নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাড়ির পাশে আরশিনগর সেথা পড়শী বসত করে, আমি একদিনও না দেখিলাম তারে।

অনিকেত বৈরাগী তূর্য্য

মানুষ পথিক বেশে ঘুরছে দেশে দেশে একটু ছায়াতলে থমকে দাঁড়ায়, স্মৃতিটুকু রেখে শুধু একদিন তো চলে যায়।

অনিকেত বৈরাগী তূর্য্য › বিস্তারিত পোস্টঃ

প্রতিবছর লাখ লাখ মাকালফল বেরোচ্ছে

২৪ শে এপ্রিল, ২০২২ বিকাল ৫:৩২

একটা সময় শিক্ষার্থীরা পাশ করতে পারত না।জান বেরিয়ে যেত। এখনকার মতো A+ পেতো না।
অথচ এখন বছর বছর লাখ লাখ A+ বেরোয়। এখন প্রশ্ন হলোঃ এই লাখ লাখ A+ ধারীরা মেধাবী না কি আগের কম নাম্বার পাওয়ারা মেধাবী?

আগে যে খুব মানসম্মত পড়ালেখা হতো; এমন না কিন্তু। শুধু মুখস্থ করানো হতো।
অথচ এখন পড়ার মানও উন্নত। সৃজনশীল তো যুগান্তকারী পদক্ষেপ।
কিন্তু তবুও মানসম্মত শিক্ষার্থী কম কেন?
প্রশ্ন ফাঁস তো গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছিল কয়েকবছর। এখন যদিও কিছুটা কম।
এখন এত বেকার কেন?

কারণ হতে পারে যে আগে এত শিক্ষিত ছিল না। যারা ছিল, তাদের এখনকার মতো প্রতিযোগিতা করতে হতো না। এখন তো অনেক প্রতিযোগিতা। কর্মক্ষেত্রও কম। আগের শিক্ষার্থীরা নিজে নিজে কিছু শিখতে চাইত। এখন শুধু শীট মুখস্থ করানো হয়। শিক্ষকেরা মানোন্নয়নের দিকে গুরুত্ব না দিয়ে নাম্বারের দিকে গুরুত্ব দেন। এজন্যই লাখ লাখ মাকালফল বেরোচ্ছে।

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে এপ্রিল, ২০২২ বিকাল ৫:৪৯

সোনাগাজী বলেছেন:



দেশে শিক্ষিত বেকারের সংখ্যা কত?

২৪ শে এপ্রিল, ২০২২ বিকাল ৫:৫৬

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ৩৫ লাখের ওপর হতে পারে।

২| ২৪ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:১৮

সোনাগাজী বলেছেন:




আপনি লিখেছেন, আগে পড়ালেখা মুখস্হ করানো হতো; কত আগের কথা, কোন সালের কথা বলছেন?

২৪ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:২৪

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: বেশিদিন না। মাত্র বছর দশেক আগের কোন শিক্ষার্থীকে জিগ্যেস করুন তারা বেসিক গ্রামার কেমন পড়েছিল শিক্ষাপ্রতিষ্ঠানে? প্রশ্নপত্র বুঝে পড়ত না কি মুখস্ত করত?

৩| ২৪ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:২৭

সোনাগাজী বলেছেন:



১০ বছর আগে তো (মন্ত্রী নাহিদের সময় ) "প্রশ্নফাঁস" চলতো, কোন গাধা কি মুখস্হ করতো? অংক ও বিজ্ঞান কি মুখস্হ করা যায়?

২৪ শে এপ্রিল, ২০২২ রাত ১০:৫৮

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: করে তো।

৪| ২৪ শে এপ্রিল, ২০২২ রাত ১১:৩৭

মরুভূমির জলদস্যু বলেছেন: অবস্থা সময়ের সাথে আরো বেগতিক হচ্ছে।

২৫ শে এপ্রিল, ২০২২ রাত ১২:৩৮

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: জটিল থেকে জটিলতর হচ্ছে।

৫| ২৪ শে এপ্রিল, ২০২২ রাত ১১:৪১

সোনাগাজী বলেছেন:




৩৫ লাখ থেকে বেকারত্ব কমানোর কোন পথ আপনার জানা আছে?

২৫ শে এপ্রিল, ২০২২ রাত ১২:৩৭

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: Difficult but not impossible.

৬| ২৫ শে এপ্রিল, ২০২২ রাত ১২:৪৩

গরল বলেছেন: জাতির জন্য সবচেয়ে চিন্তার বিষয় হচ্ছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থি ভয়ানক হারে কমে আসছে, বিজ্ঞানের প্রতি আগ্রহ হারিয়ে ফেলা কোন জাতির জন্য শুভ লক্ষন নয়।

২৫ শে এপ্রিল, ২০২২ ভোর ৬:৪৬

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: পরিবেশ যেমন নেই, মানসম্মত শিক্ষকও কম।

৭| ২৫ শে এপ্রিল, ২০২২ দুপুর ১:০২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: @ ব্লগার গড়ল বলেছেন জাতির জন্য সবচেয়ে চিন্তার বিষয় হচ্ছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থি ভয়ানক হারে কমে আসছে, বিজ্ঞানের প্রতি আগ্রহ হারিয়ে ফেলা কোন জাতির জন্য শুভ লক্ষন নয়। সহমত।

২৫ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:৩১

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: বিজ্ঞানকে সুন্দর এবং সহজভাবে উপস্থাপনা করা জরুরি।

৮| ২৫ শে এপ্রিল, ২০২২ বিকাল ৩:৪৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
দেখিতে মাকাল ফল
অতি মনোহর,
ভিতরে কালো বলে কেউ
করেনা আদর।

২৫ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:৩০

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: হয়।

৯| ২৭ শে এপ্রিল, ২০২২ রাত ৩:০৯

আরিক হাসান বলেছেন: নিম্নমানের পাঠ্যপুস্তক ও পেশাদার শিক্ষকগণ অনেকাংশেই দায়ী

১১ ই মে, ২০২২ দুপুর ১:৫৩

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: তা ঠিক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.