নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১লা জানুয়ারিকে সাধারণত নতুন বছরের আগমনী দিন হিসেবে পালন করা হয়। বিগত বছরের সকল অন্যায়, অশান্তি, শত্রুতা ভূলে সবাই আবার নতুন বছরে নতূন করে তার জীবন টাকে সাজানোর পরিকল্পনা করে। অনেকটা বাংলা নববর্ষ হালখাতার মত পুরানো হিসাব বন্ধ করে নতুনের সূচনা। নাচ গান আনন্দের মধ্যে দিয়ে নতুন বছরকে বরন করে নেয়া যেমনটা ১লা বৈশাখে করা হয়। বর্তমান ক্যলেন্ডার কে বলা হয় Gregorian Calender কিন্তু এই ক্যালেন্ডারের মাস গুলোর নাম রাখা হয় বিভিন্ন ইংরেজি ও ল্যাটিন ভাষার শব্দ দিয়ে যেমন Month January অরিজিন Januarius Named after the god Janus. February অরিজিন Februarius Named after Februa, the purification festival. জানুয়ারি মাসের নাম একটা দেবতার নাম অনুসারে রাখা হলেও এর মানে এই দাঁড়ায় না যে এটা শুধু সেই দেবতার আরাধনার মাস, একই দিনে কারো জন্মদিন, কারো মৃত্যু দিন কারো বিবাহ হতে পারে এখন আপনি কোনটা মানবেন আপনার বিষয় তেমনি জানুয়ারি ১ শুধু সেই janus দেবতার আরাধনার দিন নয় বরং মুসলমান ও খ্রিস্টান ধর্মালম্বী দের জন্য গুরুত্ববহ ও ভাল একটা দিন। ইংরেজিতে একে বলা হয় Day of Circumcision of Christ অর্থাৎ যীশু খ্রীষ্টের (হযরত ঈসা) এর সুন্নত ও আনুষ্ঠানিকভাবে নাম করনের দিন।
১লা জানুয়ারিতে খ্রীষ্টিয়ান রা যে অনুষ্ঠান পালন করে থাকে ইংরেজিতে সেটাকে বলা হয় Feast of the Circumcision of Christ.
অর্থাৎ এই দিনে যীশু খ্রিষ্টের সুন্নত ও নাম করন করা হয়। তাঁর জন্মের পর অষ্টম দিন মোশীর (হযরত মুসা) এর বিধান মতে যীশু খ্রীষ্টের এই সুন্নত করা হয়। (পবিত্র বাইবেল/ইঞ্জিল শরীফ লুক ২ অধ্যায় আয়াত ২১) । যেহেতু ২৫শে ডিসেম্বর তাঁর জন্মদিন পালন করা হয় সেই হিসাবে ১লা জানুয়ারি অষ্টমদিন অর্থাৎ যীশু খ্রীষ্টের সুন্নত ও নাম করনের দিন।
আগেই বলেছি একই দিন বিভিন্ন লোকের কাছে বিভিন্ন গুরুত্ব বহন করে কারো জন্ম তো কারো আবার মৃত্যু। অনেকেই এই দিন টাকে খারাপ আখ্যা দেয় কিন্তু তারিখ কোন বিষয় না আপনি কি হিসেবে তারিখটা পালন করবেন সেটা আপনার উপর নির্ভর করে অন্য কারো উপর না। ১লা জানুয়ারি একটা নতুন বছরের শুরু অন্তত এটা সবার জন্যই সত্য তাই সব ভুলে বলতে চাই, সকলককে অগ্রীম শুভ নববর্ষ wish you all a very happy new year....
©somewhere in net ltd.