নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

লুংগী অশ্লীল !

০১ লা ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:২১

ছবি নেট ।

নাসরিন বেগম কলকাতার ধুলোপড়া বিকেল উপভোগ করতে ছাদে দাঁড়িয়ে খোলা চুলে। পড়নে শাড়ি ব্লাউজ। হাত কুড়ি দূরে পড়শী কাকু। পড়নে লুংগি আর ফুল স্লিভ গেঞ্জি। কাকুর সাথে আলাপ তেমন হয় না ঐ ভদ্রতা বশত হাই হ্যালো। কাকুর তাঁর প্রতি দৃষ্টি অন্য। এক বাঙাল মেয়ে তারপর একলা এ দেশে আছে দেখতে অন্যন্য।

বেশীরভাগ তাঁর লেখা পড়ে প্রতিবাদী নারীর মুখ দেখে কাকু কিন্তু মাঝে মাঝে ভাবে উনি যাহা বলেন তাহা পালন করেন না কার্যত ।

এইতো বলেছেন,

" ছেলেদের মতন মেয়েরা বুক দেখিয়ে বেড়াবে বুকে বাতাস লাগিয়ে  ! "

উনি নিজে কিন্তু অমন পোষাকে কখনো আসেন না। এ নিয়ে কাকুর মাথায় নানান ভাবনা। 

নাসরিন বেগম কবিতার জাল বুনছে। ভিন্ন ধ্যানে দুলছে। যদিও কাকু দেখছে নাসরিন বেগমের ফিকে হওয়া যৌবন অনেকটা শেষ বেলার এই রোদ্দুর। আলো কম আঁধার আঁধার দৌড় ! 

এক সময় চার চোখের হয় মিলন নাসরিন বেগম সুধায় ছাদে যে আপনি এ বেলায় ! আজ বিকেলটা অন্যরকম।

উত্তরে কাকু হাসিয়া যায়। আপনার একাকীত্ব মোরে খুব ভাবায়। পরের সংলাপ চিন্তা করে নাসরিন বেগম ডরায়। কাকুর সাহস বেড়ে যাচ্ছে।দূরত্ব ও আসছে কমে। ফিকে আলোতে লুংগির ভেতর লুকিয়ে রাখা পুরুষ দন্ডটি দাঁড়িয়ে সালাম দিচ্ছে ! ধরা পড়ে যায় কাকু। লুংগীর নীচে জাংগিয়া পড়ে কোন ডাকু !

নাসরিন বেগম দ্রুত ছাড়ে ছাদ আর করেনা আগাম সংলাপ। ফেসবুকে নাসরিন বেগমের বিশাল স্ট্যাটাস

" লুংগী অশ্লীল পোষাক !
মেয়ে মানুষদের বড্ড যন্ত্রনার খোরাক !  " 

স্ট্যাটাস ভাইরাল নাসরিন বেগমের এই চলছে আজকাল !

বিদ্র ঃ বিষয়টি হালকা-পাতলা অত ভেতরে যাবার প্রয়োজন নেই। কারো সাথে মিলে গেলে দায়ী নয় কোন পক্ষ !

মন্তব্য ৩৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:০৪

সাজিদ উল হক আবির বলেছেন: এই যে একটা লেখা লিখলেন ব্লগার রাজীব নূরের আফারে নিয়া, রাজীব নূর যে কত কষ্ট পাইবেন - এটা চিন্তা কইরা বুক একটুও কাঁপল না আপনার? দয়ামায়া নাই আপনার দিলে? X(

০১ লা ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:৫৩

স্প্যানকড বলেছেন: উনার কথা কখনো মগজে থাকে না সে জন্য দুঃখিত ! উনার বইনে বিশাল কামেল ভাই কতদূর কে জানে ? বুকে ডর কম ছ্যাপ দিয়া লইছি...৷হা হা হা..৷ ধন্যবাদ, ভালো থাকবেন।

২| ০১ লা ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:১৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহা #আবির ভাইয়া জোস মন্তব্য ঝাঁঝা লাইক+

০১ লা ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:৫৫

স্প্যানকড বলেছেন: হুম, উনার মন্তব্য দিলে ধরছে।

৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:১৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: আর উনি যেটা পরে সেটা শ্লীল। আলোচনায় সে কতভাবে যে আসতে চায়

০১ লা ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:৫৭

স্প্যানকড বলেছেন: উনার মগজে সমস্যা আছে ইহা নিশ্চিত ! কি আর কমু ? ধন্যবাদ আপু। ভালো থাকবেন সব সময়।

৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:০১

বালিশ বলেছেন:




নো চিন্তা! নো নোনতা! বালিশ লই শুতি থাহেন।

০১ লা ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:০০

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ উপদেশ দেয়ার জন্য। শুনছি হিন্দি গান " ছান ছানা না না ছানা নানান যা যারে যারে পবন ! "

৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:০৯

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: লুঙ্গি, ছায়া, স্কার্ট হচ্ছে পরস্পর পরস্পরের বেয়াই-বিয়ান তাই কখন যে শালীন আর কখন অশালীন বলা মুশকিল

০১ লা ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:০৬

স্প্যানকড বলেছেন: মুড থাকলে শালীন মুড না থাকলে অশালীন ! হা হা হা....

৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:১০

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: লুঙ্গি, ছায়া, স্কার্ট হচ্ছে পরস্পর পরস্পরের বেয়াই-বিয়ান তাই কখন যে শালীন আর কখন যে অশালীন বলা মুশকিল :)

০১ লা ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:১১

স্প্যানকড বলেছেন: ভাই মনে হয় বেশী উত্তেজিত দুইবার কমেন্ট ! হা হা হা....

৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:৫৭

নীল আকাশ বলেছেন: কুশন কই? কুশন কই? কুশন কই?
রানু কই?
দূর মিয়া এরা না আসলে তো পোস্ট ভাইরাল হবেনা?
লেখাটা কবিতা আকারে লিখলে জমতো ভাল। ছন্দ তো মিলিয়েই লিখেছেন।

০১ লা ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:১৮

স্প্যানকড বলেছেন: আইয়া পড়ব টেনশন নিয়েন না । কবিতা লিখা উনারে নিয়া চিন্তায় ফেলায় দিলেন। ধন্যবাদ।

৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:০৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: #নীল আকাশ ভাইয়া এবার কুশন এর পরে বালিশ আইছে হাহাহাহাহ

০১ লা ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:২১

স্প্যানকড বলেছেন: কুশন বালিশ সব আছে খাট - পালংক লেপ তোষক নাই ! হা হা হা আফসোস। ভালো থাকবেন আপু।

৯| ০১ লা ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:০৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: সবখানে খালি ঝামেলা, বেবাকে খালি কয় কিন্তু নিজে তা করে না।

০১ লা ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:২১

স্প্যানকড বলেছেন: হুম, ঘটনা সত্য ! ভালো থাকবেন জনাব।

১০| ০১ লা ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:২০

রক্ত দান বলেছেন: পোষ্ট সেই রকম হইছে।

১১| ০১ লা ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:২৩

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ জনাব। ভালো থাকবেন সব সময়।

১২| ০১ লা ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:২৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনার সার্বিক সফলতা কামনা করি।


নিষিদ্ধ কবিতার বই পড়ার জন্য প্রায় পাগল হয়েছিলাম, পরে কয়েকটা পড়ে মাথা ঘুরিয়ে প্রায় পড়ে গিয়েছিলাম।

ফালতু এবং প্রফেশনাল শব্দের অর্থ না জানলে কী হয় তা হয়তো এই মহিলা জানে না।

০১ লা ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:৩৯

স্প্যানকড বলেছেন: উনার ভাই শুনলে কিন্তু চ্যাতে যাইবে ! আপনিও ভালো থাকবেন। ধন্যবাদ। ভালো থাকবেন সব সময়।

১৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:০৮

সোবুজ বলেছেন: পরশি কে নিয়ে কত কিছু লিখা যায়।পরশি কখন ছাদে যায়,কোন দিকে তাকাত কার সাথে কথা বলে ইত্যাদি।

০১ লা ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:২৬

স্প্যানকড বলেছেন: তাই নাকি ! ভালো থাকবেন।

১৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:১৬

নেওয়াজ আলি বলেছেন: আপনার নজরে পড়েছে দিদিমনি :D

০১ লা ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:৫৩

স্প্যানকড বলেছেন: না, বুড়ি মাল টানে না ! ভালো থাকবেন আলি ভাই।

১৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:২১

সাড়ে চুয়াত্তর বলেছেন: লুঙ্গিতে প্যান্টের মত চেইন সিস্টেম থাকা উচিত।

০১ লা ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:৫৬

স্প্যানকড বলেছেন: আর কি কি থাকা উচিত বলে আপনি মনে করেন ? ধরেন, যদি পকেট, চেইন আরো কিছু নতুন মাল যোগ হলো তাতে তো লুংগীর জাত মারা হলো তাই নয় কি ! ভালো থাকবেন সাচু। ধন্যবাদ।

১৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০২২ রাত ১:০০

ঋণাত্মক শূণ্য বলেছেন: ধরা পড়ে যায় কাকু। লুংগীর নীচে জাংগিয়া পড়ে কোন ডাকু !

বাহ্‌ রে নন্দ লাল.......

০২ রা ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:১৫

স্প্যানকড বলেছেন: হ, ঠিকই। ভালো থাকবেন।

১৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০২২ ভোর ৬:০২

অগ্নিবেশ বলেছেন: ইসলামিক পোস্টে বেগানা নারীর আনাগোনা? নাউজুবিল্লাহ

০২ রা ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:১৭

স্প্যানকড বলেছেন: বেগানা করে নানান আলোচনা ! তাই আসে তাই ফাঁসে ! ভালো থাকবেন।

১৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৮:৫৫

বিটপি বলেছেন: এই পড়ন্ত যৌবন বেলায় এসে ওনার কাছে লুঙ্গিকে অশ্লীল পোশাক বলে মনে হল? তা তো হবেই। কচি বয়েসে কে লুঙ্গি পড়ল আর কে শর্টস পড়ল - সেটা দেখার সময় ছিলনা, পুরুষ হলেই হল। এই মহিলার লেখা নিয়ে কেন যে এত আলোচনা হয়, বুঝিনা।

০২ রা ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:২০

স্প্যানকড বলেছেন: এই মহিলা খুব ভালো করে জানে কি নিয়ে নাড়াচাড়া করলে পুরুষ শান্তি পায় ! ডাক্তারি পড়েছেন যে! ভালো থাকবেন।

১৯| ০২ রা ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:০৯

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: না উত্তেজিত নয় , প্রথম মন্তব্যে টাইপিং মিসটেক ছিলো তাই ২য় মন্তব্যে সেটা ঠিক করে দিয়েছি । এখন ১ম ও ৩ মন্তব্যটি মুছে দিন

০২ রা ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:২১

স্প্যানকড বলেছেন: হুম, আরে ভাই উত্তেজিত হলেই কি ! পুরুষ মানুষের জন্য সমস্ত চেতনা আর উত্তেজনা ! বুঝেন নাই ব্যাপার টা ! ভালো থাকবেন।

২০| ০২ রা ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:১১

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ১ নম্বর কমেন্ট পড়ে দারুণ বিনোদন পাইলাম। :D

০২ রা ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:৪৬

স্প্যানকড বলেছেন: বিনোদন জীবনের অংশ যত পারেন নিয়ে নিবেন। ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.