নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ গালিব মেহেদী খাঁন।

মোঃ গালিব মেহেদী খাঁন

আমি মানুষের কথা বলি। মানবতার কথা বলি। স্বপ্ন দেখি সমৃদ্ধ বাংলাদেশের। নিরাপদ একটি ভূখন্ডের।

মোঃ গালিব মেহেদী খাঁন › বিস্তারিত পোস্টঃ

চটকদার বিজ্ঞাপন; ২৭৫ টাকা কিস্তিতে ফ্ল্যাট!

২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৪৯


খুব শীঘ্রই আমরা একটি চটকদার বিজ্ঞাপন দেখতে পাব। তাও আবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছ থেকেই। যেখানে বলা হবে ২৭৫ টাকা কিস্তিতে ঢাকায় ফ্ল্যাট। পাশে শর্ত প্রযোজ্য। যা দেখে বাড়িওয়ালাদের অত্যাচারে জর্জরিত ঢাকার ভাড়াটিয়ারা ছুটতে শুরু করবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অফিসে। তারা বলবেন ২৭৫ টাক কিস্তি ২০ বছরে শোধ এমনটা তো স্বপ্নেই পাওয়া সম্ভব আর আমরা সেই স্বপ্নকেই বাস্তব করেছি। যারা এত সহজে ঢাকায় ফ্ল্যাটের মালিক হতে পারার স্বপ্নে বিভোর হয়ে তৎক্ষণাৎ বুকিং দিয়ে ফেলবেন তাদের কথা আলাদা। আর যাদের ক্যালকুলেটরের সাথে সখ্যতা রয়েছে তারা নিশ্চয়ই হিসেব করতে বসে যাবেন।
এবার আসুন আসল খবরে। যেখানে মাননীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী মহোদয় ঘোষণা দিয়েছেন, ‘ছিন্নমূল মানুষের বাসস্থানের ব্যবস্থা করেই ঢাকাকে বাসযোগ্য রাখতে হবে। প্রতিদিন ২৭৫ টাকা কিস্তিতে ২০ বছরের মধ্যে পরিশোধের সময় বেঁধে দিয়ে বস্তির বাসিন্দাদের দুই বেডরুমের অ্যাপার্টমেন্ট দেয়া হবে।’
এবার একটু ঠাণ্ডা মাথায় ভাবুন-
দিনে ২৭৫ টাকা কিস্তি অর্থাৎ মাসে ৮২৫০ টাকা কিস্তিতে সরকার ৪৫০ স্কয়ার ফিটের ফ্ল্যাট দিবে। কাদের দিবে ?
বস্তিবাসীদের।
তাহলে আমরা ধরে নিতে পারি ঢাকার বস্তিবাসীদের মাসে ৮২৫০ টাঁকা কিস্তি দিয়ে থাকার সামর্থ্য আছে!
এই তোঁ গেল একটি দিক। আরেকটি বিষয় খেয়াল করুন দিনে ২৭৫ টাঁকা অর্থাৎ মাসে ৮২৫০ টাঁকা। বছরে ৯৯০০০ টাঁকা। পরিশোধের সময়সীমা ২০ বছর হলে মোট দাম পরছে ১৯,৮০,০০০/-টাকা। তাহলে ৪৫০ স্কয়ার ফুটের একটি ফ্ল্যাটের দাম যদি ১৯,৮০,০০০ টাকা হয় প্রতি স্কয়ার ফিটের দাম পড়ছে- ৪৪০০/- টাঁকা।
পাঠক যদি আপনার কমন সেন্সে না কুলোয় তাহলে মিরপুরে এই মুহূর্তে কিস্তিতে কত করে ফ্ল্যাট বিক্রি হচ্ছে একটু দয়া করে জেনে নিবেন।
এই যদি হয় নীতিনির্ধারকদের হিসেবের নমুনা তাহলে এ জাতির কপালে যে আরও কি পরিমাণ ভোগান্তি আছে তা বলার অপেক্ষা রাখে না।

মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:১৭

চাঁদগাজী বলেছেন:

আমি মন্ত্রীর মুখ থেকে শুনেছি; তবে প্রতিদিনের কিস্তির কথা শুনিনি।

"প্রতিদিন ২৭৫ টাকা কিস্তিতে ২০ বছরের মধ্যে পরিশোধের সময় বেঁধে দিয়ে বস্তির বাসিন্দাদের দুই বেডরুমের অ্যাপার্টমেন্ট দেয়া হবে।’ "

-কিস্তি তো দিনের হয় না।

২৯ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:২৮

মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: Click This Link

২| ২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:৪১

প্রামানিক বলেছেন: আমাগো কাপালই নাই থকবো কি আর? সরকারী বেসরকারী যেই দিকে যাই সেই দিকেই একই অবস্থা।

২৯ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:৩২

মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: সবই আমাদের ভাগ্য!

৩| ২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:৪৮

আমিনুর রহমান বলেছেন:


মিরপুরে ৩০০০-৪০০০ টাকা স্কয়ার ফিট ফ্লাট এভেলেবল। খুঁজলে আরো কম পাওয়া যেতে পারে।

২৯ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:৩০

মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: অবশ্যই

৪| ২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১:৫০

রক্তিম দিগন্ত বলেছেন: বস্তিবাসীদের প্রতিদিন ২৭৫ টাকা করে দিতে হবে????
এইটা দিতে পারলে তো তারা আর বস্তিতে থাকতো না। ভালো একটা বাসা নিয়েই থাকতো।

প্রতি স্কয়ার ফিটের দাম ৪৪০০ টাকা? এটাও তো নিশ্চয় স্থির না।
৫ বছর পর এটা বেড়ে গড়ে ৪৮০০ হবে, সর্বেশেষ বিশ বছর পর হিসাব করলে ৫২০০-৫৫০০ তে চলে যাবে। ব্যবসার ভালোই সুযোগ একটা।

চমৎকার হিসাব পকেট ভারী করার। X((

২৯ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:৩১

মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: বিষয়টা তো অনেকটা তেমনই

৫| ২৯ শে অক্টোবর, ২০১৫ সকাল ৭:৫০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: রক্তিম দিগন্ত বলেছেন: বস্তিবাসীদের প্রতিদিন ২৭৫ টাকা করে দিতে হবে????
এইটা দিতে পারলে তো তারা আর বস্তিতে থাকতো না। ভালো একটা বাসা নিয়েই থাকতো।

প্রতি স্কয়ার ফিটের দাম ৪৪০০ টাকা? এটাও তো নিশ্চয় স্থির না।
৫ বছর পর এটা বেড়ে গড়ে ৪৮০০ হবে, সর্বেশেষ বিশ বছর পর হিসাব করলে ৫২০০-৫৫০০ তে চলে যাবে। ব্যবসার ভালোই সুযোগ একটা।

চমৎকার হিসাব পকেট ভারী করার। X((
মোক্ষম বলেছেন।

৬| ২৯ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:২৩

ইসু বলেছেন: হিসাব তো আরো আছে-কিস্তিতে জমানো টাকা ১২% হারে বিশ বছর শেষে সুদে-আসলে মোট কত টাকা হবে? আগে সরকারী ব্যাংকগুলোতে ২০ বছর মেয়াদী ডিপিএস ছিলো (এখনো আছে তবে ৫/১০ বছর মেয়াদী) সে হিসেবে যে টাকা আসে তাতে যে কোন বেসরকারী প্রতিষ্ঠানই এ প্রজেক্টে লাভবান হবে। তাহলে সরকার এখানে কী সুবিধা দিচ্ছে? বেশ কয়েক বছর আগে এধরনের প্রজেক্ট ভুমি মন্ত্রণালয় শুরু করেছিল। জানামতে মিরপুরের ভাষানটেকে চালুও হয়েছিলো.. অনেকেই এখানে টাকা জমা দিয়ে শুরু করেছিলেন। কিন্তু তাদের অভিজ্ঞতা খুবই বাজে।

২৯ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:২৬

মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: ইসু আপনার সাথে শতভাগ একমত। আর এভাবেই এক একটি শুভ উদ্যোগ সম্পূর্ণ ব্যার্থতায় পর্যবশিত হয়।

৭| ৩১ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:২৩

হাইপারসনিক বলেছেন: তাহলে তারা বস্তিতে থাকবে কোন দু:খে

৩১ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:৪০

মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: সেটা মাননীয় মন্ত্রী মহোদয়ই ভাল জানেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.