নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খোলা জীবন, খোলা বই, খোলা পাতা

I am what I am and that's how I would be. No I am not stubborn. I just want to be myself.

শাফ্‌ক্বাত

একজন মা এই ব্লগের কোন ছবি, লেখা বা মন্তব্য (সম্পূর্ণ অথবা আংশিকভাবে) লেখকের পূর্ব-অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা যাবেনা। ধন্যবাদ।

সকল পোস্টঃ

টেবিলের ঐ পাশটা

০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ১১:৩৪

আমার আম্মু।

স্ট্রং।
ডিসিপ্লিন্ড।
ডিপেন্ডেবল।
রেস্পনসিবল।
বুদ্ধিমান, হিউমারাস।
গাইতে জানেন, অসাধারণ রান্না, আড্ডা জমাতে জানেন, শাসন করতে জানেন। বুকে জড়িয়ে ধরে আদর করতে জানেন।
ইন্টার্মেডিয়েটে কেমিস্ট্রি পরীক্ষার আগের রাতে আমাকে কাঁদতে দেখে, এক লহমায় অধাতুর সমস্ত...

মন্তব্য৭ টি রেটিং+১

এটুকুই বলার ছিলো

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০০

শাশুড়ি কথাপ্রসংগে একদিন খুব ব্যঙ্গ করে বলেছিলেন আমাকে, "হ্যা জানি তুমি একজন ব্লগার।" ব্লগার শব্দটা উনি এমন এক টোনে বল্লেন, যেন এটা খুবই ন্যাক্কারজনক এক কাজ। হজম করা ছাড়া আর...

মন্তব্য১৯ টি রেটিং+০

আমিহীন আমি

২৭ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৫৩

আমি হারাই নিজের মাঝে
হই নিজের মনেই উধাও
তুমি যখন ডাকো কাছে
আর সটান চোখে তাকাও।

এই মন থাকেনা মনে
আমার হুঁশ থাকেনা বশে
ওই হাত যখনি টানে
আমায় শক্ত বাহুপাশে।

মন্তব্য২ টি রেটিং+১

উপলব্ধি

০৯ ই অক্টোবর, ২০১৫ ভোর ৬:৩১

ঠকে যাওয়ার ভয়
কুরে কুরে খায়।
বিশ্বাস কোথায়
কাকে করা যায়?
সন্দেহের বেড়াজালে আটকে সবাই
জন্ম থেকেই সাবধানের মার নাই।
তুমি ভাবো আমি ঠগ, আমি ভাবি তুমি
মিলেমিশে থাকা যেন বড়ো বোকামি।
অন্যের ঘাড়...

মন্তব্য২ টি রেটিং+৩

বুঝলাম...

০৫ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৫৮

১. আয়না কি আর ধোঁকা দেবে?
সত্যি আছে, নাই তো ভুল!
চকচকিয়ে মারছে উঁকি
দুতিনখানা পাকা চুল!
ভাবছি দেখে সম্মোহনে
যাচ্ছে সময় নেই তো রাশ।
স্মৃতির ভেলায় হারাচ্ছি বেশ
নস্টালজিয়া করলো গ্রাস।


২. মরবি...

মন্তব্য৬ টি রেটিং+২

মধ্যম বয়স

১২ ই সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৬:৪৫

আমাদের সেইসব চেনা কথা গুলি,
ছোট-ছবি, ছোট রং স্বপ্নের তুলি,
হাসি গুলো অকারণ, পিছুটানহীন
নির্ভার মুহূর্তে কেটেছিলো দিন।
ছিলোনা অচেনা কিছু ছিলো না তো ভয়
নিজেরাই নিজেদের বড় আশ্রয়।

মুহুর্ত হয়ে গেলো বছর সমান।
বিস্বাস হার মানে,...

মন্তব্য২ টি রেটিং+১

অরাজক মন

২৮ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:০২

পাখির ডানা ভেঙে
খাঁচায় পুরে রেখে
কতটা দখল পেলে তার?

চোখের সামনে তাকে
ভরালে আদর সোহাগে
বশ কি মেনেছে তোমার?

মন্তব্য২ টি রেটিং+১

অবিচল দূর্বলতা

১৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:৩০

১।
অভিমানের ওজন অনেক ভারী।
বুকে পাথর হয়ে জমতে থাকে।
তরল অশ্রু হিম বাষ্প হয়ে
জমতেই থাকে, জমাট বাঁধতেই থাকে।
বুক চিরে ফোটে আকন্ঠ ব্যাথার কাঁটা
নিরুত্তাপ মুহূর্তে হারায় বোবা মনটা।
নির্ঘুম চোখে হয়না স্বপ্নের পারাপার
জমাট বাঁধা...

মন্তব্য৪ টি রেটিং+১

শূণ্য ক্ষণ

৩১ শে মে, ২০১৫ বিকাল ৩:৫০

রোগবালাইয়ে বোঝাই এ মন হতচ্ছাড়া,
ভোর থেকে আজ ঝিম মেরেছে এই বেচারা।
কেউ বোঝেনা কেউ বোঝেনা কোন কারণে-
স্যাঁতস্যাঁতে এই মন ভালো নেই কার বিহনে।
নিঝুম ঘরে হচ্ছেনা আজ দাপাদাপি।
গল্পবুড়ি ফোকলা ছুড়ির শূণ্য ঝাঁপি।
বাজছে...

মন্তব্য২ টি রেটিং+১

আমরা তো এমনই!

২২ শে মার্চ, ২০১৫ রাত ১২:২২

দেশী বলো, ধর্মীয়, শিক্ষিত যাই হোক-
গম্ভীর ভাবধরা হামবড়া সবলোক।
হাসলে ভীষণ পাপ, সম্মান তাতে যায়
লোকভীড়ে তালি দিতে হাত বড়ো চুলকায়।
দোষ আর বেয়াদবি খুঁত খুঁজে ব্যস্ত
অন্যের দায়িত্ব তার...

মন্তব্য৪ টি রেটিং+১

X(( X( :((

১৭ ই মার্চ, ২০১৫ রাত ৮:২১

অবাক লাগে ক্যাম্নে তুমি ফোকাস ধরে রাখো?
আমি ঘুরাই কথা, তুমি সেইম টপিকেই থাকো!
যতই আমি রাগি, তোমার নাই কোনও বিকার।
শত্রু আমার তোমার যত অসহ্য হিউমার!
X( X(( :((

মন্তব্য২ টি রেটিং+১

অসম যুদ্ধ

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৪০

তোমার কন্ঠের শীতলতাই বলে দেয়
তুমি একবিন্দু আঘাতও ভুলোনি।
তোমার দৃঢ় কন্ঠের "ইট'স ওকে" মানেই
তুমি আসলে এতটুকু ক্ষমা করোনি।
দেবতাকে প্রতিযোগী করে জানিনা
আর কতদিন হার হবে আমার,
আমি একজন নগণ্য অতি সাধারণ
এই সত্যটাই তুমি...

মন্তব্য২ টি রেটিং+১

শিকল

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:১৬

যত দূরে যাই তত টেনে ধরো কাছে,
এই দেহ মন সত্ত্বার মাঝে
কিই বা আমার আছে?

চোখ বুঁজে থাকি ভুলতে পারিনা কিছু,
ঐ জোড়াচোখ তাড়া করে ফেরে
স্মৃতিরা ছাড়েনা পিছু!

অসহায় রাগে বালিশ ভিজেছে জলে
শুনতে চাইনা,...

মন্তব্য৪ টি রেটিং+১

নস্টালজিয়া

১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:২১

রোকেয়া হলে থাকতাম যখন, একুশের বইমেলা ছিলো ঘরের উঠোনের উৎসবের মত। বিকেল নামলেই মন আনচান, বুক ধুকপুক করতো।
একদিন দুইদিন প্রতিদিন, একবার দুইবার বারবার, ঘুরে ঘুরে ফিরে ফিরেও শান্ত হতোনা চঞ্চল...

মন্তব্য২ টি রেটিং+২

...

২৩ শে জানুয়ারি, ২০১৫ রাত ৩:৫০

ঝুপ করে রাত নামে অচেনা এ শহরে
ব্যস্ততা ঢাকা পড়ে কুয়াশার চাদরে।
দূর হতে ভেসে আসা সকরূণ বাঁশিতে
হিমঢাকা এ আঁধারে জাগে মন নিশীথে।
সবাই ঘুমিয়ে থাকে স্বপ্নের ভূবনে
তুমিহীনা আমি ভাবি কী পেলাম জীবনে!

মন্তব্য২ টি রেটিং+১

>> ›

full version

©somewhere in net ltd.