নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

শোনা ই আসল বাকি সব পিতল !

২১ শে জানুয়ারি, ২০২১ ভোর ৬:৩১

আপনি ব্লগিং কেন করছেন? সোজা কথায় আপনার মেলা জ্ঞ্যান। সেই জ্ঞ্যান বাইটা সবাই রে খাওয়াইতে চান যাতে দেশ ও দশের উপকার হয়। এইতো !

তা জ্ঞ্যান টা নিতাছে কি কেউ? আমাদের সমস্যা আমরা কেউ কাউরে বুঝি না আর কারো কথা শুনি না। মানে না শোনা একটা জাতি! বদির ও বলা চলে!

এই যে এত মোটিভেশনাল স্পীচ হচ্ছে, এত ওয়াজ নসিয়ত ইউ টিউব,  ব্লগিং,  ফেসবুকিং আরো যে সব সামাজিক অংগন আছে সব খানে।কতদূর উন্নতি সাধিত হচ্ছে? ল্যাওড়া হচ্ছে !

সেই চোর, ডাকাত, দস্যু চারপাশ জুড়ে। ধর্ষণ আকাম কুকাম লাইগা ই রইছে। সর্দি কাশির মতো। আসলে আপনি একলা এই ষোল কোটির মধ্যে থাইকা পুরা রেনেসাঁ কইরা হালাইবেন তা কি হয় ? চোখ বন্ধ কইরা ইটটু ভাবেন ।

আসলে আপনে লিখছেন আপনার তাগিদে। লিখতে ভালো লাগে তাই  অথবা নিজেরে খুব পন্ডিত দেখাতে অথবা দুই চার বা একশ মতামত বা মোতামোত দেখবেন এই লোভে! আর কিচ্ছু না।

আগে নিজের টা শুনবেন পরে অন্যের টা তারপর বলবেন যে, আমি শুনছি এইবার আপনে শোনেন। এই শোনা শুনির খেলা জমে গেলেই বিপ্লব !

কিন্ত কেউ কাউরে শুনি না। শুধু বলি !

যাক বহু রাইত আর লম্বা চওড়া করলাম না শেষ করছি এই বলে,

যে দেশে যেমন বাও
প্রয়োজনে সোনা ধুঁয়ে পানি খাও !

টা টা , ভালো থাইকেন সক্কলে 

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২১ শে জানুয়ারি, ২০২১ দুপুর ২:৫২

আমি সাজিদ বলেছেন: কঠিন কথা। নিজেকে শোনার ফরমুলা কি আপনার মতে?

২| ২২ শে জানুয়ারি, ২০২১ রাত ১:৩৭

স্প্যানকড বলেছেন: আমার সোনা থুক্কু পিছলাইয়া গেছে শোনার ফর্মুলা আপনারে কইয়া দেই পরে হোক সর্বনাশ ! এই বাজারে কি ফ্রি তে কেউ কিছু বলে বা দেয়? আর যারা দেয় তারা চূড়ান্ত সর্বনাশ করেই দেয়। ইটটু মজা লইলাম আর কি। দুঃখিত! কষ্ট পেলেন । ধন্যবাদ মন্তব্যের জন্য আর আমার ঘরে ঢু মারার জন্য। আপনাকে জানাই স্বাগতম ❤️

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.