নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

শেম অন ইউ !

২৬ শে মার্চ, ২০২১ রাত ২:১২

হলিউড অভিনেত্রী মডেল কাইলি জেনার।

একটা গল্প দিয়া শুরু করছি। একবার আমরা কয়জন বন্ধু মিলে পল ওয়েল মার্কেট গেছি কিছু টি শার্ট আর জিন্স কিনব বলে। তো আমার এক বন্ধু ছিল খুব রোগা পাতলা। তা ওর মাপের জিন্স পাওয়া যাচ্ছে না। অনেক ট্রাই করার পর ও মিলছে না। বিরক্ত হয়ে এক সেলসম্যান বলে বসল,
" ভাই! মনে কিছু নিবেন না কলসের গলার মতো কোমর নিয়া জিন্স কিনতে আইসেন না প্লিজ "

আমরা তো ক্ষেপে গেলাম।এই! এগুলা কি ধরনের কথা। হইচই করে দোকান থেকে চলে আসলাম। দিনটা মাটি গেলো। আমার বন্ধু পারলে কান্দে। ও জিন্স কিনে আবার বংগবাজার যেয়ে মাপ মতো কেটে পরে পড়তো। অনেক সময় নীচে লুংগী, শর্ট প্যান্ট পড়ে জিন্স পড়ত।এত ঝামেলা থেকে মুক্তি পেতে ও ব্যায়াম শুরু করল।দুধ, ডিম খাওয়া বাড়ায় দিল।এখন মাশাল্লাহ কোমর ৩১। জিন্স পড়তে পারে।এই শরীরের দরুন প্রেম ও করতে পারে নাই। এখন বিয়া কইরা দুই সন্তান এর বাপ। ভালো থাকিছ দোস্ত।

এতক্ষণে আপনারা হয়তো ধরে ফেলেছেন কি বলতে চাচ্ছি। " বডি শেমিং "একটা জিনিস আছে যা বহু প্রাচীন কাল থেকে চলে আসছে। নবী পুত্র সেই হাবিল কাবিল এর যুগ থেকে।

এর শুরু হয় প্রথমে নিজ ঘর, বাবা, মা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব থেকে শুরু করে আমাদের সমাজ এর লোক এদের থেকে।

এখন আসি বডি শেমিং কি?ধরেন, আপনার এক দোস্ত মোটা।আপনে তারে মুটো বলেন বা সুমো রেসলার অথবা হাতি। ছেলে হোক আর মেয়ে।

আবার বেশী চিকনা হলে পেন্সিল ব্যাটারি, রবিউল, দূর এর শরীরে গোস্ত নাই জামা পড়লে মানায় না মনে হয় হ্যাংগারে জামা লটকে আছে ইত্যাদি।ছেলে, মেয়ে দুইজনের ক্ষেত্রে হয়।তবে আমাদের সমাজে মেয়েদের বেশী শুনতে হয়।

একটা মেয়ে একটু মোটা হলে মা বলে,
" এই!কম খা।খেয়ে খেয়ে হাতি হয়ে যাচ্ছ।সে খেয়াল আছে। আবার চিকন হলে দুধ, ডিম খা। কি হাল তোর! বিয়ে দিতে খবর আছে। "

রং কালো হলে আরও বাড়তি কিছু যোগ হয়। একবার সেই মা নিজের মেয়ের ভেতর কি হচ্ছে বুঝতে চায় না।মেয়েটা আস্তে আস্তে নিজেরে গুটিয়ে নেয়।অথবা বাজে রিএক্ট করা শুরু করে ধীরে ধীরে। বুঝতে চাই না মেয়েটার দোষ কি? ছিঃ! কি অসভ্য আমরা।

পাশের বাসার ভাবি এসে আংগুল তুলে বলে যাবে যদি উনার মেয়ে সুন্দরী আর চাঁচাছোলা শরীর এর অধিকারী হয়।

এমন কি অনেকের বিয়ে হয় হয় করে হয়ে উঠে না। ছেলে পক্ষ বলে চলে যায় মুখের উপর 

" আপনার মেয়ে মোটা কালো অথবা রোগা " ছিঃ!

অবশ্য ছেলেদের এত বেগ পেতে হয় না। কথায় আছে না  " সোনার আংটি বাঁকা ভালো  "।

এই বডি শেমিং থেকে বাঁচতে অনেকে জিমে যাচ্ছে নানান প্রসাধনী ব্যবহার করছে।আর টাকা পয়সা থাকলে ছুরি কাঁচি চালিয়ে পরিবর্তন করে নিচ্ছে।হয়তো ভেতরকার দীর্ঘ দিনের ক্ষোভ ঝারতে!  বিশেষ করে সেলিব্রিটি সম্প্রদায়। অথবা মিডিয়ায় টিকে থাকতে। সুন্দর বা সুন্দরী হতে কে না চায়?

যেমন করছে বাংলাদেশের সানাই মাহবুব, হলিউড অভিনেত্রী, মডেল কিম কারদাশিয়ান, তার বোন কাইলি জেনার, বলিউড তারকা সুস্মিতা সেন সহ অনেকে।

ছেলেদের ক্ষেত্রে ও চলছে এমন প্রতিযোগিতা। মাসলম্যান না হলে মেয়েরা পটে না। আসলে আমাদের মগজে এই ধারণা ঢুকিয়ে দেয়া হচ্ছে নানা বিজ্ঞাপন দিয়ে। মুভিতে মাসলম্যাল হিরো চাঁচাছোলা হিরোইন দেখিয়ে।

এখন যার টাকা নেই সে কি করবে? আজীবন শুনে যাবে কথা? কোন দিন কি কেউ বলবে না, 

" এই তোরে হেব্বি হট সেক্সি লাগছে! "

অথবা স্বামী আদর ছলে বলবে না,

" তোমারে কাঁচা খেয়ে ফেলতে ইচ্ছে করে উফফ! তুমি যা সেক্সি হট! "

এই জন্য দায়ী কে ?  কাকে দোষ দিব ?

শেষ করছি তসলিমা নাসরিন এর কবিতার লাইন দিয়ে

" এত যে পুরুষ দেখি
প্রেমিক তো দেখি না ! "

২৫ মার্চ ২১।

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে মার্চ, ২০২১ রাত ৩:০২

রাজীব নুর বলেছেন: পলওয়েল তো আমার বাসার কাছে।

২৬ শে মার্চ, ২০২১ ভোর ৪:০৭

স্প্যানকড বলেছেন: কোন দিন ঐ দিকে আইলে দেহা করমু নে কি কন ? ভালো থাকবেন।

২| ২৬ শে মার্চ, ২০২১ রাত ৩:৩৮

অনল চৌধুরী বলেছেন: নেশাখোর হওয়ার চেয়ে মাসলম্যান হওয়ার চেষ্টা করা কি ভালো না?
রমনা উদ্যানে গিয়ে শরীরচর্চা করলে কোনো খরচও হয় না ওখানে চিন আপ, প্যারালাল বার, ডিপিং বার আর বেলি বেঞ্চ-সব আছে।
পলওয়েল আমার বাড়ির পাশে।

২৬ শে মার্চ, ২০২১ ভোর ৪:০৯

স্প্যানকড বলেছেন: আপনার কথার সাথে একমত কিন্তু আমি বলতে চাচ্ছিলাম কারো বডি নিয়ে বাজে মন্তব্য করা কি ঠিক? আপনার সাথে দেখা করার ইচ্ছে আছে। কি বলেন দেখা হবে? ভালো থাকবেন।

৩| ২৬ শে মার্চ, ২০২১ ভোর ৫:১৬

অনল চৌধুরী বলেছেন: যেকারো সম্পর্কে বাজে মন্তব্য করাই চরম অভদ্রতা এবং মানহানিকর অপরাধ।
নীচস্তরের লোকরাই এসব করে।
উন্নত দেশ সমাজ ও রাষ্ট্র গঠনের উদ্দেশে মতবিনিময়ের জন্য ব্লগারদের সবারই একে অন্যের সাথেই নিয়মিত দেখা করার দরকার।

২৬ শে মার্চ, ২০২১ সকাল ১১:০২

স্প্যানকড বলেছেন: হুম, ঠিক বলেছেন। ধন্যবাদ, ভালো থাকবেন।

৪| ২৬ শে মার্চ, ২০২১ সকাল ৯:২০

বিদ্রোহী ভৃগু বলেছেন: কর্পোরেট লোভের অনলে পুড়ছে ঘর, মন, যৌবন, জীবন, স্বপ্ন
আরোপিত নকল উপস্থাপনায়- প্রকৃতির শিশির পেয়েও হারিয়ে অলিক বিভ্রমে মোহগ্রস্থ সভ্যতা!
জরিনার মাঝে সততা, শুদ্ধতার যে সূখ হারিয়ে যাচ্ছে জেরিনের বারবণিতার ছেনালীপনায়!
সুখের মাঝে অনন্ত নেশা অসুখ !

২৬ শে মার্চ, ২০২১ সকাল ১১:০৪

স্প্যানকড বলেছেন: চারপাশে এত ছেনালিপনা এতে জরিনা অসহায়বোধ করছে। আসলে আমরা সভ্য না হয়ে জংলী হচ্ছি। ধন্যবাদ, ভালো থাকবেন।

৫| ২৬ শে মার্চ, ২০২১ সকাল ১০:০১

নেয়ামুল নাহিদ বলেছেন: খুব সুন্দর একটি লেখা লিখেছেন, বডি শেমিং ব্যাপারটাও জানলাম।

২৬ শে মার্চ, ২০২১ সকাল ১১:০৫

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ, ভালো থাকবেন।

৬| ২৬ শে মার্চ, ২০২১ সকাল ১১:৩৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: অনেকে জেনে অনেকে না জেনে এগুলো করেই চলেছে। আর বাঙালিতো অপরকে লজ্জা দিতে পটু।

২৬ শে মার্চ, ২০২১ রাত ৮:৪৪

স্প্যানকড বলেছেন: বাঙালি হুজুগে চলে। ধন্যবাদ, ভালো থাকবেন।

৭| ২৬ শে মার্চ, ২০২১ সকাল ১১:৪৫

নেওয়াজ আলি বলেছেন: ওই পুরুষ হলো সব বেটা মানুষ। ভালো বিষয় লিখেছেন

২৬ শে মার্চ, ২০২১ রাত ৮:৪৫

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ, ভালো থাকবেন।

৮| ২৮ শে মার্চ, ২০২১ রাত ১:০৪

মিরোরডডল বলেছেন:




মানুষের লুক ম্যাটার না , এজ এ সোল একজন মানুষ কেমন সেটাই ম্যাটার ।
মেধা মনন চিন্তা চেতনাই একজন মানুষের আসল পরিচয় ।
যারা লুক নিয়ে এরকম বলে এটা খুবই অন্যায় ।
এতে মনের অজান্তেই মানুষের ভেতর একটা কমপ্লেক্স তৈরি হয় ।
সো ফার স্প্যানকড এর যতোগুলো পোষ্ট, এটা বেস্ট ।





২৮ শে মার্চ, ২০২১ সকাল ৯:১৯

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ, ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.