![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চল যাই প্রান্তিক হ্রদের পাড়ে,
সেখানে হলদে হলুদ বনে,
বাহারিয়া ফিঙে পাখির সনে
গাইব সবুজের গান ঐকতানে।
শুধু তাই নয়,
আবক্ষ ওই সবুজ পাহাড়ের খোলা ময়দানে
স্বচ্ছ জলের দামে কিনে দেব সহস্র জোছনা,
সাজিয়ে দেব...
আমি জ্বলছি,
আমি স্বকীয় ভংগীতেই
জ্বলছি।
দাউদাউ করে নয়, নিভুনিভু করেও নয়,
আমি জ্বলছি।
নিঃশেষিত আগুনের ফুলকিদের দোলায়
আমি দুলছি,
উত্তপ্ত মরুর তখতে তাউস
আমি দুলছি।
হ্যা হ্যা হ্যা আমি দুলছি।
সবিতার হোমে আমি পুড়ছি,
ঝুরঝুরে ঝাউবাতির মত
আমি জ্বলছি।
কখনোই একখন্ড...
একটু পথে হেটেই
ধুলায় মিলিয়ে যেতে নয়
পথিকের পথে হেটে পথ
তৈরী করতেই হব ক্ষয়।
কংকর আবৃত পথের চাদরে
মিলিয়ে যেতে নয়,
ফুলের পাপড়িতে রাঙাতেই
পথে হাটি ধীরলয়।
হাটি চুপচাপ, দেখি ঝুপঝাপ
পথপরীদের...
মেরাজের মন আজ খুব ভাল। লম্পটদের শায়েস্তা করে খুব মজা পায় সে। আজকাল ঢাকা শহরে প্রায় বৃষ্টি হয়। রাস্তার পাশে কাদা জমে। দুষ্ট কাউকে পেলেই সে সিএনজি...
একফালি মাটির কাচা গন্ধে ভুরভুর করছে চারিপাশ। সকাল থেকে অঝোর বৃষ্টিতে ভিজে গেছে সবকিছু। এই বৈশাখের আগমনী দিন গুলো বড়ই পাগলামি জানে। ঠিক যেন ষোড়শীর মত গাল ফুলিয়ে...
কি
রুপ
তোমারি
চাঁদ মুখের
সখি, ঝলকিত
নয়ন, তিথিডোর।
হাওয়ার তীব্র কাঁপন
থরথরি, উদ্ভাসিত ভোর।
চাঁদনী রাতে রুপের পেয়ালা,
ধীরে দুলে দুলে ওঠে কবি প্রাণ,
যমুনার তীরে মেতে মেতে ওঠে সে,
হুকুমে মালিকা চিরযৌবনা নূরজাহান।
আগ্রার তখে ঘুমায়নি সে,...
আজ
ব্যাথিত
বুকে কষ্টের
শ্লোগান নিয়ে
বয়ে চলেছি শব্দ
মিছিল, কোন ছন্দ
নেই, কোন সুর নেই!
নির্বাক কবিতার রাজপথে
তাজা তাজা রক্ত, ছেয়ে গেছে
ঢাকা থেকে কুমিল্লা হয়ে বাংলার
প্রতিটি গলিতে গলিতে দাবানল হয়ে,
আজ কোন প্রস্তরে শোকপ্রস্তাব নয়...
কি
বসে
ভাবছ
কবি তুমি,
কিসে মগ্ন মন।
চেয়ে দেখ এ ধরার
মাঝে মানুষ ধরেছে পণ!
যায় যাক মান তবু পরোয়া
করেনা আনি ঝুলি ভরা অর্জন!
বন্ধুর বুকে বসে ছুরি, হায় বন্ধুবর!
হাসি ভরা ছলনায় সে মুখোশে গুপ্তচর!
সফল হতে...
দেখ
আমি চুয়ে
চুয়ে নেমেছি
ভোরের দুর্বা ঘাস,
সকাল বেলায় যেথায়
তোমার নূপুর নেবে শ্বাস!
আমি সাজিয়েছি সেথা সযত্নে
নবাবী অভিজাত্যময় কারুকাজ!
আমি সাজাহান তুমি শীরের তাজ।
ভ্রমরের ডানায় রাঙা অরুনিমার লাজ,
সবুজ কবিদের হাটে হাটে কবিতার সাজ!
দেখ...
সে
ছিল
বিপ্লবী
কবিতার
মত জ্বলন্ত
শব্দধারা অনল,
ছিল চপলা চঞ্চল।
ছিল ফাগুনের কৃষ্ণচূড়া,
রক্তিম অরণ্যানী বাঁধনহারা!
ছিল সবুজে ঢাকা অনন্ত প্রান্তর,
ছিল বুকে জেগে স্বপ্নিল জাদুমন্তর!
সেদিন মাঠেঘাটে, ভরদুপুর অগ্নিতাপ,
সে ছিল দক্ষিণা হাওয়া, হায় একি পরিতাপ!
ফাগুন মাসে কবিতার...
ও
ঘাটে
এ ঘাটে
ভালবাসার
খেয়া বয়ে যায়
নিয়ে স্বপ্নিল রাশি
রাশি যত ফুলের ডালি,
অলক্ষ্যে একদা ভালবেসে
হয়েছি অমাবস্যা ঘাটের বালি।
এলোমেলো হাওয়া মনে লাগে টান,
ব্যথা বিধুর অষ্টমী তিথি, ভাঙনের গান,
এই নাও ফুলের ডালি আর তুলো...
হে
কবি,
দেখনা
এ শহর
কি সুরেন্দ্র,
গান গেয়ে যায়
সকাল দুপুর সন্ধ্যা
নাগরিক কোলাহলে,
ইট সুরকির বোঝার বুকে
সেজেছে বিশ বর্গমাইল দানব,
প্রেমেজর্জর কংক্রিট প্রেমী মানব
চেয়ে দেখ জানালার কার্নিশের ফাঁকে
ছানাপোনা বুকে বাবুই পাখিটা যেথা থাকে,
খড়-খুটারির শক্ত...
এ
নীলে
দুর্দান্ত
ডানা ভেঙে
স্বপ্নিল-- যত
গাঙচিল- উড়ে
যায়; শুষ্ক অনিল
চিড়ে সূদুর--দিগন্ত
ছোঁয়ার নেশায়, অক্লান্ত
ভিজেছে জোছনায়;শ্রাবণ
জলের ধারায়; ঔদ্ধত্য রণ
পণ, লড়িবে ডানায় হোমশিখা
জ্বালি; আমৃত্যু আমরন, রাজটিকা
ললাটে দীপ্ত; শিকল ভাঙিয়াছ...
হলুদ
হলুদ জন
হলুদের মন
হলুদে ময়দান
হলুদের হাততালি
হলুদের হাটে বনমালী
হলুদে মাইক, হলুদ বাশি
হলুদ ক্যামেরা, হলদে হাসি,
হলদে পরীর পুলকিত শীৎকার
হলুদ জোকসে, হলুদের নেশা চুমি,
হলুদের জোয়ার, হলুদের প্লাবনভূমি।
হলুদের টাকা, হলুদের গাড়ি, হলুদে...
এই উদাসী দুপুর,নেই কোন সুর
ভাঙন লাগানি গান।
মরুময় বুক, নেই কোন সুখ
এলিটায় অবসান।
বসন্তী সখি, রুপ সুর্যমুখী,
ক্ষেপে আছে ভ্রমর ডানা,
এই পথে আসি, এই পথে যাই
শুনবো না কোন মানা।
শীত চলে যায়, বসন্ত...
©somewhere in net ltd.