নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

পুড়ে পুড়ে গরম !

২৫ শে মার্চ, ২০২১ রাত ১:১২

ছবি নেট

পুড়ে যাচ্ছে রোড ঘাট
পুড়ে যাচ্ছে বাজার হাঁট
এমন রোদেলা দিনে
তুমি নাই আশেপাশে
একলা কথা কয় খাট।

ছোটকালে বাপ গেছে
দাড়ি গোফ উঠার কালে মা
খাইলে খাইছি
না খাইলে
কেউ সাধে নাই।

পুড়তে আমার ভীষণ লাগে
পুড়তে পুড়তে ডাংগর হইছি
পুড়তে পুড়তে ক্ষয় হচ্ছি
কাউরে তোয়াজ করার মতো
তরিকা জানা নাই। 

শোনলাম,
তোমার প্রিয় তালশাঁস
আমার তালের রস
আসো না
একদিন
ঠোঁট ভিজাই
হয়ে যাই বক, সারস।

তোমারে দেখি বারান্দায়
মাঝেসাঝে ছাদে
জল ঢালো টবে
এলোমেলো চুল বাতাসে উড়ে
আমার তো টং এর টুল
রাত দিন কাটে
গুনে গুনে আংগুল
ভিতর বাহির পোড়ে।

দুরত্ব একটু কর কম
ভালোবাসলে মাথা খায়
লজ্জা শরম
ঠান্ডা কর প্রিয়তম
আপাদমস্তক পুরাপুরি গরম! 

২৪ মার্চ ২১।




মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে মার্চ, ২০২১ রাত ৩:১৯

রাজীব নুর বলেছেন: ্মোটামোটি।

২| ২৫ শে মার্চ, ২০২১ সকাল ১০:৫১

স্প্যানকড বলেছেন: আমার কাছে সেরা। সবার টেস্ট এক না। ধন্যবাদ, ভালো থাকবেন।

৩| ২৫ শে মার্চ, ২০২১ দুপুর ১:০৭

রাজীব নুর বলেছেন: হ্যা এরকম হতে পারে।

২৫ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:৩৫

স্প্যানকড বলেছেন: হুম, এইডাই হয়। ভালো থাকবেন।

৪| ২৫ শে মার্চ, ২০২১ বিকাল ৩:২৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: ছবিটার জন্য কবিতা পড়ছি না :(
এমন ছবি ভালো লাগে না। অবশ্য সবার টেস্ট তো সমান না। পাঠকদের দিকও বিবেচনা করা লাগে :(

২৫ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:৫১

স্প্যানকড বলেছেন: এইটা ট্যাংগো নৃত্য করা দুই জন মানুষের ছবি। আর্টিস্টের নাম জানি না কে এঁকেছেন। আমার কাছে এইটা শিল্প মনে হচ্ছে এভাবে একটা মুহুর্ত বা এক্সপ্রেশন ধরে রাখা বা আঁকা কি সহজ ব্যাপার! ধন্যবাদ, ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.