নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ভদ্রলোক শিক্ষিত
ইবাদত-বন্দেগিতে
বেশ রাখে তাল
কাঁচা পাকা চুল
মাঝে মাঝে নেয় হারবাল
কামাই রোজগার সেই!
ভদ্রলোক
অতি ভদ্রলোক
চটে না সহজে
খিস্তি তো মুখে নেই
লাজে চমচম
বিছানায় নাই দম
গোপন রোগ এই !
গোপন রোগ
২৩ ফেব্রুয়ারী ২০২০।
০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৩৭
স্প্যানকড বলেছেন: দায়িত্ব টা আমারই লয়ন লাগব! অন্য কাউরে দেন বা যদি মনে না করেন আপনে! আসলে ভদ্রলোক ফাইস্যা গেছে মাইনকার চিপায়। জাজিরা পাজিরা দের মতো ফাঁস হয়ে গেল কিছু। ধন্যবাদ, ভালো থাকবেন।
২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৩৯
রাজীব নুর বলেছেন: ভালো হয়েছে।
০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:০৯
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ ।
৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:০৬
মাসুদুর রহমান (শাওন) বলেছেন: গোপন রোগের গোপন চিকিৎসা নাই...?
৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:১২
স্প্যানকড বলেছেন: আছে না, আবার জিগায়! তাও শতভাগ নিশ্চয়তা দেয়, কয়েক ফাইলে একদম দুই হর্স পাওয়ার ঘোড়া! ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:২৭
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সঞ্জিবনী সুধার ব্যবস্থা করে দিন।