নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি উন্মাদ, আপনি কি স্বাভাবিক

ডেভিড গোমেজ

উন্মাদ

ডেভিড গোমেজ › বিস্তারিত পোস্টঃ

পিতামাতা যখন জানোয়ারের বাচ্চা

০৩ রা জানুয়ারি, ২০১৬ সকাল ৮:০৫


এসেছে নতুন শিশু তাকে ছেড়ে দিতে হবে স্থান কথাটা সবাই ই জানে কিন্তু সেই স্থানটা তার বসবাসের উপযোগী কিনা সেটার খেয়াল কত জনে করে? গরীবদের না হয় নুন আনতে পান্তা ফুরায় তাই নুন আনতে বললেও ঝগড়া হয় পান্তা ফুরালেও হয়। কিন্তু ধনীদের যেমন সে অভাব নেই তেমনি ঝগড়া অশান্তিরও অভাব নেই। মানছি অভাব থাকুক আআর নাই থাকুক একসাথে থাকতে গেলে টুকটাক অশান্তি হয়ে থাকে কিন্তু তার ফলে এই টুকটাকের জন্য এমন ভাষার ব্যবহার কেন এমন আচরন কেন যা সবে বুঝতে থাকা শিশুটিকে তাক লাগিয়ে দেয়। পিতা মাতা যদি একে অপরকে ইহার বাচ্চা তাহার বাচ্চা বলিয়া সম্ভোধন ই করবে তাহলে মানুষের বাচ্চা জন্ম দেওয়ার কি মানে?? সেগুলোর বাচ্চা জন্ম দিলেই তো হয়। মানুষ আর জানোয়ারের পার্থক্য যদি বাচ্চারা বাড়িতেই ভুলে যায় তবে ভবিষ্যতে সে কি করে মানুষ হবে???? আসলেই সকল সন্তানেরই পিতামাতা পাবার অধিকার আছে কিন্তু সকল পিতামাতার সন্তান পাবার অধিকার নাই।
আজকে যে শিশু জন্ম নিয়েছে আমরা তার জন্য একটি সাজানো বাগান চাই, ফুল দিয়ে সাজানো জানোয়ার দিয়ে নয়...

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৩ রা জানুয়ারি, ২০১৬ সকাল ৮:২৮

Juned Ahmed বলেছেন: Good a lot

২| ০৩ রা জানুয়ারি, ২০১৬ সকাল ১০:১৪

পারভেজ উদ্দিন হৃদয় বলেছেন: এটাইত বর্তমান গুনে ধরা সমাজের নিয়ম,

৩| ০৩ রা জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৪২

স্বপ্নীল পরান বলেছেন: কি আর বলব? আজকাল নিজের সন্তানকেও কু*** বাচ্চা, শু**** বাচ্চা বলতে ধিধা করে না। ওরা মনে হয় ভুলে যায় যে, গালিটা প্রকৃতপক্ষে কার উপর পড়ে............

৪| ০৩ রা জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৫

পিচ্চি হুজুর বলেছেন: আজকাল ট্যাকা থাকলেই ভাল বাপ-মা হওয়া যায়, নব্য যুগের আবাল বাপ মা রা ত তাই মনে করে। বাচ্চা বড় করে কাজের বুয়া এদের কাছ থেকে ভাল কিছু আশা করাই বোকামী।

৫| ০৩ রা জানুয়ারি, ২০১৬ সকাল ১১:০৮

আদম_ বলেছেন: তিতা কিন্তু সত্য।

৬| ০৩ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২১

সোজা সাপটা বলেছেন: খূব কষ্টের কিন্তু সত্য ।

৭| ০৩ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫১

আমি যাযাবর বলিছ বলেছেন: ভাই বর্তমানে মানুষের কাছে টাকা থাকলে তারা মানুষকে আর মানুষ মনে করে না।টাকার ঘরমে তাদের মেজাজের টেম্পারেচার এত বেশি থাকে যে তখন আশে পাশের মানুষ গুলোকেতারা মনে করে ল্যাবরেটরির ব্যাঙ ।

৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ২:২৪

রুদ্র জাহেদ বলেছেন:
লেখাটা ঠিক স্পষ্ট হলো না।কেমন যেন

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ২:৩১

ডেভিড গোমেজ বলেছেন: সন্তানের সামনে পিতামাতার বিকৃত শব্দ ব্যবহার করা, গালি দেওয়া, হাতাহাতি করার বিষয়ে লেখা.. যেহেতু মাতাপিতা কে নিয়ে লিখেছি তাই নিজেও একটু অস্পষ্ট রাখার চেষ্টা করেছি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.