![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার হাতের দিকে বাড়ানো তোমার হাত। হাতের ভেতরে শিখা, শত্রুতার এমন রূপ! কামনা বিভীষিকা
#
সম্পূর্ণ বধির হওয়ার আগে আমি একটা ধূন শুনতে পেয়েছিলাম; বলা হচ্ছিলো
মানুষকে না কি অবিশ্বাস করতে নেই ! মানুষই সৃষ্টির সেরা ।
ইতিকথার স্বপ্নচারীতা’য়ও পড়ছি আজ— ‘কুঁড়ির গর্ভে লুকিয়ে থাকা ভোর...
#
কাল রাতের অস্থির ঈর্ষারা এখন আর নেই,—
হয়তোবা উপায়ান্তর না পেয়ে শেষে
চোখের জলের দাগ
হয়েছ;
চোখের মধ্যেই নিজেকে ডুবিয়ে—
নিভিয়ে দিয়েছ প্রপঞ্চ— ও, প্রহেলিকাদের ।
এখন অনেকটাই স্নিগ্ধ,
অনেকটাই শান্ত ও...
#
দ্বিধা
সংকোচ
সন্দেহ
সংশয়
কুণ্ঠা
লাজ/লজ্জা
ভয়
শঙ্কা
এই-সব আগাছা, পরিষ্কার করো—
এই-সব সব পুড়িয়ে দাও—
এই-সব তুষে বৃষ্টি নামুক আজ—
প্রণয়ের মেঘেরা মিছিল নিয়ে আসুক শহরে
ঝলকে ঝলকে আকাশ উন্মাদ হোক বজ্র-বিদ্যূতে
ভালোবাসার দিব্যি করে বলছি— ইট/কাঠ/কংক্রিটের...
#
সাঁতরে কোথাও যাবো,— এই ভেবে নামিয়েছ
সময়-সমুদ্র-স্রোত । কিন্তু, কোথায় যাবো আমি !
গন্তব্যের কী নাম কী ঠিকানা কিছুই তো বলো নি;
জানি না সাঁতার কাটার কোনো মন্ত্রও । আমাকে—
দৌলত দিয়েছ
বিদ্যে...
#
আবারও সেই পথ, এই পথে এলে—
দমকা বাতাস আঁকো; এঁকে ফ্যালো আস্ত কোনো মঠ;
অরণ্যে আবীর আঁকো; অগোছালো ঈশান
আর,—
একবার
আঁকো নৈঋত ।
কে আছে ঔষধি
কে আর পরম পুরুষ এইবার—
মানুষ মিথ্যে হ’লে ভালো...
#
ভাবছি কোন মুখে যাবো ?
যে মুখ পাথরের ছিল, সে মুখ ভেঙে গেছে; আর-
যে মুখ জন্মান্ধ, তার চোখে রক্তবীথি ।
কোন মুখে যাবো আমি ?
যে মুখে পাহাড় আছে
যে মুখে নদী
নিয়ত ক্রান্তীয়...
#
ওহ্ ঝড় ! ও আমার উদ্বেগ (উথালপাথাল)
তুমিও উতল হ’লে, কী করে লিখি- কী করে লিখে যাই ছবি
তুমিও বিরাগ হ\'লে, লিখে পাঠাই কোন রক্তকরবীর খুন-
বলি কোন কথা- এমন প্রপঞ্চ আমার...
#
কথারা এগিয়েছে এই পথে, শহরের হৃদপিণ্ড চিরে
নাড়ি নক্ষত্র কিচ্ছু জানি নি যার,- তাহাদের;
কথারা এগিয়েছে; অক্ষরে অক্ষরে আলপনায়, শব্দের ঝংকারে
ওংকারের টুটি নিয়ে সেই সব সড়ক মহাসড়কের
এই শহর- যেন
এক...
#
জলের ভেতর পাঠিয়েছি প্রসূন
জলের মধ্যেই আজাদ
তবেই-না পৃথিবীর তিন ভাগ জল আর এক ভাগ
আবাদ।
জলের ভেতর সাজিয়ে রেখেছি প্রশ্বাস
সাজিয়ে রেখেছি বিস্ময়
রক্তজবার মতো টকটকে
প্রেমিকের মৃত্যুর মতো অতলস্পর্শী- অন্বয়
এখন বলো কী চাও...
#
ভাঙো; ভেঙে ভেঙেই
ভ্রান্তি আনো ।
এখন লগ্ন এমন; এমন-ই
বিরহে চেনো
আগুন শ্রাবণ ।
বেড়ে উঠো
ভ্রান্তি ভেড়াও নিমগ্নের তান-এ
উষ্ণ হও
প্রবল হও
প্রগলভ হও পথে
এমন সুরঙ্গের পর পৃথিবী অচিন হবে
অগ্নির দ্বৈরথে ।
০৫.০৬.২০১৮
#
এই যে বটবৃক্ষের নিচে দাঁড়িয়েছো
শ্বেত-শুভ্র-বসনা; অগ্নি-
অগ্নি আমার
এই যে আকাশ আলো করে তাকিয়েছো
এই ভোর এই প্রাত-মূর্ছনা
শুধুই কি আমার জল্পনা !
নাকি, আমিও আসবো; তোমার অপেক্ষার কাছে
ভাসাবো; এইসব মোহন...
#
আগে যখন ফিরতাম, অনেক রাত হয়ে যেত
অন্ধকারে অন্ধের মতো সময়কে ধারণ করতে চাইতাম
বৃথাই-
ফিরিয়ে আনতে চাইতাম আমার স্বপ্ন ও পরিকল্পনা-দের
আপন আলোয়
এইসব কিছুকাল মাত্র আগের কথা ।
আর এখন প্রত্যেকটি...
#
কিছু পথ লুকোনো থাকা ভালো;
লুকোনো মানে আড়াল
যেন ফিরতে পারি আমি শেষ পর্যন্ত তোমার কাছেই
কোনো প্রকার ভণিতা ছাড়াই
কিছু পথ উহ্য থাকাও ভালো ।
বুঝে নিও-
কাঙ্ক্ষিত প্রহরকে ভেঙে...
#
রাখো,
প্রিয়তম দৃশ্যদের আপন করতলে
সময়ে সময়ে খোলো
দেখে নাও তাকে
সে আছে
সে থাকে
সে তোমার হৃদয় সরোবরে
বেদনার নীল আলোকচিত্র হয়ে
সে থাকে
সে আছে
সে তোমার প্রিয়াঙ্গনে- স্বপন নিলয়ে
২৩.০৫.২০১৮
©somewhere in net ltd.