নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

আমজনতা শুয়োরের বাচ্চা !

২০ শে ডিসেম্বর, ২০২২ রাত ১০:২০

ছবি নেট ।

এ দেশে প্রেম ফেরীওয়ালা বেশে
দুয়ারে দুয়ারে আসে
কেউ ধরে
কেউ বেহুদা ফাঁসে
এ দেশে
চোখ, গর্দান নামিয়ে আজকাল সকলে বাঁচে ।

এ দেশে 
চালু কত শত
রাজা রানী গোলামের কিচ্ছা
রোজ জ্বলে নিয়ন বাতি
চকচকে হচ্ছে পাকা রাস্তা
নীচু স্বরে ডাকে
" সাহেব যাইবেন "  
ওরা নাকি খানকি বেশ্যা !

এ দেশে আইন-কানুন?
রাখতে হয় নিয়ম বলে
হা হা হা
শক্ত মলাটে সংবিধান!
লাঠি, গুলি,খাকি পোষাক
ভরপুর চারপাশ।

এ দেশের ইঞ্চিতে ইঞ্চিতে মজুদ
মুজিব থেকে জিয়া
কথা বলছি হাছা
ডাস্টবিনে আদম সন্তান
আমজনতা হামেশা শুয়োরের বাচ্চা !













মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২০ শে ডিসেম্বর, ২০২২ রাত ১১:১৯

নীলসাধু বলেছেন: ভালো লাগলো কবিতা।
কবিতা তার শব্দ চয়নে শক্তিশালী হয়ে উঠতে পারে নিমিষেই।

২১ শে ডিসেম্বর, ২০২২ রাত ১:১৫

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন খুব।

২| ২১ শে ডিসেম্বর, ২০২২ রাত ১:১৭

হাসান জামাল গোলাপ বলেছেন: "শক্ত মলাটে সংবিধান"
মনে হয় ছিঁড়ে ফেললেই সমাধান!

২১ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৪৭

স্প্যানকড বলেছেন: হা হা হা.... ভালো থাকবেন খুব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.