নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি নেট।
বসন্ত
হেঁটে গেছে বন্দুকের নলে
যে পাখিগুলি সকাল বিকাল
এ পাড়া ও পাড়ায়
মাতিয়ে তুলত আসর
তারা আজ অন্য দিগন্তে
ভিন্ন প্রান্তে।
ঢালো প্রিয়া,
ঢালো
মাতাল হয়ে রই
গেলাসে গেলাসে
জমা পড়ুক সুর্যাস্ত
আর শরাব!
চারপাশে কত শব্দ
কত কারসাজি
ভেলকিবাজি
কত হানাহানি
চিৎকার!
এর চেয়ে ভালো
একদম রই চুপ।
দেখছ না,
প্রভু ও তো চুপচাপ
গুনছেন দিন
পুর্ন নেবেন হিসাব।
চলো প্রিয়,
পানকৌড়ি হই
ডুবের পর ডুব
ভিজে শরীরে
লাগে তোমায় খুউব !
১৫ মার্চ ২১।
১৫ ই মার্চ, ২০২১ রাত ১১:০৪
স্প্যানকড বলেছেন: আপনি আরও কিছু মারেন সেই রিপোর্ট ও আছে কইলে কিন্তু বোরখা লইবেন ! লেলিন ফেরাউন জাহিদ হাসান।
২| ১৬ ই মার্চ, ২০২১ রাত ১২:৩০
রাজীব নুর বলেছেন: শত্রুকে যখন চেনা না যায় তখন নিজেকে লুকায়িত রাখাই শ্রেয়।
১৬ ই মার্চ, ২০২১ রাত ১:৪৫
স্প্যানকড বলেছেন: এইতো বুদ্ধিমান এর মতো কথা বলেছেন। আমার শত্রু কম মিত্র বেশী। তবে কেউ গুতাইলে অর্ধচন্দ্র দিয়ে দেই। ধন্যবাদ, ভালো থাকবেন।
৩| ১৬ ই মার্চ, ২০২১ সকাল ১১:১৭
নতুন বলেছেন: চলো প্রিয়,
পানকৌড়ি হই
ডুবের পর ডুব
ভিজে শরীরে
লাগে তোমায় খুউব !
নাউজুবিল্লাহ, এমন কাব্য ধামিকেরা কিভাবে পড়বে ভাই?
১৬ ই মার্চ, ২০২১ দুপুর ১:০১
স্প্যানকড বলেছেন: ওযু কইরা পড়ব ! স্বামী স্ত্রী পড়ব তাইলে তো আর সমস্যা নাই। আপনি তো সেইরম ধার্মিক !
৪| ১৭ ই মার্চ, ২০২১ সকাল ৯:৪২
এমেরিকা বলেছেন: কানে কামড়ানোর বদভ্যাস কি সব মেয়ের মধ্যেই আছে?
১৮ ই মার্চ, ২০২১ সকাল ১০:৫৬
স্প্যানকড বলেছেন: তাই নাকি! আফসোস আমার হয়নি এই অভিজ্ঞতা। তাই নিশ্চিত বলতে পারছি না দুঃখিত।
©somewhere in net ltd.
১| ১৫ ই মার্চ, ২০২১ রাত ৯:৪৩
জাহিদ হাসান বলেছেন: সোজা রিপোর্ট মারছি !