নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আল্লাহ্‌ মহান

জি এম আশরাফুল

গীতিকার, বাংলাদেশ টেলিভিশন।

সকল পোস্টঃ

চল যায় মন গুরুমেলা

২০ শে এপ্রিল, ২০২০ সকাল ১১:৫৯

৪৮।
চল যায় মন গুরুমেলা,
গুরু মেলা কদম তলা
ব্রহ্মাণ্ড জুড়িয়া খেল।।

গুরু মেলা নয় সামান্য
রসিক জনা রসে ধন্য,
কারো পাপ কারো পূণ্য
যার যেমন কর্ম পালা।।

মেলায় কেহ করে...

মন্তব্য৬ টি রেটিং+০

৪৭। তারে ভাবিস না দুরে

১৯ শে এপ্রিল, ২০২০ বিকাল ৫:৫৮

৪৭।
তারে ভাবিসনে আর দুরে,
দয়াল মুর্শিদ আছেরে তোর
হৃদ মন্দিরের অন্তপুরে।।

যার ইচ্ছায় বিশ্ব সংসার
এক পলকে ঘুরে,
সে যে রে তোর অতি কাছে
মিছে খোঁজ দূরে দূরে।।
...

মন্তব্য৯ টি রেটিং+১

যুগের ভাও বুঝলি না মনা

২৭ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:৫৮

[৪৬]
যুগের ভাও বুঝলি না মনা -২
যুগ অবতার রহমত উল্লাহ্‌
ইমাম আলী হয় ঘোষণা ।।

এই যুগের আশে কত নবী
করে রে ক্রন্দনা
এক মাত্র ঈশা নবীর
কবুল হলো আরাধনা ।।

কত অলি আল্লাহ্‌ গাউস কুতুব
ভবে...

মন্তব্য৩ টি রেটিং+০

কে বেয়ে যাবি ভবের তরী

২৫ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:১২

[৪০]
কে বেয়ে যাবি ভবের তরী
আয়রে তোরা ছুটে আয়,
ভাবের তরী উজান চলে
রসিক নাইয়া বাইয়া যায় ।।

উত্তাল তরঙ্গ কাম সাগরে
অভাবিক সব ডুবে মরে
ডুবো যদি ভাবের ঘরে
কুল পাবে অকুল দরিয়ায় ।।

ভাবো যদি...

মন্তব্য৪ টি রেটিং+০

মনা মিছারে দুনিয়া

১২ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:৪৬

[৪৫]
মনা মিছারে দুনিয়া
এখন আছি তখন নাই
কেবা মরে কার লাগিয়া ।।

টাকা পয়সা সুন্দর নারী
থাকবে রে পড়িয়া
এক সেকেন্ডের নাই ভরসা
যেতে হবে সব ছাড়িয়া ।।

সঙ্গের সাথী কেউ হবে না
যাবে মাটিতে মিশিয়া
ভাই...

মন্তব্য২ টি রেটিং+০

মন পাখি তুই দিন থাকিতে

১১ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৪২

[৪৪]
মন পাখি তুই দিন থাকিতে
আল্লাহু আল্লাহু বল,
দিন গেলে তুই পরবি ফেরে
ফেলবি রে চোখের জল ।।

বেলা শেষে কাঁদলে পরে
তোর কাঁদনা শুনবে নারে
দিন কাটাইলি রঙ বাজারে
লাভ হলো না সব নিষ্ফল...

মন্তব্য২ টি রেটিং+০

মরণ কালে দেখবি রে তুই

০৯ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:৩৭

[৪৩]
মরণ কালে দেখবি রে তুই
কে আছে আপন
সঙ্গের সাথি কেউ হবে না
গুরু বন্ধু শেষ লগণ ।।

চিনলে না তুই সময় কালে
মিছে মায়ায় দুবে রইলে
অর্থ, দেহ, বিদ্যার বলে
অহংকারে ছিলে লিপ্ত মন ।।

কাঁদিলে আর...

মন্তব্য৭ টি রেটিং+১

মন তোর ঘুম ভাঙ্গল না

০৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৩৪

[৪২]
মন তোর ঘুম ভাঙ্গল না -২
সকাল বেলা হল সন্ধ্যা
একবার চেয়ে দেখনা ।।

ডুবে আছ ঘুমের ভিতর
ঘুম যখন ছুটবেরে তোর
বুঝবে তখন আপন আর পর
বুঝলে ফল আর হবে না ।।

স্বপনের ঐ রাজ সিংহাসন
ভবের...

মন্তব্য৩ টি রেটিং+০

মরণ মরণ কররে মন

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:১৬

[৪১]
মরণ মরণ কররে মন
মরণ নয় তোর শেষ ক্রিয়া
চুরাশি লাখেরই বাজার
মরতে হবে ঘুরিয়া ।।

মরলে যদি শেষ হয়ে যায়
ভয় আশা কেন মন আঙ্গিনায়
লোভ লালসা কর্ম ধারায়
ধর্ম গেছে ছাড়িয়া ।।

মামুষ মরলে আর...

মন্তব্য১ টি রেটিং+১

আমি জ্বলে পুড়ে হলাম হুতাশন

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১৬

[৩৯]
আমি জ্বলে পুড়ে হলাম হুতাশন
প্রাণ বন্ধুরে -
তুমি বিনে কে আছে আপন ।।

বন্ধুরে –
জন্ম হতে আজ অবধি
ভুল করেছি নিরবধি
কখন জানি হয় আমার মরণ ।
আমি পার হতে চাই ভব নদী
তাই তোমারে ডাকি...

মন্তব্য৬ টি রেটিং+০

তোমার জন্য হইলাম রে সংসারী

২০ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৪৪

[৩৮]
তোমার জন্য হইলাম রে সংসারী
মন আমারই -২ ।।

মনরে-
আসিয়া ভবের হাটে
আনন্দে অন্তর ফাটে
দেখে ভবের রঙ্গের কাচারি ।
এই রঙ্গে তোমার দিন যাবে না
দি থাকতে কর ভাবনা
বৃথা তোমার নকল জমিদারী ।।

মনরে-
একবার ভেবে দেখ
সঙ্গে...

মন্তব্য১০ টি রেটিং+২

মাওলাজীর লীলা বুঝা দায় রে

১৯ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৫৭

[৩৭]
মাওলাজীর লীলা বুঝা দায় রে
মাটির দুনিয়ায় -২ ।।

মনরে-
কেহ আছে ধনের আশে
কেহ ঘুরে পাগল বেশে
আবার কেহ বৃথা কাল কাটায় ।
কেহ হাসে কেহ কাঁদে
কেহ আছে মরণ ফাঁদে
কেহ ভাবে কি হবে উপায় ।।

মনরে-
কারো...

মন্তব্য৩ টি রেটিং+০

দুঃখ বলবো কাহার সাথে

১৯ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:২৬

[৩৬]
হাইরে দুঃখ বলবো কাহার সাথে
গুনার দিন যায় ফুরিরে
নফসের গোলামিতে ।।

মনরে-
আসল জেনে নকল করি
সুধা জেনে বিষ পান করি রে
ওরে অকালে তাই পড়ে মরি
আসা যাওয়ার পথে ।।

মনরে-
আপনাকে পর ভাবি সদা
আমার মত...

মন্তব্য২ টি রেটিং+০

বলি এখন শোনরে মন

১৪ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:০৪

[৩৫]
বলি এখন শোনরে মন
হবে যদি ভব পার
উজান বেলা ধর পাড়ি
নইলে গতি নাই তোমার ।।

ছাড় তুমি ভবের নেশা
সুন্দর নারই টাকা পয়সা
গড়ে তোল ভালবাসা
মুর্শিদ চরণ কর সার ।।

স্ত্রী পুত্র লয়ে...

মন্তব্য২ টি রেটিং+১

শান্তি শান্তি কররে মন- ফরিদ উদ্দিন আহাম্মদ চিশতী

১০ ই আগস্ট, ২০১৮ রাত ১১:০৯

[৩৪]
শান্তি শান্তি কররে মন
শান্তি কি কথায় মেলে,
পেতে হলে শান্তির ধারা
মিশগে রে শান্তির দলে ।।

শান্তি হয় ইসলাম নীতি
কর্ম হয় তার প্রেম প্রীতি
অমর হবে তারই স্মৃতি
মাটির মত খাঁটি গোলে ।।

মানলি না...

মন্তব্য৫ টি রেটিং+০

>> ›

full version

©somewhere in net ltd.