নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্কুল জীবন থেকেই লেখালিখি করি। বর্তমানে বিদেশে কর্মরত। আমার কাব্যগ্রন্থ 'শিকড়ের সন্ধান' প্রকাশ পেয়েছে ২০১৫ সালে।

লেখালিখি, খেলাধুলা, ভ্রমণ। আমার কাব্যগ্রন্থ \'শিকড়ের সন্ধান\' প্রকাশিত হয়েছে ২০১৫ সালে।

সাইদুর রহমান

লিখতে পছন্দ করি স্কুল জীবন থেকেই। আমার কাব্য গ্রন্থ 'শিকড়ের সন্ধান' প্রকাশিত হয়েছে ২০১৫ সালে।

সকল পোস্টঃ

যখন তুমি বুড়ো

১৪ ই জুন, ২০১৫ দুপুর ১:৫৬

When You Are Old : অনুবাদ কবিতা

হলে যেই পুরাতন ধূসর
নিদ্রায় কাটে সকল অবসর;
স্বপ্ন যত তখন তুলতুলে
বইপাতার মত হেলে দুলে।

নেতিয়ে তনু মন ঝিমায়
পথ অগ্নি লেলিহান শিখায়;
স্বপ্নপথে ধারালো পাথর
স্লথ গতি অন্তে যেন...

মন্তব্য১ টি রেটিং+০

কাহিনী সে ব্যঙ্গ ময়

১৪ ই জুন, ২০১৫ রাত ২:১০

শুনতাম আগে কাহিনী সে ব্যঙ্গ ময় 
নেই কোন বৃক্ষলতা,বালি আর বালি 
সারা মরুতেই নাকি মরীচিকা জালি 
আজব দেশ, সতত নাকি ধূলিময়। 

এতই উত্তাপ সেথা, হবে তুমি দগ্ধ 
রয়েছে হাজার হাজার ঐ উট প্রাণী 
কখনো তৃষ্ণার্ত,কত খূঁজে...

মন্তব্য০ টি রেটিং+০

স্তূপ নীহারিকা

৩০ শে মে, ২০১৫ দুপুর ২:০৮

সতত একাকী এই দাঁড়িয়ে আছি
দক্ষিণা ফুরফুরে কোমল বাতাসে
মিঠি সৌরভ মাখা ফুলগুলো হাসে
সম্বিৎ এলে দ্যাখি সবি মিছিমিছি।

কখনো দাঁড়িয়ে শহুরে রাজপথে
ঐ ভীমরুলের মত উড়ছে মানুষ
অস্থির চিত্ত ব্যস্ত বড়, যেন বেহুশ
উড়তে চায় স্বপ্নরা...

মন্তব্য০ টি রেটিং+০

লিমেরিক গুচ্ছ ২০

২১ শে মে, ২০১৫ রাত ১:১৬

এক। (সোনার চামচ)
দুনিয়া এক সে রঙের বাজার, রঙের নাই যে শেষ
কারো হাতে সোনার চামচ, কারো নেই সুখ রেশ;
সময় স্রোত চলছে ধেয়ে
বেড়ী লাগানো সবার পায়ে
আজ রাজা কাল নিঃস্ব, কে জানে কি...

মন্তব্য০ টি রেটিং+০

তুমিই তো দিয়েছো

১৯ শে মে, ২০১৫ রাত ৮:৩১

তুমিই তো দিয়েছো এ অহংকার
পেয়েছি বিত্ত,পেয়েছি আরো নাম;
বলো আবার,‘এতো রুষ্ট ব্যবহার?’
‘তোর স্থান শুধু ঐ নরকধাম’।

দিয়েছো প্রতুল হীরা জহরত
তাই এতো গর্ব আনন্দ অসীম;
বলো আবার, ‘কোথায় মহব্বত’
গর্দান যাবে কাটা,পাঠাচ্ছি ভীম।

কাউকে দিয়েছো বিশাল...

মন্তব্য১ টি রেটিং+০

লিমেরিক গুচ্ছ ২৪

১৬ ই মে, ২০১৫ রাত ৯:০৪

এক। (এ জীবনে বসন্ত)

এ জীবনে বসন্ত আর কতদিন রয়
প্রকৃতির যেমন চৈতের শেষে ক্ষয়;
চৌচির হয় মাঠ প্রান্তর
বৈশাখী ঐ তাণ্ডব ঝড়
রয় না আর চির সবুজ লাবণ্যময়।

দুই। (কোকিলের কুহু ডাক)

আর শুনি না কোকিলের...

মন্তব্য০ টি রেটিং+০

কারিগর

১৫ ই মে, ২০১৫ রাত ২:৫৯


ধরিত্রীর অঙ্গ ঢাকা নীল ঐ আকাশে
বিনুনি সাজানো যেন রঙ মাখা ফুলে;
গায়ের মিষ্টি সৌরভ ছড়ায় বাতাসে
পাখিসব গায় গান বসে বৃক্ষ ডালে।
প্রবাহিত স্রোতস্বিনী কলকল তানে
রাখাল বাজায় বাঁশী প্রেমিক উদাসী;
মিছিমিছি কাদা পথে চলে...

মন্তব্য১ টি রেটিং+০

কেন এমন হয়

১১ ই মে, ২০১৫ রাত ১১:৫৮

কেন এমন হয় বুঝি না কখনো
রাত কাটে তো হয় না সকাল
পথচলি রাতদিন, পাই না সীমান্ত;
হৃদয়ে পোষা আশ্বাস বিশ্বাস 
সবই যেন পরিশেষে ভ্রান্ত।

বৃক্ষসবে প্রসবিত তার ঐ পল্লব
ছায়া দেবে ফল দেবে ভাবি
চির সংকল্পবদ্ধ,...

মন্তব্য২ টি রেটিং+০

মা’র স্মৃতিকথা

১১ ই মে, ২০১৫ রাত ১:৩৩


বহুবার ভেবেছি লিখবো কবিতা
মা’গো, তোমায় নিয়ে;
কোথায় পারি ? পাই না শব্দ কথা
অশ্রু পড়ে গণ্ড বেয়ে।

এতো আদর স্নেহ ভালোবাসা মায়া
এতো আপন জীবনে;
কেহ তবে দিতে পারে এতোই ছায়া
কখনো নয় এ ভুবনে।

কতো অবহেলা,...

মন্তব্য১ টি রেটিং+০

কবি গুরুর জনম দিনে

০৯ ই মে, ২০১৫ রাত ১২:২৯


কবি গুরুর জনম পঁচিশে বৈশাখে
শ্রদ্ধাভরে স্মরি যিনি এক কিংবদন্তী;...

মন্তব্য০ টি রেটিং+০

প্রতিপালক

০৫ ই মে, ২০১৫ রাত ১০:৩৮

গুঢ় রহস্যে আবৃত জগত পালক
পরিচয় তা অজানা কত সে মহান;
সুন্দর এ বসুন্ধরা তাঁর আঁকা ছক
আকাশ ভূতল গ্রহ তারা কোটি প্রাণ।
যোগ বিয়োগের অঙ্ক কষা নিরবধি
অদ্ভুত সৃজন তাঁর, মানব জীবন;
পথিক চলে, ঠিকানা...

মন্তব্য০ টি রেটিং+০

মে দিবসে

০২ রা মে, ২০১৫ রাত ১:২৫


ঐ দ্যাখো ঐ সুরম্য অট্টলিকা 
আজিকার সভ্যতার প্রতীক ...

মন্তব্য০ টি রেটিং+০

ফোঁড়ে মাটি তোমার দীর্ঘশ্বাস

২৮ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:২০


নেই খবর, নেই বলা কওয়া
হটাত এসে যাও তুমি
ভয়ে কেঁপে উঠে ভূমি;
প্রাণী সবে জাগে ভয়
এবার বুঝি, সবি ক্ষয়
এক দণ্ডে হয়ে যাও হাওয়া।

সাধের এ ঘরবাড়ি, অর্থকড়ি
গড়ে, কেউ তা শোষণে
তৃপ্ত কেউ মানুষ দলনে;
লিপ্ত...

মন্তব্য২ টি রেটিং+০

সুন্দর একটি সন্ধ্যা

২৫ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:১১

It Is A Beauteous Evening:
অনুবাদ কবিতা

কি সুন্দর সন্ধ্যা কত স্থির কত শান্ত
সন্ন্যাসিনীর মত রুদ্ধ তার...

মন্তব্য১ টি রেটিং+০

জেগে উঠুক প্রাণে নব সূর্য কিরণ

১৪ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:৩৫

(পহেলা বৈশাখ)

বৈশাখী ঝড় কখনো বা অতি বৃষ্টি
খরা করে গেল নষ্ট কত ফসল;
বদলে গেল কত যে জীবনের কুষ্ঠি
দগ্ধ করলো প্রাণ বারুদ অনল।

কত যন্ত্রণা শঙ্কা বাংলার ঘরে ঘরে
ধ্বনিত আহাজারি আর বিলাপ;
তবু যেন...

মন্তব্য৩ টি রেটিং+০

full version

©somewhere in net ltd.