নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
তোমারে চাহিয়া
সময় যায় বহিয়া
হায় ঈশ্বর!
একি হইল দশা মোর
নয়নে লাগিল প্রেমের
শক্ত ঘোর
তোমারে চাহিয়া
সময় যায় বহিয়া।
কোনদিন উঠেনি হইয়া
তোমার দর্শন
প্রাণ মাঝে তুমি সর্বক্ষণ
তোমারই সুর
দেহ মন জুড়ে
তোমারই কথা
নিদ্রা স্বপনে।
তোমারে চাহিয়া
সুখ খুঁজি ভুবনে
আসে না সুখ নাগালে
দুখ জুটে কপালে।
স্বাক্ষী রহিল,
তরুলতা, নানান পক্ষীকূল
তুমিই রহিলা
তুমিই হইলা
দুলিতাছে মোর
একুল ওকুল।
বিদ্র ঃ যাহারা বা যিনি নিম্ন মানের নেতার দেশে থাকিয়া উচ্চ মানের ভাষা আশা করিয়া থাকেন। তাহারই জন্য লিখিত হইল ইহা।
৪ ফেব্রুয়ারী ২১।
২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:৩০
স্প্যানকড বলেছেন: ওকে, ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৩৮
রাজীব নুর বলেছেন: ওকে। ভালো।