নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
খেলছ তুমি
খেলছি আমিও
তোমার টানেই ভেংগে চুর
টুকরো হলেও
দেখি
সোনালী ভোর।
শীঘ্রই শেষ হবে এ খেলা
ক্ষত অক্ষত দুটোতেই পূর্ণ পেয়ালা
চুমুকে চুমুকে মাতাল আমি
তুমি ই এক নেশা।
দ্যাখো চেয়ে
কতটা খুনে অন্তর ফালাফালা
শরাবে শরাবে মন দিল বাঁচে মরে
প্রেম তো রয় উজানে
দুশমনে ভর্তি সরাইখানা।
হৃদয় বুঝতে
এ কি!
হয়েছে দশা,
গোলাপ ফুটে রোজ
সাথে রয় গোটা কয়েক কাঁটা।
ভিতর ঘরে দেই তালা
শূন্যে খুঁজি চাবি
তুমি আর আমি বিরহ সুত্রে গাঁথা।
লুকাতে ব্যস্ত দুজন
কোথায় রাখি এত শোক ব্যথা?
রক্ত ঝরে নোনা জমে
দিশেহারা পাগলা ঘোড়া
লাগাম হাতে তোমার
আমিও ভীষন ক্ষ্যাপা।
ক্ষ্যাপা।
০৪ঃ১১ঃ১৮। রাত ঃ ০২ঃ১০ মিনিট।
২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৫৬
স্প্যানকড বলেছেন: পরীক্ষা আমি দেই না ফেইল করি। ধন্যবাদ। ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৩৩
রাজীব নুর বলেছেন: আমাদের একজন ক্ষ্যাপা কবি ছিলেন। তার নাম কি বলেন তো?