নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
এক জনম যাচ্ছে
আরেক জনম আসছে
দু হাতের তালু খরখরা
শিরা উপশিরা তাই বলছে।
ভাংগে ঘুম
ততক্ষণে মাটি শুষেছে শিশির
বাজারে বাজারে আগুন
পেঁয়াজ, পটল এর দাম খুব উঠতি
সরকার বাইনচোদ, ছিনাল!
চলছে খিস্তি।
এক জনম ভেবেই গেল
আরেক জনমে কিছু হবে তো!
মন ঘরে একটাই বিষ
প্রেম দিল না কেউ
শুধুই আফসোস ইশ!
দু হাতের চিপায় ছিল আগুন
নিভে গেছে
মেলাদিন হলো
ছাই দিয়ে ধরব তোমায়
বন্য হই চলো।
৬ ফেব্রুয়ারী ২১
০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৪:০৯
স্প্যানকড বলেছেন: আবার জিগায়! সন্দেহ আছে আপনার? মেলাদিন পর আপনার পদচারণা হইল আমার এখানে। ধন্যবাদ, ভালো থাকবেন।
২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৪:৫৫
চাঁদগাজী বলেছেন:
পদ্যের কেমন যেন অটো-প্রোডাকশান হচ্ছে
৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৩৬
স্প্যানকড বলেছেন: হুম, আচ্ছা তাই নাকি ! ওকে, কিছুটা কমাইয়া দিমুনে। ধন্যবাদ, ভালো থাকবেন।
৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:২৬
রাজীব নুর বলেছেন: নিন গান শুনুন।
০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:০১
স্প্যানকড বলেছেন: কই গান? হুদাই ..
©somewhere in net ltd.
১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:১৯
চাঁদগাজী বলেছেন:
উৎসাহ এখনো আগের মতো আছে?