নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মানুষের কথা বলি। মানবতার কথা বলি। স্বপ্ন দেখি সমৃদ্ধ বাংলাদেশের। নিরাপদ একটি ভূখন্ডের।
ধরে নিন সময় হচ্ছে অতি-বিস্তৃত ১ মাত্রার একটি সুপার-ডাইমেনশন। আর প্রতিটি জীবন হচ্ছে এক একটি ক্ষুদ্র ক্ষুদ্র ইউনিট যা সময়ের বুক চিরে ক্রমশ এগিয়ে চলেছে।
এক একটি প্রজন্মের মৃত্যুর মধ্য হতে এক একটি ইউনিট শেষ হচ্ছে। পরবর্তী প্রজন্ম তার পর থেকে এগিয়ে চলেছে। আর এভাবেই একদিন সর্বশেষ ইউনিটটি পৌঁছে যাবে সময়ের প্রান্ত সীমায়।
যারা একই সাথে এই প্ল্যাটফর্মটি ধ্বংসেরও সাক্ষী হবে। যেভাবে একটি প্রজন্মের হাত ধরে একদিন এই প্ল্যাটফর্মটি যাত্রা শুরু করেছিল। সে যাত্রা যে, মানুষকে দিয়েই হতে হবে এমন নয় ।হতে পারে জীব অণুজীব এমনকি প্রাণের জীবন ধারণের উপযোগী করে তুলতে একটি সৌরজগৎ তৈরি শুরু করার মধ্য থেকেই তার চলা শুরু।
আর এই একটি মাত্র কারণেই টাইম ট্রাভেল অসম্ভব। কেননা এটা প্রকৃতির রীতি বিরুদ্ধ। যেখানে আপনার এক্সিষ্ট নেই সেখানে আপনি প্রবেশাধিকার পাবেন না। আপনার প্রবেশাধিকার সংরক্ষিত শুধুমাত্র আপনার প্রজন্ম বা আপনার জন্য নির্ধারিত সময়ের ইউনিটে। এর পেছনে বা সামনে আপনি যেতে পারবেন না। আপনি যত ক্ষুদ্র ইউনিটই হন না কেন আপনার একটা স্পেস/জায়গা চাই। যেটা শুধুমাত্র আপনার প্রজন্ম/ইউনিটেই সংরক্ষিত। এমনকি পুর্বের ইউনিটটির সাথে সাথে তৎকালীন সময়টিও একইসাথে ক্ষয়ে যায়। ফলে আপনি আর কিছুতেই পেছনে যেতে পারছেন না। সময় এগিয়ে চলে পরবর্তী ইউনিটকে অবলম্বন করে বলা যায় এখানে যেন এক একটি প্রজন্ম অন্ধকার সময়ের বুকে আলো ফেলে ফেলে এগিয়ে চলে। যে আলোর বিহনে গাঢ় অন্ধকার ছাড়া ভবিষ্যতের আর কিছুই পরিলক্ষিত হয় না।
[email protected]
২৩ শে মে, ২০১৫ বিকাল ৩:৫৫
মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: বর্তমানে অবস্থান করে ভবিষ্যতে যাওয়া অসম্ভব বৈ কি?
আমরা ভবিষ্যৎ অভিমুখি চলছি একটি নির্দিষ্ট গতীতে। আর যতটা এগোচ্ছি ঠিক ততটাই পেছনের পথটা হারাচ্ছি। কাজেই সেই অর্থে আমরা একই সাথে বর্তমান ও ভবিষ্যতেই আছি।
কিন্তু আপনি যদি চান ২০১৫ এর ২৩ সেপ্টেম্বরে দাঁড়িয়ে ২০২০ এর ২৩ সেপ্টেম্বর থেকে ঘুরে আসতে। সেটা পারবেন না। কারন সেটা এখন পর্যন্ত প্রস্থুতই হয়নি। ২০২০ এর ২৩ সেপ্টেম্বর ঠিক ঐ তারিখেই প্রস্তুত হবে। তার এক সেকেন্ড আগেও নয়।
২| ১৮ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৩১
আআলী বলেছেন: টাইম ট্রাভেল সম্ভব। যদি আলোকে নিয়ন্ত্রীত বস্তুতে রূপান্তর করা যায় এবং একই ভাবে বস্তুকে নিয়ন্ত্রীত আলোতে রূপান্তর করা যায়।
টাইম ট্রাভেল না হলে স্রষ্টা আর সৃষ্টির দেখা কখনও সম্ভব না।
©somewhere in net ltd.
১| ১৯ শে মে, ২০১৫ রাত ৯:০৪
নতুন বলেছেন: অতীতে ফেরে অসম্ভব.... নতুবা ভবিশ্যতের কেউনা কেউ এর মাঝে অতীতে আসতো....
কিন্তু ভবিষ্যতে যাওয়া কি অসম্ভব?