নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
আর্টিস্ট গ্যাব্রিয়েলা টুইটার।
তোমারে আজকাল দেখলে
নিজেরে ঠিক রাখতে কষ্ট হয়
আজকাল তোমারে দেখলে
বুকের ভেতর
হাজারটা কথা জমা হয়।
তোমারে আজকাল দেখলে
নিজেরে রাজা বাদশাহ মনে হয়
এ শহর,
জল, হাওয়া
কমলা রোদ্দুর
ধুলোপড়া বিকেল
নিয়ন সন্ধ্যা
ব্যস্ত মানুষের ঘরে ফেরা
খুব আপন মনে হয়।
তোমারে আজকাল দেখলে
হাতের তালুতে মোর
গোটা দুনিয়া নেচে যায়।
তোমারে আজকাল দেখলে
বিপ্লবী মনে হয়
রক্তচোষাদের
ভুঁড়িতে ঘুরাতে ইচ্ছে করে
চকচকে ডেগার!
ধুলায় গড়াগড়ি যায়
ওদের পানশালা, কারবার।
তোমারে আজকাল দেখলে
কিমুন জানি সব হইয়া যায়
ভেতরে ছলাৎ ছলাৎ গংগা, যমুনা
তুফান বইয়া যায়।
তোমারে আজকাল দেখলে
মন হাসে বেশী
আয়ু বেড়ে যায়
শরীর টা বড্ড টাটায় !
২৬ মার্চ ২১।
২| ২৭ শে মার্চ, ২০২১ ভোর ৫:০৬
স্প্যানকড বলেছেন: শুভ রাত্রি। ভালো থাকবেন। ধন্যবাদ।
৩| ২৭ শে মার্চ, ২০২১ দুপুর ১:০৯
রাজীব নুর বলেছেন: এই দেশে ভালো থাকা সম্ভব না।
২৭ শে মার্চ, ২০২১ বিকাল ৪:৪১
স্প্যানকড বলেছেন: কই যাইবেন ?
©somewhere in net ltd.
১| ২৭ শে মার্চ, ২০২১ রাত ৩:০১
রাজীব নুর বলেছেন: লিখতে থাকুন।
শুভ রাত্রি।