![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার হাতের দিকে বাড়ানো তোমার হাত। হাতের ভেতরে শিখা, শত্রুতার এমন রূপ! কামনা বিভীষিকা
পাঠ-০১: মন্ত্র
যে মন্ত্রই পড়ি না কেন
মন্দ আমাকে বোলবেই- তা আমি জানি
মন্দায় আক্রান্ত আমার আঙুলগুলো পাঠের আসর থেকেই
থেকে থেকে স্পর্শ করে
তোমার ওষ্ঠ
বিশেষ ক’রে আমার তর্জনী
লম্বের মতো অধর বরাবর দাঁড়িয়ে...
একটি নতুন ও অর্থবহ প্রতাপ আমার শরীরময় হঠাৎ বয়ে
যাচ্ছিলো
নদ-স্রোতের মতো
আমি তাকে বুঝতে চেষ্টা ক’রে
আমার করনীয়-কে কিছুটা সময়ে বিলম্বিত করি
সেই সময়
যে আমাকে শিখিয়েছিল মানুষের পাস্তুরিত ভাষায় কী...
১.
বুকের ভেতর মৃত্যুকে পুষে রেখেছি অনেক দিন
মৃত্যু
মৃত্যু মানে কি মরণ-জ্বালা
থেকে থেকে যার আব্দার আমি শুনতে পাই
দামামার মতো-
প্রিয় পৃথিবীর মায়ার আঁচলে একটু একটু করে যার
বেড়ে ওঠা...
১.
নিজেকে নামাই
আমি তার অপেক্ষায় দিন ও রাতের এই পৃথিবীতে
হাওয়ায়
লিখে রাখি লিপি
(কেননা হাওয়া-ই হাওয়ায় মিলিয়ে গিয়ে
থাকে
চিরদিন ভেসে-
ভেসে ভেসে মৌসুমে এই গোলার্ধ থেকে দূরে
দূরের...
আমাকে দেখে তোমার যা মনে হয়
তার থেকে দূরে
অন্য একটা অরন্য আঁকতে গিয়ে
কিছুক্ষণের জন্য হলেও দাঁড়াই আমি.. আমি থামি-
মনে হয়
যদি সেই ঘর আর এই অরন্য তোমার মনের পিঞ্জরে
ঠাঁই...
আদরের মাত্রাটুকু বুঝে যদি আমি দিব্যদৃষ্টির ভেতর
নিজেকে পাঠাই আর
অতিক্রম করে আসি (অতি)বাৎসল্য আমার-
আমি জানি
সে আমার গহীন আত্ম-জল ও বায়ু
তার চেয়ে প্রিয় কিছু নেই-
সে আমার আগুন...
১.
নিশুতি আমার মনের মতো নয়
নিশুতি মনের মতো হয় না
একটু বড় হয়ে পাশ কেটে বেড়িয়ে যায়
তেমন করে
মন মাখিয়ে
তাকে ভালোবাসতে পারি না
নিশুতি আমার মনের মতো হয় না
০৩.০৭.২০১৭; চন্দ্রা
২.
অতঃপর
এক...
ঠিক কতটা বয়সে পৌঁছানোর পর ঝাপসা হয়ে আসে
মানুষের মুখ
মায়ের মুখ কী বাবার- এমনকি সন্তানেরও
ঠিক কতটুকু.. কতোদূর পর্যন্ত দৃষ্টিকে তুলতে গেলে
শেষে
চোখ ভারী হয়
বৃষ্টি-বিন্দুর মতো নেমে আসে...
ঘরটা বন্ধ ছিল এক শতাব্দী অথবা তারও চেয়ে বেশি
হতে পারে
বন্ধ ঘরের গুমোট গন্ধ- ধূসর ধূলি
তোমাকে তা বলেনি
খুব সাধারণ- প্রাত্যহিকের মতোই চলে এসছো তাই
চলে এসো
এসো
আমার মায়ার...
আর অল্প কিছুক্ষণ পর এখানে একটা বিউগল বাজবে
তারপর প্রশাখাগুলো তাদের সোরগোল স্তিমিত ক’রে
একটা বড় ও চওড়া শাখায়
নিজেদের সমর্পিত করবে যেন প্রবেশকালে
ব্যথাতুর মুখগুলো
আমরা দেখতে না পাই
এদিকে সময়...
পুরো একটা দিন স্বপ্নের ভেতর গুলিয়ে নিয়েছি যে-
এখন আর তেমন বিস্বাদ লাগে না
অবলীলায় চালান করে দেয়া যায়
যেখানে প্রবাহিত হচ্ছে নদ ও প্রতি-নদ- আর পাহাড়
দাঁড়িয়ে থাকে ঠাঁয়
যেহেতু...
রাত নামবার আগেই আমাকে রাস্তায় উঠতে হবে -
এরকম ভাবতে ভাবতে
সবচেয়ে বড় ও চওড়া যে রাস্তাটা
এবড়োথেবড়ো জীবনের খুব কাছ দিয়ে চলে গেছে
তার নামটা স্মরণ করতে চাই
এবং স্মরণ করতে গিয়ে কিছুক্ষণের...
গতকাল রাতে একটি পাহাড় এসে শুয়েছিল আমার পাশে
প্রথমে তাকাই নি
ভেবেছি নদী হবে হয়তো
যেহেতু সমগ্র বিকেল এখানে
একমাত্র নদ হয়ে বয়ে গিয়েছিলাম তাই
কেবল একটি নদীরই এসে শুয়ে পড়া স্বাভাবিক...
আমাকে নজরবন্দি রাখো
নয়তো উড়াল দেবো তোমাদের পালনকর্তার ঐ পাহাড়টা
পেরিয়ে
সাত আসমানের ঠিক ওপারেই
যেখানে প্রবাহিত হচ্ছে দুগ্ধ-নহর
যেখানে প্রবেশনুমতির জন্য আবেদন করতে বলছো
আমার সামগ্রীক জীবনের পূণ্যে
হায়...
পৃথিবীতে বুদ্ধি হবার পর আমরা মানুষেরা কেন যেন অদ্ভুত
নির্বোধ হ’য়ে যাই
আমাদের চোখের চারপাশে ছড়িয়ে যায় কতিপয় শব্দেরা
যাদের গর্ভে আমরা মুহূর্মুহূ বিলীন হই এবং জন্মাই
ভালোবেসে সেইসব শব্দের নাম...
©somewhere in net ltd.