নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

ক্ষ্যাপা !

০৬ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৪৮

খেলছ তুমি 
খেলছি আমিও
তোমার টানেই ভেংগে চুর
টুকরো হলেও
দেখি
সোনালী ভোর।

শীঘ্রই শেষ হবে এ খেলা
ক্ষত অক্ষত দুটোতেই পূর্ণ পেয়ালা
চুমুকে চুমুকে মাতাল আমি
তুমি ই এক নেশা।

দ্যাখো চেয়ে
কতটা খুনে অন্তর ফালাফালা
শরাবে শরাবে মন দিল বাঁচে মরে
প্রেম তো রয় উজানে
দুশমনে ভর্তি সরাইখানা।

হৃদয় বুঝতে
এ কি!
হয়েছে দশা,
গোলাপ ফুটে রোজ
সাথে রয় গোটা কয়েক কাঁটা।

ভিতর ঘরে দেই তালা
শূন্যে খুঁজি চাবি
তুমি আর আমি বিরহ সুত্রে গাঁথা।

লুকাতে ব্যস্ত দুজন
কোথায় রাখি এত শোক ব্যথা?
রক্ত ঝরে নোনা জমে
দিশেহারা পাগলা ঘোড়া
লাগাম হাতে তোমার
আমিও ভীষন ক্ষ্যাপা।

                 ক্ষ্যাপা।

০৪ঃ১১ঃ১৮। রাত ঃ ০২ঃ১০ মিনিট।

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৩৩

রাজীব নুর বলেছেন: আমাদের একজন ক্ষ্যাপা কবি ছিলেন। তার নাম কি বলেন তো?

২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৫৬

স্প্যানকড বলেছেন: পরীক্ষা আমি দেই না ফেইল করি। ধন্যবাদ। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.