নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যোগ বিয়োগ

পারভেজ রশীদ মঙ্গল

সত্যানুসন্ধানী

সকল পোস্টঃ

মর্সিয়া

১৪ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৯

চাইবো না আর –
হাতের বাঁধন শক্ত করো
বেণীর বাঁধন আলগা করো
শিশির ধুয়া ফুলদানীতে কাজল চোখের মায়া পড়ুক,

বলবো না আর
ছায়া-হরিণ কেউ দেখেনা
মায়া মৃগের চরণ সেবায় সবুঝ সবুঝ কলা পাতা
আকাশ ভেঙ্গে...

মন্তব্য১ টি রেটিং+১

অমি-র দাদীর সেকাল একাল -০১ , ০২ ও ০৩

১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০৯

অমি-র দাদী পরতো খাদি মাখতো গায়ে কয়লা
ফর্সা হতো বদনখানি থাকতো না তায় ময়লা।

সন্ধ্যে হলে এখন যেমন পড়তে বসার তাড়া রোজ
তার সময়ে লেখা পড়ার কেঊ নিতো না এমন খোঁজ।

ঝুট-ঝামেলা অল্প ছিল,...

মন্তব্য১ টি রেটিং+০

একা থাকলেই দুজন হয়ে যাই, তার পর -------

০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১২

যখন সকলের মাঝে থাকি খুব একা একা লাগে
প্রচন্ড কোলাহল
মিছিলের সুর
মাইকের আওয়াজ
অনলবর্ষী বক্তৃতা
এসবের মধ্যেও পিন-পতন নীরবতা
আমাকে ফিরিয়ে আনে আর ক্রমাগত আগলাতে থাকে
যেমন ফিরিয়ে আনে চরের রাখাল
পাছে যদি খেয়ে ফেলে...

মন্তব্য১ টি রেটিং+০

না থাকার কদর

০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৫

হারিয়ে গেলে খুঁজে মরি
না হারালে হেলা
জীবন ভরে এমনি চলে
এই পৃথিবীর খেলা।

দাঁত থাকিতে দেয়না কেহ
দাঁতের সঠিক দাম
খুইয়ে সময় নুইয়ে জপি
আল্লাহ খোদা নাম।

সময় মতো একটি ফোঁড়ই
একশো ফোঁড়ের প্রভু
অসময়ে দশটি ফোঁড়ে
কাজ...

মন্তব্য২ টি রেটিং+১

তোমাকে যেভাবে দেখেছি

০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৪

রুপের গুণে চুন লেপেছো
রাতের রাণী চাঁদের গাঁয়
হাস্যে তোমার
লাস্যে তোমার
ভাবে তোমার - ভঙিমায়।

হাঁসির খোরাক হয়নি বাতাস
শিশির যেন ঝরছে ঘাম
প্রজাপতি ফুলে ফুলে
গেয়ে বেড়ায় তোমার নাম।

মন্তব্য০ টি রেটিং+০

প্রশ্নোত্তর

০৩ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৩৬

নিত্য ভোরে
মিষ্টি সুরে
যে পাখিটা ডাকতো
সে পাখিটার নামযে দোয়েল
নয়তো কোকিল কাকতো ।

তার কেনো আজ পাইনা দেখা
শুনি না তার শিস যে
খবর পেলাম মরছে খেয়ে
সষ্যে দেওয়া বিষ যে।

এই পাখিকে বাসতো ভাল
তোমার আমার খোকাটা
শস্যে...

মন্তব্য১১ টি রেটিং+১

অযতা দোষ দিয়ে লাভ নেই

০২ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৫৭

আমরা কথায় কথায় ভাল মানুষ হয়ে যাই
চাই মানুষ আমাকে ধুয়া তুলসীপাতা ভাবুক
শত শত মিথ্যে দিয়ে
একটি নিরেট সত্যকে
বেমালুম ঢেকে দেওয়ার চেষ্টায় রত থাকি
জানেন সেই নিরেট সত্যটি কী?
"মানুষ জন্মগতভাবেই...

মন্তব্য০ টি রেটিং+০

পরিবর্তন

০১ লা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৮

ভাঁজ করা সুখ উল্টে দেখি আজ
তার ভিতরে যত ছিল
সোনামূখী সূঁইয়ের কারুকাজ
সব লুঠেছে ঘেন্না ধরা কীটে
উইপোকারা করছে দখল
আমার ঘরের চাল থেকে মূল ভিটে।

মন্তব্য২ টি রেটিং+১

তোমরা তোমাদের মতই থাকো

০১ লা ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:১৬

শেফালী !
প্রতিশ্রুতি ভঙ্গ করে তুই কি আমায় ক্ষ্যাপালি?
সুমারে!
আমার ঘুমকে হারাম করে তুই আরামে ঘুমারে।
কল্পনা!
স্মৃতির ঝুড়ি মস্তবড় একেবারেই অল্প না।
কবিতা !
যেমনটি মোর প্রাণটা চাহে তুই কি মেয়ে হবি...

মন্তব্য০ টি রেটিং+০

লোকের কথা

০১ লা ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:১৯

কাগজের তরী আর
কাগজের ফুল
লোকে বলে এর মত
প্রেম আর ভালবাসা ভুল

আমি বলি মিছে কথা
শতভাগ মিছে
প্রেমটাই মিশে আছে
সৃষ্টির পিছে।

মন্তব্য৪ টি রেটিং+০

যাবি?

৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৪৮

যাবি?
নেই যেখানে থাকার মত জায়গা
বলার মত কথা
আছে কেবল
পাথরসম কঠিন নীরবতা
যাবি?
যেথায় গেলে কেবল শুধু তোকেই খুঁজে পাবি।

মন্তব্য৩ টি রেটিং+০

নেই বলে কিছূ নেই

৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:০৫

রাত যত বাড়তে থাকে ভোর ততই কাছে আসতে থাকে
শীত এলে বসন্তও আসি আসি করে
অমাবশ্যার আগমন পূর্ণিমাকেই প্রণতি জানায়
প্রতিটি অনুপস্থিতি কোনো না কোনো সরব উপস্থিতিকে ধারণ করে থাকে
এগুলো আমার নয়; রথী-মহারথীদের...

মন্তব্য০ টি রেটিং+০

নিছক সমীকরণ

৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৩০

তোমার প্রিয়ফুল সূর্যমুখী হলে তুমি - পরিবর্তনশীল
প্রিয়পাখি কোকিল হলে - তুমি মৌসুমী
প্রিয় রঙ সবুজ হলে - তুমি সহনীয়
প্রিয় নদী সুরমা হলে - তুমি শৈল্পিক
প্রিয় ক্ষণ ভোর হলে...

মন্তব্য৬ টি রেটিং+১

বর্তমানই পুষ্ট থাক

২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৫৯

জানতে হবে বেশি এবং মানতে হবে বেশি
যতই তোমার শক্ত থাকুক দেহের মাংসপেশী
জোর করেতো যায়না পাওয়া
চাওয়ার জিনিস যত
সকল জিনিস হয়কি কভু সবার মনের মত?
হাতের কাছের রক্তজবা
সে-ই তো ফুলের রাজা
তার পরশই নিত্য...

মন্তব্য০ টি রেটিং+০

সিলেটের আঞ্চলিক গান

২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:১৪

সিলেটী মা-বাবাদের একটি প্রবণতা হচ্ছে মেয়ে বিয়ের উপযুক্ত হতে না হতেই তাকে যত তাড়াতাড়ি পারা যায় ,পাত্রস্থ করা। এ ক্ষেত্রে পাত্র হিসেবে তারা প্রবাসী সিলেটীদের অগ্রাধিকার দিয়ে থাকেন। সিলেটের আঞ্চলিক...

মন্তব্য০ টি রেটিং+০

full version

©somewhere in net ltd.