নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

এত্ত! সেক্সি হওয়া ঠিক না!

০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:৩৬


তোমারে ধরে রাখার মতো
যথেষ্ট মাল মসলা
স্টকে আছে আমার
ভেব না।

এ বাজারে গুনগত মান টিকাতে
কি যে মেহনত
কত ঝরে ঘাম
ও তুমি বুঝবে না।

তোমারে হাতছাড়া করার মতো
পাত্র কিন্তু
আমি না।

আজকাল গুধোলি লগ্নে
দেখি তোমায় ছাদে
লালচে আলোতে ঠিক অপ্সরা।

মহল্লার নানান স্যাটেলাইটে এ খবর
কখনো তাজা
কখনো স্থির
তুমি তো জানো না।

শুনলাম,
বইমেলায় যাইবা
সালোয়ার পইড়
শাড়ী এখন না,

তোমার গভীর নাভীতে
চোখ রাখুক লোক
এ আমি চাই না।

খোয়াবে তুমি
স্লিভলেস,
বেকলেসে আস রোজ
কাউরে তো কই না
দুমড়েমুচড়ে টিকে রই
হোক নষ্ট ঘুম,
বিছানা!

কিতাব তো মেলা,
বেহেশতে যাওয়া
নরক বাসী হওয়া
গদ্য, প্রবন্ধ, কবিতা
আমার টা ও নিও
চলে কিন্ত খারাপ না!

জীবনানন্দের বনলতা,
শক্তির অবনী,
হুমায়ুনের শাওন,
সুনীলের বরুনা,
আমার তো তুমি
দ্বিতীয় কেউ না।

ধ্যাৎ! পাগলী
একটু শোন না,
নব্বই ভাগ মুসলমান দেশে
এত্ত! সেক্সি হওয়া ঠিক না!

০৩/০২/২১

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৪৬

রাজীব নুর বলেছেন: ভালো লাগে নি। স্যরি।

২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৫৯

স্প্যানকড বলেছেন: জগতের সব ভালো লাগবে এইটা ভাবা বোকামি। ধন্যবাদ। ভালো থাকবেন।

৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৩১

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে। যাদের উদ্দেশ্য করে লিখেছেন তারা যদি একটু শালীন হতো।

৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:০২

স্প্যানকড বলেছেন: নষ্ট যুগে আছি কিচ্ছু করার নাই। ধন্যবাদ, ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.