নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আরাফাত হিমুর ব্লগ।

আরাফাত হিমু

মাঝে মাঝে আমার খুব ইচ্ছে হয় চারোদিকে শুধু হাসিমুখ দেখতে... ঘুম থেকে উঠে পূর্নিমা হোটেলে নাস্তা খেতে গিয়ে দেখবো 'গ্লাস বয়-ম্যাসিয়ার, ক্যাশিয়ার, খদ্দের' সবাই হাসছে... হাসছে রাস্তার অচেনা পথচারীরা... চা খেতে মোশারফ মামার টং দোকানে গিয়ে দেখবো সবাই হাসছে... হাসছে রিকশাওয়ালারা, বাস কিংবা প্রাইভেটকার চালকরা... হাসছে হকাররা... হাসছে গার্মেন্টস্ শ্রমিকরা... হাসছে স্কুলের ক্ষুদে শিক্ষার্থী থেকে ভার্সিটির বুদ্ধিজীবি টাইপের গম্ভীর ছেলেটাও! হাসছে পিঠা বিক্রেতা ময়না বানু... হাসছে নির্মান শ্রমিক জালাল মিয়া... হাসছে টোকাই শফিক... হাসছে ফুলওয়ালী কুসুম! আহারে! চারোদিকে কি দারুন প্রানবন্ত সব হাসিমুখ আর হাসিমুখ... ইট,কাঠ,কংক্রিটের এই শহরের রাস্তা-ঘাটে মলিন মুখ দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেছি! যদি কোনদিন সত্যি সত্যি এই রকম হাসিমুখ দেখতে পেতাম তবে কেমন হতো কে জানে... নিশ্চয় ভয়ংঙ্কর আনন্দময় কিছু একটা হয়ে যেতো! একদম চোখ ভিজে যাবার মত আনন্দময়...

আরাফাত হিমু › বিস্তারিত পোস্টঃ

জেমস- বাংলার কন্ঠ শ্রমিক।

০৫ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:০২

খুব সম্ভবত ২০০৬ সালের কথা। আমার তখন চরম দুঃসময়। আলো নাই, আলো নাই। তীব্র মন খারাপ ভাব নিয়ে ধানমন্ডি লেকের পেছন দিয়ে হাঁটতে হাঁটতে কলা বাগান মাঠের সামনে এসে দাঁড়ালাম। মাঠের ভেতর তুমুল হৈ চৈ, ড্রামসের সাউন্ড। কিভাবে কিভাবে যেন ভেতরে ঢুকে পড়লাম। একটু পরেই দেখলাম পোলাপাইন স্রেফ পাগল হয়ে গেলো। ঘটনা তেমন কিছু না, চারোদিকে একই রোল 'গুরু আইছে রে!!' তিনি মঞ্চে উঠেই গলার গামছাটা মাইক্রোফোনের সাথে বেঁধে দরাজ গলায় বললেন। "আমি এসে গেছি, তোরা সব শান্ত হয়ে যা!" তিমি যেন হ্যামিলিওনের বাঁশিওয়ালা, মূহুর্তেই সব ঠান্ডা হয়ে গেলো। ততক্ষণে মঞ্চের বাতি নিভে গেছে। গিটারের ব্লুজে মাতাল তারুন্য। জগতের সব মমতা নিয়ে তিনি গাইছেন... না না গাইছেন শুধু মাত্র এই আমার জন্য...
"চেয়ে দেখো... চেয়ে দেখো
উঠেছে নতুন সূর্য
পথে পথে রাজপথে
চেয়ে দেখ রঙের খেলা
ঘরে বসে থেকে লাভ কি বলো
এসো চুল খুলে পথে নামি
এসো উল্লাস করি…
দুঃখিনী দু:খ করোনা... দুঃখিনী.. দুঃখিনী... "
এই প্রথম আমার বিশ্বাস হলো, জনতার মাঝেও নির্জনতা আছে। আমার কি যেন হয়ে গেলো। আমাকে আবার উঠে দাঁড়াতে হবে, যেতে হবে অনেকটা পথ। গুরু... গুরু তোমায় লাল সালাম।

হ্যাঁ বলছিলাম মাহফুজ আনাম জেমসের কথা। বাংলা ব্যান্ডের প্রবাদ পুরুষ এই মানুষটার জন্ম নওগাঁর পত্নীতলায় তবে তাঁর বেড়ে ওঠা চট্রগ্রামে। কৈশোরেই জেমসের মধ্যে ঢুকে গেলো গানের নেশা ফলে বাবার সাথে সম্পর্কের অবনতি কিন্তু গুরুকে ঠেকায় কে? তাই গানের টানে ঘর ছাড়লেন। চট্রগ্রামের আজিজ বোর্ডিংয়ে শুরু হলো আমাদের জেমস ও তাঁর ব্যান্ড ফিলিংসের ষ্ট্রাগল লাইফ। ব্যান্ডের প্রথম এ্যালবাম 'ষ্টেশন রোড' প্রকাশ হলো ১৯৮৭ সালে। জন্ম হলো এক রকস্টারের। ১৯৮৮ সালে গুরুর 'অনন্যা' এ্যালবাম ঝড় তুললো। ১৯৯০ সাল, আবার জেমস! তবে এবারেরটা টর্নেডো। এ্যালবামের নাম 'জেল থেকে বলছি।' তারপর একটু বিরতি দিয়ে দুটি এ্যালবাম নিয়ে গুরু হাজির 'পালাবি কোথায়' ও 'নগর বাউল'... এই দুটো এ্যালবাম দিয়ে গুরু যেন জানান দিলেন 'রেডী থাক সাইক্লোন আসছে।' সত্যি সত্যি সাইক্লোনই আসলো... ১৯৯৭ সাল 'দুঃখিনী দুঃখ করো না' ১৯৯৮ সাল 'লেইস ফিতা লেইস' ১৯৯৯ সাল 'ঠিক আছে বন্ধু'... বাংলার পথে- ঘাটে-মাঠে তখন একটাই নাম 'গুরু জেমস'। ৯০-এর দশকে ঢাকার পাড়া-মহল্লায় গড়ে উঠেছিলো জেমস ফ্যান ক্লাব। কনসার্টে জেমস মানেই- আজ কিছু হতে চলেছে। আজো মৃদুভাষী জেমস সমান জনপ্রিয়। লাইভ কনসার্টে আজো জেমস মানেই পাগলা হাওয়া। জেমস মানেই তুফান।

প্রায় ২৫ বছর ধরে নগর বাউল জেমস কেন সমান জনপ্রিয়- এর কারন তাঁর অসাধারন ভয়েস যা আমাদের মনে করিয়ে দেয় বব মার্লে কিংবা জীম মরিসনের কথা। যারা প্রবলভাবে জেমস বিদ্বেষী তারাও স্বীকার করতে বাধ্য হবেন যে কেবল জেমসই নিত্য নতুন ইন্সট্রুম্যান্ট দিয়ে পপ মিউজিককে বাংলার আনাচে-কানাচে ছড়িয়ে দিয়েছেন কেবল একক প্রচেষ্টায়। এখানেই জেমস অনন্য, আলাদা, অসাধারন। তাছাড়া গুরু জেমসের প্রতিটি গানের কথাই যেন এক একটি অমৃতসম কবিতা।

গুরু জেমসের অসংখ্য জনপ্রিয় গানের মধ্যে আমার প্রিয় কিছু গান...
বাংলাদেশ, মা, বিজলী, দুঃখিনী দুঃখ করো না, ফুল নেবে না অশ্রু নেবে, নদী, দূর পাহাড়ে, অনন্যা, কবিতা, বাবা, তুমি জানলে না, ঠিক আছে বন্ধু, মনে পড়ে সুধাংশু, এমনো নিশীরাতে, দিল, সুলতানা বিবিয়ানা, পাখী উড়ে যা, এফিটাফ, পত্র দিও, বিবাগী, পথ, দেয়াল, শারাব, ঈশ্বর আছে, স্যার, পিয়ানো, কথা নয় মুখে মুখে, সারথী, বেদের মেয়ে জোছনা, সাদাকালো...

জেমসদাকে ভীষন ভালোবাসি। আমার ফিরে আসার গল্পে গুরুর প্রভাব আমার চিরটাকাল মনে থাকবে। ২০০৬ সাল থেকে আজ পর্যন্ত গুরুর অসংখ্য লাইভ দেখেছি... প্রতিবারেই পেয়েছি সেই প্রথম দিনের ফিল। গুরু তুমি শত বছর বাঁচো। আমি আরো হাজার-লক্ষবার তোমার গিটারের ব্লুজে, তোমার মাতাল সূরে নেশাগ্রস্থ হতে চাই। জয় গুরু।

পুনশ্চঃ ২ অক্টোবর গুরুর জন্মদিন ছিলো। লেখাটা ঐ দিনই পোস্ট করবো ভেবেছিলাম কিন্তু ঢাকার বাইরে থাকায় পারিনি।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:০৫

চ্যাং বলেছেন: জেমস - বাংলার কন্ঠশিল্পী কইলে সমইস্যা কি হইবো?

০৫ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:২২

আরাফাত হিমু বলেছেন: সমুইস্যা তেমুন কিছু না। আপ্নে যেমতে ভাইবা সুখ পান ভাবেন।

২| ০৫ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৫০

সাদী ফেরদৌস বলেছেন: বেশ ভালো লেগেছে পোস্ট , সত্যি জেমস রা প্রতিদিন জন্মান না ।

০৬ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:১৪

আরাফাত হিমু বলেছেন: অসীম ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.