নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আহসান জামানের কবিতা

আহসান জামান

আহসান জামান

মনতো ফড়িং; উড়ছে উড়ুক ******************** সমস্ত প্রকাশিত এবং সর্বস্বত্ব সংরক্ষিত @ আহসান জামান

সকল পোস্টঃ

নির্জনতায় নামে নিস্তব্ধতা

১০ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৩১

এইসব এতো বেশী কোলাহল
হৈচৈ চারিদিকে, রোদের টুইটম্বর
তাই বড় বেশী চুপচাপ থাকি;
ঝিনুকের দেশে। যদি ভাঙ্গে
নিমগ্ন এই ধ্যান, মনঘরে জাগে
সন্ন্যাসীর ছায়া। নিস্তব্ধতায় নামে
কালের কালো অন্ধকার।

সারারাত নির্ঘুম চোখে...

মন্তব্য৮ টি রেটিং+০

এমন করে যায় না চলে যাওয়া

১০ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:১৫

এমন করে যায় না চলে যাওয়া
মনের ভিতর অবাধ আনাগোনা
থমকে থাকে অতীতদিনের হাওয়া।

মধ্যদুপুর মাথার উপর রোদ
ছলচতুরীর মন্ত্রেবাঁধা বোধ
উড়তে চেয়ে বাঁধছে মাথায় ছাদ।

তোমার আমার অনেক হিসাব বাকী
কথার ফাঁকে কথা গেঁথে...

মন্তব্য৮ টি রেটিং+০

তুমি না এসেও পৌছে গেছো

০৯ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৫২

তুমি না এসেও পৌঁছে গেছো
দরজায়; বন্ধ তালায় চিরকুটে
কুয়াশা এঁকে লিখেছো বন্ধুর
পথ। দুচোখের সংকচিত ভাঁজে
ক্লান্তি আর কষ্টরেখায় অতীতের
অন্ধকার; ভীষণ নির্জনতায়
তুমি কী নিসঙ্গতাকে করেছো
আপন। বেখেয়ালী বৃষ্টিজলে
বিষণ্ণ নৌকো ভাসালে আনমনে;
সে...

মন্তব্য১০ টি রেটিং+৩

ছোট গল্পঃ সবুজ সোয়েটার

০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫৩

অনীকের ব্যবহারটা বাড়ীর সকলের কাছে একটা বাড়াবাড়িতে পরিনত হচ্ছে। কী এমন লুকিয়ে আছে এই সবুজ সোয়েটারে; লতিফা হাত দিতেই সে রেগেমেগে কেড়ে নিয়ে নিজের হাতে; কেঁদে ফেললো। সেদিন স্বামীর সম্মুখে...

মন্তব্য৬ টি রেটিং+০

আমার জন্য রেখে দিও

০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:২৯

আমার জন্য রেখে দিও
এইসব শোকগাথা বর্ণমালা;
অনাথের নিঃস্ব হাসির হাহাকার
আলোপথে ঢেলে দিও অন্ধকার।
কয়েকটি হলুদ ফ্যাকাশে ফুলের
অকাল মৃত্যুর গল্পের দৃশ্য।

আমার জন্য রেখে দিও
কারখানার বন্ধতালার দরজা
উদ্বাস্তু মিছিলের শ্লোগান
কৃষ্ণকালো রাত্রি আর
মেঘলা মানুষের বিষণ্ণ...

মন্তব্য৪ টি রেটিং+২

ঘুম

০১ লা সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩০

যদি এইঘুম এসে
নৈশব্দ্যে ঘুমিয়ে পড়ে
চিরদিনে, উড়ে যায় অনন্ত
পাতালদেশে; তুমি আর
ডেকে ডেকে পাবে না ফিরে।

ভোরের আলোর ভিতর
তোমার চিবুক ছিঁড়ে যে নাম
ধরে ডাকো সেতো বিগতের গহ্বরে
ডুবেছে কাল কালোঅন্ধকারে;
যাকিছু মনে পড়ে আজ
সেতো...

মন্তব্য০ টি রেটিং+০

তুমি

০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৩:২৯

আমিতো জেগে আছি
ভুতূমচোখে; তোমাকে দেখবো
আজ তুমুল জোছনারাতে।

অমাক্ষয়ে ধুয়ে গেছে
বিগতের পাপ; বৃষ্টিজলে।
আশার ত্রাণে ভরে স্বপ্নতরী।

গোলাপকুঁড়ি খুলে
ভোরের আবীরে রোদ্দুর
এসে ভীড় করে অনাথ চিবুকে;
অসংখ্য...

মন্তব্য৬ টি রেটিং+২

নাশের অন্ধকারে, যাত্রা

২০ শে আগস্ট, ২০১৫ রাত ৯:৫০


নাশের অন্ধকার

আমরাতো বেড়ে উঠছি
সর্বনাশে; সমুদ্র উপচে ডাকছে
গ্রাসের জল্লাদ। আলো থেকে
সরে যাচ্ছি আলোকবর্ষ পথ।

অন্ধকারে লিখে রাখি
উদ্বাস্তু দুচোখ; মধ্যহ্নের
রোদ্দুরখরায় জেগে ওঠে
চৌচির পথ। ক্ষয় এসে
ক্ষত...

মন্তব্য১২ টি রেটিং+২

নিয়ত

১৪ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৪৫

নিয়ত নিঃসঙ্গতায় ডুবে
কী দেখো অমন; আনমনে,
আঙ্গিনায় কে যায়, আসে
পরানের পাখি। কতদিন
মন্থর পথে; একা একা হেঁটে
নৈশব্দ্যে গেয়েছো গান; হাওয়ায়
ভেসে গেছে শূন্যতার দল।

তারপর অন্ধকার নেমে এলে
খুঁজেছো চাঁদ; আলোর অভিলাষে।

অমাক্ষয়ে মুছে গেছে...

মন্তব্য৪ টি রেটিং+২

আমি তোমার অমিমাংসিত

০৩ রা আগস্ট, ২০১৫ দুপুর ১:৪৭

তোমার অনেক প্রিয় কিছু আছে,
জানি; অনেক লম্বা ফর্দ্দ, আকাশছোঁয়া;
গচ্ছিত অর্থের মতো আগলে রাখো,
দেখি; সারাক্ষণ রেটিং গোনো, সামলে রাখো।

সেই লম্বা ফর্দ্দ থেকে কেবল আমিই
খসে পড়ি; অবিরত। যেমন আমার...

মন্তব্য৬ টি রেটিং+৩

তৃষ্ণা

০১ লা আগস্ট, ২০১৫ রাত ৮:২৭

দুচোখে তৃষ্ণা জেগেছে আজ
সমুদ্র শুকাবে জল। বুনোপথে
এলোমেলো স্মৃতির নক্সী এঁকে
যে গেছে দূর তেপান্তরের দেশে;
তার ফেরারি মনপুরায় বাজে
পুরাণ পুঁথির সুর। রোদ্দুরে
পুঁড়ে পাপ, পূর্ণ হোক
সে তৃষ্ণার্ত কাতর চোখ।

মন্তব্য৬ টি রেটিং+১

পাহাড়

৩১ শে জুলাই, ২০১৫ রাত ৯:২০

নিঃশব্দে ছুঁয়েছো অই
সাদামেঘের দল, আর এঁকেছো
ধোঁয়াটে আকাশ তোমার চূঁড়োয়।

যেখানে হাত রাখি মৃণালে
জড়িয়ে ধরে কোমল স্পর্শে।
সারিসারি বেড়ে ওঠে
পাইনের সজীবতা। পুরাণ মৃত্তিকার রসায়নে
করেছো জড়ো সহস্র...

মন্তব্য৪ টি রেটিং+০

আমিতো কবেই

২৯ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৪২

আমিতো কবেই উদাস হাওয়ায় উড়ে
মুছে গেছি অপলক চোখ থেকে;
একলা ছাদের দ্বিগুন ছায়ার বিকেলে,
বাড়ীফেরার পথে হেঁটে ভীড়ের ভিতর
ফসকে আমি, বুনোমানুষ; অপরিচিত।

আমিতো কবেই পুরাণ পুথিঁর সেজে
রয়ে গেছি ঘরের অপ্রয়োজন তাকে;
অজস্র ধুলিকণার...

মন্তব্য২ টি রেটিং+০

সন্ধ্যা

২৫ শে জুলাই, ২০১৫ ভোর ৫:০৩

সন্ধ্যা নামলেই তামাটে আলো দ্রুত হারায় অন্ধকারে, সন্ধ্যা নামলেই ক্লান্তির মেদ জমে; কোথাও হঠাৎ ফিরে যাওয়ার হিল্লোলে শিউরে ওঠে বাতিঘর, মোড়ের দোকান, গৃহপালিত পশুরা, মানুষেরা; অবাক উর্ধ্বশ্বাসে।

তড়িঘড়ি চোখের পাতায়...

মন্তব্য১০ টি রেটিং+৪

উড়াও শঙ্খচিল

০৪ ঠা মে, ২০১৫ রাত ১০:২০

একদা ফিরে এসে
আর হয় না ফেরা।
যে পথ ছেঁড়েছো আগেই;...

মন্তব্য৬ টি রেটিং+২

>> ›

full version

©somewhere in net ltd.