থাকা ভ্রষ্ট সময় ধুঁকে ধুঁকে পচে
আগুনে...

মন্তব্য২০ টি রেটিং+৩

আমাদের হস্তরেখায়

২১ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৫৯

আমাদের হাতের পাতায় এমন একটি রেখা আছে
যার মধ‍্য দিয়ে এগিয়ে গেলেই
আসন্ন শীতে দেখা হবে সাইদুল অথবা শরিফুলদের সাথে
দিনান্তে যাদের শুষ্ক শরীর এক‌একটি অসহ ভার হিসেবে
প্রতিয়মান হবে প্রত্যেকের...

মন্তব্য১০ টি রেটিং+৪

প্রতিবেদন

২০ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:০৯

অজ্ঞাত সংখ্যক সদস্য নিয়ে গঠিত তদন্ত কমিটির
প্রতিবেদন থেকে জানা যাচ্ছে যে
এদেশের এমন ভয়াবহ বন্যা পরিস্থিতির পেছনে কে দাঁড়িয়ে আছেন শেষ পর্যন্ত
কার পৈশাচিক হাত সৃষ্টি করেছে এই প্লাবন
আপনারা অবাক...

মন্তব্য১১ টি রেটিং+২

হরপ্পার চাঁদ

১৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:১৯

আমি যখন নিমগ্ন হ‌ই
তখন একটি নদ কোথাও বাঁধ ভাঙার হুংকার ছাড়ে
আমি যখন নিমগ্ন হ‌ই
তখন তোমার অথৈ আদর
সমস্ত দরোজা ভেদ ক’রে ঢুকে পড়ে আমার চার দেয়ালের
ছোট্ট ঘরে
আমি হাত বাড়াই

হাতের মুঠোয় আমার...

মন্তব্য১০ টি রেটিং+২

অগোছালো

১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:২৭

কি অগোছালো
তুমি
না তোমার চোখ- কপালের লাল টিপ- জুলফি
না তোমার ঠোঁট- ছুঁয়ে যাওয়া সেইসব নিহিত নক্ষত্র- অপার অন্ধকার

কি অগোছালো
জীবন
না তোমার শরীর বেয়ে বেড়ে-ওঠা গহীন আত্মজল- যার
গভীরতায় দাঁড়িয়েছে...

মন্তব্য৮ টি রেটিং+৪

চাবি

১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৫৫

প্রশ্নকে লিখে ফেলতে হয় চৈতন্যে
কেননা প্রশ্নই খুলে দেয় পথ-
কিছু পথ ফিরে আসে- আর- কিছু পথ ফিরে যায়
নিরুদ্দেশে

আমি যখন তাকিয়ে আছি বৃষ্টি-বিন্দুর ভেতর- অপার আকাশে

০৮.১০.২০১৭; উত্তরা

মন্তব্য৭ টি রেটিং+৩

বিশ্বাস/শোরগোল

১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৩০

পৃথিবীর সমান বয়সী বিশ্বাসেরা সমূহ শোরগোল নিয়ে
আমার দুয়ারে
ঘুমকে ভাঙাতে এসছে

অথচ দ‍্যাখো আমার দেয়ালের ভেতর আমার যে স্রোত
আমার যে গহীন যাপন
তাতে কি ভাঙন সম্ভব

আমি কি বিশ্বাসী
আমি কি বিশ্বাসের...

মন্তব্য০ টি রেটিং+০

একটি উদগ্রীব ক্ষণিক ও নেপথ্যের আমি

০৭ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:২৭

একটি উদগ্রীব ক্ষণিক
আমার দিকে হাত বাড়ালো আর আমি
আকাশের দিকে তাকিয়ে
বৃষ্টি ও বৃহস্পতির
মুহুর্মুহু আক্রমনের নেপথ্যে নিজেকে নামাই
জলে

যে জলের কোনো ধারা নেই
ধরন‌ও নেই- অন্তত আমার জানা নেই তার শরীরে
সাঁতরে কোথাও...

মন্তব্য৬ টি রেটিং+২

আমার একটি কারণ প্রয়োজন

২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:০১

(\'সাত আসমান ও জমিন\' থেকে)

পর্ব: জেনোসাইড ২০১৭

আমার একটি কারণ প্রয়োজন

আমাকে একটা কারণ বলো যার জন্য আমি চুপ থাকবো
একটা কারণ- যার জন্য আমি আর কোনো কথাই বলতে যাবো না
এমন একটি কারণ-...

মন্তব্য৪ টি রেটিং+২

ঘুম-ঘুড়ি

২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:২২

আকাশের ঘুড়ি এসে ঘুরে যায়
উজ্জ্বলতম দিনে
কাছাকাছি

আকাশের ছায়া এসে নিভে যায়
জলের পাতালে
পাশাপাশি

কবেকার প্রিয়তম বন্ধুর মুখ-
কবেকার লুকিয়ে ওড়ানো বিকেল/দুপুর
মাছের চোখের মতোন নিথর নিদর্শন যেন (আজ)

আমি তাকে রাখিনি মনে-
মনের অতলে

অতলান্তের বহুকাল-...

মন্তব্য২ টি রেটিং+১

অতল জলের বিধি

১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৫৮

তবে তাই হোক
বিঁধে যাক-
বিদ্ধ হোক অতল জলের বিধি

এই পাড় ভেঙে যাক
খুলে যাক ক্ষতমুখ- রতি

মূক ও বধির হাওয়া- ফিরে যাক- জাগরুক হোক
অন‍্য কোথাও
অন‍্য কিছু

অন‍্য পথ ও গতি

১৫.০৯.২০১৭; উত্তরা

মন্তব্য৪ টি রেটিং+১

\'জলের পাতাল\' থেকে

০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:২২

১০.
একটু আগেই বৃষ্টির ভেতর দিয়ে এগিয়ে এসছে এই পথ
ভেজা শরীরের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে ছিটিয়ে আছে
বুনো গন্ধটাও
আমি বললাম কোথায় যাও-
কোথাও কি যাবার আছে আরও

আমার ঝাপসা দৃষ্টি তার শিরদাঁড়ায় ঠান্ডা শিহরণ...

মন্তব্য৯ টি রেটিং+৩

\'জলের পাতাল\' থেকে জলের গতিবিধি পর্যবেক্ষণ সংক্রান্ত

০১ লা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:১১

০৯.
পেড়েক খুব কাজের একটা জিনিস

প্রতিটি ঘরে
দেয়ালে দেয়ালে
সময়ের পিঠ-কে ঠেকিয়ে গেঁথে রাখছি ‘কাল’
খ্রিষ্টের মতো
আর
চুপচাপ চুঁইয়ে পরছে রক্ত-জল

কিছু পেড়েক পুরোনো
কিছু পেড়েক নতুন ও পেঁচানো

যেখানে যেমন লাগে- দিয়ে রাখছি তেমন-ই মাত্রায়

আমার...

মন্তব্য৪ টি রেটিং+২

১৫.০৮.২০১৭; উত্তরা

১৬ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:৩৭

০৬.
স্বাধীনতা বলতে কে কি বোঝেন
আমাদের বোঝাচ্ছেন
স্ট্যাটাসে
শোকাবহ আগস্ট এলে কে কি করছেন
আমাদের জানাচ্ছেন
আয়োজনে

আর আমি ভাসছি সমস্ত বিপদসীমার উপর দিয়ে- আকুলে

০৭.
একটা সহজ মিথ্যে বিপরীত পথে বেড়িয়ে এসছে আজ
জল ও হাওয়ার এই
পৃথিবীতে
হঠকারী পরিক্রমায়...

মন্তব্য৪ টি রেটিং+২

১০১১১২১৩১৪১৫>> ›

full version

©somewhere in net ltd.