নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি নেট ।
স্বাধীনতার ৫০ বছর হইছে খুশিতে মন চায় লুংগি নাচ নাচি কিন্তু ডরে দেই না যদি লুংগি খুইলা যায় তাইলে তো কেলেংকারী ! যদিও এদেশে কেলেংকারী হওয়া মানে সুনাম যা খুব ভালো পাবলিসিটি হয়।
এই যে ৫০ বছর হলো আপনাদের কাছে প্রশ্ন রইল ৫০ নয় শুধু ৫ টা সৎ আদর্শবান নেতা দেখান যারা দেশের জন্য সদা কাজ করে যাচ্ছেন আর নিজের বেতন দিয়ে সংসার চালাচ্ছে ? যদি পেয়ে যান তেমন কাউকে আওয়াজ দিয়েন। আমিও সেই নেতার খোমা মোবারক দেখতে চাই। পদ ধুলি নিতে চাই।
৫০ বছরে বহুত ফল ফাকরা আমরা খেয়েছি এগুলির কারণে বদ হজম হয়ে যায়। তখন মুশকিল হয়ে পড়ে। নিজেরে এই বলে বুঝ দিতে হয় " খিচ্চা থাক পাগল! আরাম পাবি। "
৫০ বছরে যতটুকু অবকাঠামো উন্নয়ন হয়েছে তারচেয়ে বেশী হয়েছে মানুষের নীতির স্খলন। এই যে এত দুর্নীতি, ঘুষ, চাঁদাবাজি আরও কত কারসাজি। এগুলা যদি না থাকতো দেশে তাহলে ঠিকই দেশ মালয়েশিয়া, সিংগাপুর হয়ে যেতো বাস্তবে। নেতাদের এত গলা ফাটিয়ে মাইক ফাটিয়ে পয়সা দিয়ে লোক জড়ো করে বলা লাগতো না।
তবু্ও এত কিছুর পরেও স্বপ্নের মেট্রোরেল হচ্ছে পদ্মা সেতু হচ্ছে আরো কত কি ! শুধু দেশের মানুষের নীতি উন্নত হচ্ছে না এই যা !
নেতারা এত নীতির কথা দেশের কথা কয় টিভিতে, রেডিও তে এমন কি আজকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে সেসব কথা পাবলিক এক কান দিয়ে ঢুকায়ে অন্য কান দিয়ে বের করে কারণ পাবলিক জানে সব মিথ্যুক! মধু মাখানো কথা বলে। বাস্তবে সকল নেতার নীতি হলো " দেশের টাকা লুট করে যাও জনতাকে আরও ফকির করে দাও ! " তাদের একটাই চাওয়া আরামে থাকুক আমার ছেলেপুলে ! সাবাস !
এ দেশ নষ্ট নেতাদের হাতে আছে। এখন নেতা যদি দুই নম্বর হয় পাবলিক কয় নম্বর হবে? ৩ থেকে সোজা ১০ নম্বরে। এক দুই নেতাদের দখলে। যা নেয়া সম্ভব নয়।
এদেশ দীর্ঘদিন ছিল মিলিটারি আর মিলিটারির বউ এর দখলে। মিলিটারির বউ এর নেতাগন যখন গলার রগ ফুলিয়ে বলতে থাকে " তিনি তিনবারের প্রধানমন্ত্রী ! " বিশ্বাস করেন এ কথা শুনলে আমার যে হাসি পায় তা মিস্টার বীন দেখলে আসে না। সত্যি! এদের একবার জিগ্যেস করেন তিন বারের প্রধানমন্ত্রীর সেরা তিনটি কাজ কি কি? দেখবেন উত্তর দিতে পারবে না। বলবে ঐ দুই একটা ফ্লাই ওভার, পুল - ব্রিজ আর ছাগল বিতরণ। এছাড়া উল্লেখযোগ্য কিছু নাই। আরো আছে তিন চার বার দুর্নীতিতে চ্যাম্পিয়নশীপের শিরোপা ধরে রাখা।
তাঁর সাহাবীরা কি আর বলবে? সারা বছর তো গেছে খাম্বা আর হাম্বা নিয়া। সেসময় যদি একটা উন্নত মানের হাসপাতাল করা হতো তাহলে বিদেশে চিকিৎসা নিয়ে আজ এমন টানা হেঁচড়া লাগতোনা।
শেখ সাহেবের মেয়ে এখন চালাচ্ছেন দেশ তিনি উন্নত করতে পারছেন অবকাঠামো কিন্তু নেতাদের সেই দুর্নীতি, ঘুষ এসব থেকে বের করতে পারছেন না। যা তাঁর পরাজয়। কারণ চোর ডাকাত জিইয়ে রেখে বেশী দূর যাওয়া যায় না। যাক সেসব কথা ৫০ বছরে আমরা শুনেছি " চুপ থাকো বেয়াদব ! " শুনেছি " ক্ষমতায় থাকলে সম্পদের পরিমাণ বেড়ে যায় ! " আর শেষমেশ জানতে পারলাম টাকলা মুরাদ একজন নায়িকার আগে পিছে দিয়ে করার ক্ষমতা রাখে! সাবাস! ভিডিও ফাঁস হলে আমরা তাঁর কারিগরি দক্ষতা দেখতে পেতাম। এই আফসোস নিয়ে ৫০ বছর এর খুশী জলাঞ্জলি দিলাম। খিচ্চা থাকো বাংলাদেশ আরাম পাবি !
১৮ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১১:০৭
স্প্যানকড বলেছেন: দুঃখিত, বানানে ভুল ছিল এখন ঠিক আছে। ভালো থাকবেন।
২| ১৮ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১১:২২
রংবাজপোলা বলেছেন: হক কথাই বলছেন। বাপে পারলো না আবার মাইয়াও পারলোনা। গোলমালটা কোনখানে তাই ঠাহর করতে পারিনা। তয় আমার মনে হয় আমাগো পোলা মাইয়াগো শিকখিত করন লাগবো। সাইন করার লাহান শিকখিত লয়, এক্কেবারে ভালো মন্দ বুঝবার মতন শিকখিত। কিনতু শিকখিত করন লাইগ্যা ভালা শিকখক দরকার। অনেক অনেক দরকার। পামু কই?
লেহাটা ভালোই লিখছেন। সামনে আরো লিইখেন। পড়ুমনে।
কদমবুছি লইয়েন।
১৮ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৩৭
স্প্যানকড বলেছেন: হা হা হা.... কদমবুছি কইরা মুরুব্বি বানাইয়া দিলেন কামডা ভালো হইল ? ভালো থাকবেন সব সময়। ধন্যবাদ।
৩| ১৮ ই ডিসেম্বর, ২০২১ রাত ৯:৩৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: তিন বারের প্রধানমন্ত্রীর সময় এর চেয়ে এখন দুর্নীতি কম না বেশী?
১৯ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৫১
স্প্যানকড বলেছেন: আপনার কি মনে হয় ? উত্তর দিলাম উল্টো প্রশ্ন করলাম। দুঃখিত তাই। ভালো থাকবেন।
৪| ১৯ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:৩৪
মিরোরডডল বলেছেন:
পোষ্ট কি পড়বো, শিরোনাম দেখেই আমি হাসতে হাসতে শেষ ।
স্প্যানকড-এর পক্ষেই সম্ভব এমন লেখা.....
১৯ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৫৪
স্প্যানকড বলেছেন: হা হা হা.... তাই নাকি ! কেউ যে একবার হলেও হেসেছে এতেই আমি চরম খুশি। আজকাল হাসতে মানুষ ভুলে যাচ্ছে।হাসে তবে হাসির মানে এখন অনেক। ধন্যবাদ। ভালো থাকবেন সব সময়।
©somewhere in net ltd.
১| ১৮ ই ডিসেম্বর, ২০২১ সকাল ৮:১৮
জগতারন বলেছেন:
খিচ্চা থাকো বাংলদেশ আরাম পাবি !