![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনতো ফড়িং; উড়ছে উড়ুক ******************** সমস্ত প্রকাশিত এবং সর্বস্বত্ব সংরক্ষিত @ আহসান জামান
তোমার চোখের নীচে কালো দাগে
ভেসে ওঠে শীতকুয়াশার চাদর মোড়া নদী;
নিঃসঙ্গ কিশোরের নিঘুম রাত পোহানো;...
ফেরার পথে চাবি, ফিরে এসো
আবারও ফিরে এসো; সুবর্ণ নগরের দিকে
হেঁটে যাবো দু'জনে।...
যাকিছু প্রিয়, যাকিছু ভালো লাগে
দ্রুত ফুরিয়ে যায়;
কার্পাস তুলোর মতো উড়ে যায়;...
যখনই ফিরে আসি সন্ধ্যা তারার মাঠে
তুমি জেগে ওঠো পাললিক শিলার ভাঁজে;
ছিপছিপে সুপারীবনে তামাটে রোদ এলে...
এমন ভাবেই খুলে যাচ্ছে
হাত থেকে হাতের বাঁধন, নাকের নলক, পায়ের মল
হৃদপিন্ডের দোলক থেমেই, মুহূর্তেই উধাও; অন্য কোথাও!...
দু'চোখে ঘুমের আয়োজন চলছে
নিভিয়ে দিচ্ছে আলো, অন্ধকারে
ঘুমপরীর ডানায় নামবে প্রশান্ত ঘুম;...
কোন কথা গোপন রেখে
তুমি এঁকে দিলে জবানের চাবি;
অযুত করাঘাতে বিচূর্ণতার শ্লোক এসে...
চোখ থেকে খসে পড়ছে সময়ের নদী
জলের ভিতর হাহাকার, বুকের ভিতর
শুয়ে আছে আজল আলোঘর।...
অবাধে ওড়ে অই হাওয়ার উড়ুপাখি
নীলিমার তুলোমেঘে বৈশাখী দোল দেয়
ঈশানের নিশান ছিঁড়ে মনপুরে পোঁড়ে কেউ; একা।...
যে কেউ সঙ্গে যাবে, যাক;
বাইরে ঝড়ের বাঁশি, আকাশে নীলপাহাড়...
গ্রীষ্মগরমের কাঠফাঁটা তাঁতানো রোদ্দুরে
পোঁড়াচ্ছে কেউ অজান্তে; রাস্তার ব্যস্ততা থামিয়ে
দূরে ঠেলে; সারাগায়ে শূন্যতার গলাঙ্ক।...
অস্থির অন্ধকারে ডুবে যাচ্ছে ঘর-বাড়ী, দরজার চৌ-কাঠ,
জানালার ঢেউখেলা পর্দার ভাঁজ খুলে মুছে নিচ্ছে
পুঁথির কাহন। মনপাড়ে রাখালী খেয়ালির শ্লোকমুছে...
নতুন করে দেখবো বলে
চোখ পেতেছি আকাশপানে;
বৃষ্টি, তুমি চোখের ক্লেশ ধুঁয়ে দিও।...
©somewhere in net ltd.