নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ গালিব মেহেদী খাঁন।

মোঃ গালিব মেহেদী খাঁন

আমি মানুষের কথা বলি। মানবতার কথা বলি। স্বপ্ন দেখি সমৃদ্ধ বাংলাদেশের। নিরাপদ একটি ভূখন্ডের।

মোঃ গালিব মেহেদী খাঁন › বিস্তারিত পোস্টঃ

রোহিঙ্গাদের নিয়ে আমাদের সুদূরপ্রসারী চিন্তা করা উচিৎ।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:০৪


ছবিঃ বিবিসি বাংলা
রোহিঙ্গাদের মিয়ানমার আর ফিরিয়ে নেবে না, ওদের থাকা-খাওয়ার ব্যবস্থা আমাদেরই করতে হবে: এরশাদ (বাংলা ট্রিবিউন সেপ্টেম্বর ২৪)
সাবেক প্রেসিডেন্ট এরশাদের এই ধারনার সাথে আমি একমত। চীন-রাশিয়া-ভারতের অবস্থান সেটাই নির্দেশ করছে। রোহিঙ্গা প্রশ্নে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি, বিভিন্ন দেশের টনকে টন খাদ্য সাহায্য পাঠানো, তুরস্কের এক লাখ রোহিঙ্গার আশ্রয়কেন্দ্র নির্মাণ করে দেয়ার ঘোষণা এ সবই রোহিঙ্গা সমস্যা সহজে না মেটার বার্তা বহন করে। কারণ একই সাথে এ সব দেশ মায়ানমারের সাথে ব্যবসা -বাণিজ্য পরিচালনা করছে। স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক বহাল রাখছে। তাঁরা মুখে যাই বলুক সম্পূর্ণ দায়টা তো বাংলাদেশের কাঁধেই বর্তেছে।
যুক্ত রাষ্ট্র কি চায় সেটা যেমন ধোঁয়াশার তেমনি তাঁর ক্ষমতার বহরও। বর্তমান বিশ্ব নেতৃত্ব যে আর যুক্তরাষ্ট্রের একক কর্তৃত্বে নেই সে তো বলাই বাহুল্য। এক্ষেত্রে ইসরাইলের সাথে মায়ানমারের সম্পর্কও ধর্তব্যের বিষয় যার উপর যুক্তরাষ্ট্রের অনেক সিদ্ধান্তই নির্ভর করে। এদিকে চীন মায়ানমারকে সম্পূর্ণরূপে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়ার একটি মোক্ষম সুযোগ পেয়েছে। তাঁরা সেটি সফলভাবে কাজেও লাগিয়েছে। রাশিয়া-ভারতও এই সুযোগটি হাত ছাড়া করবে না তা তো তারাও স্পষ্ট করেছে। সারা বিশ্বে যত নিন্দা যত প্রতিবাদই উঠুক না কেন তাতে মিয়ানমারের কিছুই যায় আসে না।
বাংলাদেশের থিংক ট্যাঙ্ক যদি এখনই এটা বুঝতে সক্ষম হয়ে থাকেন তাহলে সেটা অবশ্যই স্বস্তির। কাজেই এখন দীর্ঘসময় ধরে এমনকি স্থায়ী ভাবে এই লোকগুলোর নিরাপত্তা সহ মৌলিক চাহিদা সমূহ মেটানোর ব্যবস্থা কি হবে সেটা নিয়ে ভাবতে হবে। তাঁরা যদি মনে করে অনন্তকাল ধরে পূর্বাপর মিলিয়ে প্রায় দশ লক্ষ রোহিঙ্গা শরণার্থীকে খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রাখবে সেটা যেমন অসম্ভব তেমনি অসম্ভব এই সমস্যাকে মাথা থেকে ঝেরে ফেলা।
আমাদেরকে ভাবতে হবেঃ
যতদিন পর্যন্ত এই লোকগুলোকে আশ্রয় দিতে হবে ততদিন পর্যন্ত যেন তাঁরা এ দেশের জন্য বোঝা হয়ে না থাকে।
আমরা কিভাবে তাদেরকে একটি নির্দিষ্ট স্থানে আটকে রেখেও কর্মমুখী করে তুলতে পারি। যাতে তাঁরা কোন জঙ্গি সংগঠনের পাল্লায় না পড়তে পারে কিংবা আভ্যন্তরিক শান্তি শৃঙ্খলার বিঘ্ন ঘটাতে না পারে।
একই সাথে এদের দেখভাল করতে গিয়ে বাংলাদেশও যেন কোনরকম অর্থনৈতিক সঙ্কটের মুখে না পরে যায়।
অনেকেই হয়ত প্রশ্ন করবেন, এত কম আয়তনের দেশ হিসেবে কিভাবে এদেরকে মূল জনগোষ্ঠীর থেকে আলাদা করে একটি নির্দিষ্ট স্থানে আটকে রেখে কর্মমুখী করা সম্ভব? আমি বলব সে সুযোগ কিন্তু আমাদের আছে। আমরা চাইলে এই বিশাল রোহিঙ্গা জনগোষ্ঠীকে হাতিয়া সংলগ্ন সাগরের বুকে জেগে ওঠা বিশাল ভূখণ্ডে স্থানান্তর করতে পারি।

চিহ্নিত জায়গাগুলোতে জেগে উঠেছে নতুন চর যার পরিমানও আনুমানিক ২০ হাজার বর্গ কিলোমিটারের কম নয়!

নির্দিষ্ট স্থানে সেনাবাহিনীর তত্ত্বাবধানে তাদের উৎপাদন মুখি নানা কাজে সম্পৃক্ত করা যেতে পারে। তাঁরা যতদিন এখানে থাকবে আত্মনির্ভরশীল হয়ে থাকুক। বাংলাদেশ আশ্রয় দিয়েছে বলে তাঁরা কি বাংলাদেশকে ছিবড়ে খাবে! বাংলাদেশের পক্ষে এর পূর্বে আশা পাঁচ থেকে সাত লাখ রোহিঙ্গার বোঝা কাঁধে নিয়ে আরও পাঁচ লাখের বোঝা এভাবে বহন করা যায় না। আর সেটা এ দেশের আর্থ সামাজিকতার প্রতিও এক সময় হুমকি হয়ে দেখা দিতে বাধ্য। দিনের পর দিন বছরের পর বছর তো এভাবে তাদের হাতে তুলে খাওয়ানো যাবে না। আমরা আটকে পড়া পাকিস্তানীদের বোঝা বইছি অর্ধ শতাব্দী ধরে। কে আমাদের সাহায্য করছে? এই রোহিঙ্গাদের ক্ষেত্রেও দু এক বছর পর আমরা ভিন্ন চিত্র দেখব সে নিশ্চয়তা কে দেবে?
মায়ানমারে যদি কোনদিন তাদের পাঠানো সম্ভব হয় সেদিন ওখান থেকেও জাহাজ ভড়ে পাঠানো যাবে। অতএব কক্সবাজার-টেকনাফের মত এমন একটি পর্যটন এলাকায় তাদের রাখা মানে আমাদের পর্যটন শিল্পকেও হুমকির মুখে ফেলা। আর কিছুদিন পরেই হয়ত আমরা দেখব পাহাড়ি-বাঙ্গালির সাথে এদেরকে সংঘর্ষে জড়িয়ে পড়তে। বিষয়টি নিয়ে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ ভেবে দেখবেন?

[email protected]

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৩৫

বেঙ্গল রিপন বলেছেন: গালিব ভাই, আপনার লেখাটি ভালো লেগেছে বিধায় আমাদের "বাংলাদেশ প্রেস টোয়েন্টিফোর" অনলাইন পত্রিকার মুক্তমত কলামে প্রকাশ করতে চাচ্ছি। bangladeshpress24.com

২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৩৯

মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: বেঙ্গল রিপন আপনাকে ধন্যবাদ। লেখাটি প্রকাশের অনুমতি প্রদান করছি।

২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৫৫

বেঙ্গল রিপন বলেছেন: “রোহিঙ্গাদের নিয়ে আমাদের সুদূরপ্রসারী চিন্তা করা উচিৎ”

গালিব ভাই প্রকাশ করেছি। উপরের লিংকে ক্লিক করে দেখুন দয়া করে।
আপনার লেখাটা হাইলাইট করে দেওয়া হয়েছে।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:১৪

মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: ধন্যবাদ

৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৫১

চাঁদগাজী বলেছেন:


ওরা দরিদ্র বাংগালীদের সাথে মিশে যাবে, কিছু দরিদ্র লোক বাড়লো

২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৫

মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: চাইলেই এই মিশে যাওয়া বন্ধ করে এদের মানবসম্পদে পড়িনত করা যায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.