নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

লাবনী + লুতফর = অশ্ব ডিম !

২২ শে মার্চ, ২০২১ ভোর ৪:১৮

ছবি নেট ।

লাবনী,
সোনা আমার
দিন যায় রাত ফুরায়
সপ্তাহ যেয়ে মাস দাঁড়ায়
আসছ না তুমি।

শোনলাম,
তুমি ;
গ্রামের বাড়ি
নানুর শরীর
খারাপ বেশী।

বারান্দায় তোমার
বাতাসে উড়ে সালোয়ার
দরজায় তালা
জিগাইলে
দেয় না উত্তর
দারোয়ান আনোয়ার শালা!

লাবনী,
প্রিয়া আমার
ফোন দিলে
ধরে মামা তোমার
এ কেমন বিচার !

লাবনী,
জীবন আমার
এলাকায় গ্যাস, বিদ্যুৎ
সাপ্লাই হচ্ছে কম
মাটির চুলায়
ক্ষয় হচ্ছে দম !

লাবনী,
ময়না আমার
গত রাতে খোয়াবে
দেখছি তোমারে
হয়ে গেছ একটু কালো
মেদ জমা গালে
ঠোঁট আমার চলে।

লাবনী,
আসমান আমার
চলে আস জলদি
তুমি নাই
করে মন
নানান মতলবি।

লাবনী,
হিয়া আমার
টিউশনি দিব ছেড়ে
চলছে এমন প্ল্যান
ছাত্রী মোর
পড়ায় দিচ্ছে না ধ্যান !

শাসন করলে হাসে
উল্টো বলে,
দিলাম চিৎকার
রক্ষা পাইবেন না আর।

লাবনী,
প্রেম আমার
কতদূর আর
ভালো নাই আমি
এ কয়দিনে হয়েছি
রোগা কংকালসার !

মাস দুই পর
খবর পায় লুতফর
লাবনীর বিয়ে
ধুলায় লুটায় প্রেম
দুনিয়ায় সব স্বার্থপর ! 

২১ মার্চ ২১।






মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২২ শে মার্চ, ২০২১ সকাল ১১:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: এমন ছবি না দেয়ার জন্য অনুরোধ করছি।

একটা প্যারা বাদে ভালো লাগলো।

২২ শে মার্চ, ২০২১ বিকাল ৪:৩৭

স্প্যানকড বলেছেন: কেন? তা যদি বিস্তারিত জানাতেন। উন্নত বিশ্বে নরমাল। ছোটকালে দেখছি গ্রামের বুড়া বুড়ি বিড়ি ফুঁকত মনের সুখে। লাবনী সুখে আছে তাই দিছি আর কি! খারাপ লাগলে দুঃখিত! ভালো থাকবেন।

২| ২২ শে মার্চ, ২০২১ সকাল ১১:৩৮

রাজীব নুর বলেছেন: কোনো বাড়ির দাড়োয়ানই ভালো হয় না।

২২ শে মার্চ, ২০২১ বিকাল ৪:৪০

স্প্যানকড বলেছেন: মালিক সব সময় বকার উপরে রাখে হয়ত তাই! অথবা মালিক না হতে পারার কষ্ট। ধন্যবাদ, ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.