![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Legal Practitioner
""অসহায়ত্বের কষাঘাতে নিজের আর্তচিৎকার গুলো যখন নিজেই শুনতে পাই না, প্রশান্তির প্রয়াশে কান্নার অশ্রুফোঁটা গুলো নিজের কাছেই অদৃশ্য.......
সেখানে জাগতিক কারো কাছে দুদন্ড সহানুভুতি আশা করাটা অপরাধ বৈ কিছু কি...
যৌবনে রুপ দেখিয়ে কলেজ কাপানো মেয়েটি আজ নিজের মাতাল স্বামীর কাছে অবহেলার পাত্রী! অপি করিম,শখ,স্পর্শিয়া, সারিকা, মোনালিসা, জয়াদের মতন জাতীয় ক্রাশরা তাদের স্বামীর ক্রাশ হয়ে থাকতে পারেনি তাদের সৌন্দর্য দিয়ে।
তাহসান...
এগিয়ে চলেছি একটি পরিবর্তনের দিকে, যা একটি পথের শেষ এবং একটি পথের শুরু, একটি শেষ এবং একটি শুরু, যা একটি ডাক এবং একটি প্রতিধ্বনি!!!
সততার সাথে জিন্দেগী গুজরানের তাগিদে...
এক নতুন পৃথিবী গড়তে এক নতুন সূর্য চাই।
নেতিয়ে পড়া পাল মরিচা ধরা হাল ঘুমন্ত নাবিক
ঘিরে সমুদ্র তালউত্তাল
ঢেও খায় আলোর নিশানা।
একটা নতুন সূর্য এসো পূবের সীমানা ঘেঁষে
হোক নতুন পরিশুদ্ধ সকাল,
বিদায়ী ঘোল...
এক নতুন পৃথিবী গড়তে এক নতুন সূর্য চাই।
নেতিয়ে পড়া পাল মরিচা ধরা হাল ঘুমন্ত নাবিক
ঘিরে সমুদ্র তালউত্তাল
ঢেও খায় আলোর নিশানা।
একটা নতুন সূর্য এসো পূবের সীমানা ঘেঁষে
হোক নতুন পরিশুদ্ধ সকাল,
বিদায়ী ঘোল...
এখানকার মানুষগুলো খুব অসুখী, লাঞ্ছনা -বঞ্চনা,গঞ্জনা আর না পাওয়ার বেদনা নিয়ে এরা বেড়ে উঠে প্রতিনিয়ত,
আবার একসময় এই সকল দুঃখকষ্ট নিয়ে মরেও যায়।
অথচ কতো আশ্চর্যের বিষয়!! এরা কখনো এইসকল দুঃখকষ্ট মনেও...
শর্ত কিংবা স্বার্থ দিয়ে কাউকে আপন করা যায় না। ধরেও রাখা যায় না।
যে আপন হবার সে কোন শর্ত ছাড়াই আপন হবে
এবং চিরদিন স্বার্থ ছাড়াই আপন থাকবে।
ঈদের বেশ কয়েকটা নাটকের গল্পে বিয়ের পূর্বেই নারীর গর্ভে অবৈধ সন্তান। বয় ফ্রেন্ডের স্বাবলম্বী না হয়ে ওঠা বা পরিবারের চাপে নারীর অন্যত্র বিয়ের আয়োজন। কোথাও নিষ্পাপ শিশু সন্তান হত্যার...
যাবতীয় অনুযোগ যদি হয় মিথ্যে
চেপে যাও যতসব অবনত চিত্তে
জিতবে\'ই জিতবে দিনশেষে তুমি-যে
গুটিবাজ উটপাখি মুখ জেনো লুকাবে।
বাবু গিরিশচন্দ্র সেন পবিত্র কোরআনের আংশিক অনুবাদ করেন। একজন অমুসলিম হয়ে পবিত্র কোরআনের অনুবাদ ? সত্যিই প্রসংসার দাবী রাখে। ! আর সবার মত আমিও অবাক হয়েছিলাম।
কিন্তু! আর অবাক হইনা। কারন...
পেটের ক্ষুধা মিটে অণ্য পেলে
হৃদয়ের ক্ষুধা মিটে না,
হৃদয় ক্ষুধিত হয় জ্ঞানের অভাব হলে
জ্ঞনী হও করে সাধনা।
সেই জ্ঞান করো তুমি আহরণ
যে জ্ঞান শাশ্বত আমরণ,
যে জ্ঞানের আলোকে দুলোকে ও ভূলোকে...
চারিদিকে যখন ঠাঁঠা রোদ,
মিথ্যে হাসিরাও যখন আপন দায়িত্বে ক্লান্ত...
বিরাজমান অস্থিরতা আর যান্ত্রিক জীবনের গতি যখন তীব্র থেকে তীব্রতর।
তখন সবকিছু থেকে নিজেকে আড়াল করে, চার...
প্রতিদিন মানুষের মুখগুলো একটু করে বদলায়।
আমি অবাক হয়ে তাকিয়ে দেখি।
আর ভাবি আমি কত বোকা।
এত চালাক মানুষের ভীরে আমারতো কোন স্থান নেই।
চালাক মানুষেরা আমার ভদ্রতাকে আমার দূর্বলতা...
দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে, ৩০ লক্ষ শহিদের আত্মত্যাগ ও প্রায় ৪ লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে পাওয়া আমাদের এই দেশ স্বাধীন বাংলাদেশ। কি পাওয়ার কথা ছিল, আর কি...
একটা গল্প লিখব ভাবছি
তোমায় আমায় মিলে।
হয়তোবা শুরুটা হবে না সচারাচার হয় যেমনটা
অসম বন্টন থাকবে না অতটা
জমবে না খুব একটা
টুইস্ট বলতে বেঁচে থাকাটাই কম কীসে।
তবুও কাক ডাকা দুপুরে
যান্ত্রিক শহুরে নিস্তব্ধতায়
ভাত ঘুমের...
©somewhere in net ltd.