![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার হাতের দিকে বাড়ানো তোমার হাত। হাতের ভেতরে শিখা, শত্রুতার এমন রূপ! কামনা বিভীষিকা
কাল সকালে আমার জানালা গ’লে প্রথম যে রোদ্দুর
আমার শিয়রে এসে দাঁড়াবে
তার জন্য অগ্রিম শুভেচ্ছা ও সম্ভাষণ লিখে রাখছি
এবং
আরও লিখে রাখছি
সে আমার চিবুক বরাবর স্পর্শের মাধ্যমে
একটি আবেদন...
সময়ে থামি
যতক্ষণ না অথৈ অগ্নি আমার ঘুরে
আমার দিকেই আসে -
সময়ের মধ্যিখানে
স্থির হ’য়ে দাঁড়িয়ে আমার প্রথম প্রতিজ্ঞার তান-এ
প্রত্যর্পিত হয়
আমি হাত রাখি .. ডুবি..
আর আমার উদ্ধত আগুন কী-এক...
ঘুমের মধ্যে
একশত জানালার কপাট হঠাৎ ভারী হ’য়ে এলে
বিগত রাত্তিরে রাতেরা সব
ভৌতিক বিউগলে
(বিস্তারিত ও বিচ্ছিন্ন পংক্তিমালায়)
আমার দূঃস্বপ্নের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে যায়
আর আমি হাত বাড়িয়ে ছুঁই আমার পূর্ব...
যাবো না ব\'লে কি না গিয়ে থাকা যায় থেমে
ও পাহাড় ও বর্ষন-স্রোত আমার
দিয়েছো এমন ভাঙনের ডাক যে এবার
দূঃস্বপ্নের ঝংকারে আপাদমস্তক ঝাঁপ
না দিয়ে উপায় কী আর
অথচ দৃষ্টিকে নত রাখতে...
আলো
বেদনা হ\'য়ে ফোটে
যখন দেখি
অনেকটাই দেখি
অপলক
যে ফোটা ফুলের মতো সুন্দর নয়
সে-ও মোহময়ী
করুণতম ঠোঁটে
১৭.০৬.২০১৭; উত্তরা
যতোটা বলেছি তারও চেয়ে বেশি
না ব’লে যতোটা
বেদনার মর্মমূলে
গিয়ে ভুলে যেও সব
সমস্ত
এ জীবন ধন্য হবার নয়
আলো এসে লিখে গ্যাছো
এমন প্রণয় ভার
আমার
যতোটা রেখেছি হাতে
রঙে ও রেখায়
তারও চেয়ে বেশি...
কৃতজ্ঞতা স্বীকার: শ্রীজাত (একদিন)
সেদিন
ঘুমের ভেতর খুব একটা এগুতে পারছিলাম না
আর
আকাশ হঠাৎ পরমাত্মীয়ের মতো
পথ কেটে কেটে
চ’লে আসে আমার শিয়রে
ঝুঁকে
আমার কপাল বরাবর একটি স্মারকলিপি রাখে
যেটা প্রতিপন্ন ক’রে পৌঁছুতে বলে...
\'Looking for a hill to ride / Looking for a hole to hide\'
জানিনা এমন লিপি কোথায় পাও তুমি
ভেতরে ভেতরে
ফুঁসে উঠে উবে যাওয়া সেইসব অতল জলের ঢেউ
লিখে রেখে চলে গ্যাছো...
মন-পাহাড়
তোমাকে পেরিয়ে যাওয়ার গল্প লিখতে গিয়ে
আমার আঙুলের ভেতর
জন্ম নিয়েছে আজ অসংখ্যের সবুজ
আর তার বেড়ে ওঠা বৃহস্পতির বৃক্ষের শরীর থেকে
ঝরে পড়ছে কী-এক কান্নার ধূলো-রঙ জল
অতএব
সম্পূর্ণ বিধ্বস্ত হওয়ার আগেই
এইসব...
কাঠের গায়ে কান পাতলেই আকাশকে শুনতে পাই -
এখানে আকাশ মানে আকাশকুসুমও হতে পারে
আর শুনতে পাওয়া ভয়েস-টা যার
তার অবয়ব কাঠের মতোই
আমাদের মনের বিপরীত দ্বারে
সিঁড়িতে
যখন স্থির হয়ে দাঁড়িয়েছে বলে...
সে আসেনি
শুধু বার্তা পাঠিয়েছে
নরম ওমের মতো সুন্দর সকরুণ
প্রলয়-বার্তা
আর আমার যথেষ্ট ইচ্ছেরা যে কোনো চোখে
চেয়ে থেকে থেকে
ফিরে এলে
পথ পড়ে থাকে পথের মতন পথে
আমি...
(অনিবার্য দিনগুলো আসবে এবার
তৈরি থেকো
হে অগ্নি আমার)
দ্বিধা গ’লে -
বেরিয়ে আসবার পর
তোমার হাতের দিকেই পাঠিয়েছি এক
বহতা নদের স্রোত
যাকে তুমি ছুঁয়ে দিতে পারো
যার স্পর্শে তোমার আঙুলগুলো হয়ে উঠতে পারে
সোনার-কাঠি-রূপোর-কাঠি-মন...
রাত পোহাবার অনেক আগেই
ঘুমের ভেতর
লুকোনো দরজার কাছে এসে
দাঁড়িয়েছিলে -
সন্তর্পণে
কিছু কি দেখছিলে
কথা ও দ্বিধায় জড়িয়ে চোখে
চেয়ে থেকে থেকে
ওপাশেই নির্ভার আমার শব
সে কিছু বলেনি
যেহেতু সেইসব শব্দেরা আসেনি তখনও
পৃথিবীতে...
©somewhere in net ltd.