নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ব্লগার লিখে
ব্লগার ছুটে
ব্লগার জ্ঞ্যান দেয়
বহু শাখা চড়ে।
ব্লগার প্রেম করে
চুমু খায়
কাউরে না কাউরে
আদরে মারে।
ব্লগার দলে ভীড়ে
হোক ডান
হোক বাম
ব্লগার চোখ রাঙায়
উলটা সিধা কিছু পেলে।
ব্লগার বিশেষ জাতি
মানুষের মাঝে
ব্লগার তেল দেয়
সুযোগ খানি এলে।
ব্লগার ভাত, বার্গার সব খায়
বিড়ি ফুকে
পাতা ঘষে
দাগ কাটে কারো বুকে
ব্লগার মহাজ্ঞানী
এমন ভাবে চলে।
ব্লগার ভদ্র
ব্লগার অভদ্র
দুইয়ে আছে মিলে।
ব্লগার! ব্লগার!
কত কথা কয় !
রইল দোয়া
ব্লগার যেন
বোকাচোদা না হয় !
১৫ জানুয়ারী ২০২১।
©somewhere in net ltd.