![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
© দি ফ্লাইং ডাচম্যান এই ব্লগের সব লেখার সর্বসত্ত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যাতিত কোন লেখার সম্পুর্ণ অথবা অংশ বিশেষ পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন অথবা সম্পাদনা করে কোথাও প্রকাশ করা যাবে না।ফেবুঃ দি ফ্লাইং ডাচম্যান
আমার হাওয়াঘড়ির মরচে ধরা চাবি হারিয়ে গেছে, দম দেয়া হয়না বলে তার কাটাজোড়া আটকে গেছে অসীম সময়চক্রের একপ্রান্তে। নিরন্তর দুলে চলা পেন্ডুলামটির ছুটি হয়েছে বেশ কদিন হলো। তুই নেই বলে অনেকদিন হাসেনা বাগানের গ্লাডিওলাস। রোজসন্ধ্যায় জোনাকির অতর্কিত আক্রমণে দিশেহারাও হতে হয়না! আজকাল রাতগুলোকে ক্ষুরধার আগুণশলাকায় পুড়িয়ে বিক্ষত করে ভোরবিরেতে ঘুমাতে যাই। হঠাৎ কোনদিন মাঝদুপুরে ঘুম ভেঙ্গে গেলে লালচে চোখ কচলে রাস্তায় নামি। পুরনো চরাচর অপরিচিত লাগে! অচেনা পথ আর ভয়ঙ্কর রকমের নিস্তব্ধতা ছিড়ে ফেলার প্রয়াসে নগরের সবচেয়ে পুরনো পার্কে হাজির হই। কোনকালে এখানে একটা অ্যাম্ফিথিয়েটারও ছিলো। অদূরে পড়ে থাকা জাদুকরের পরিত্যক্ত পোশাক দেখে শিরদাঁড়ায় হিমবাহ বয়ে যায়। আমিতো সবসময় জাদুকরই হতে চেয়েছিলাম! পরক্ষণে ধুলো জমা কালো হাতমোজা থেকে টেনে বের করি সাদা হায়েনা, নাকি আমারই দ্বৈত সত্ত্বা। ভুলে যাওয়া ম্যাজিক ট্রিক মনে করে আকাশ কাঁপিয়ে হাসি। আমার হাসি অ্যাম্ফিথিয়েটারের অবশিষ্টাংশে ধ্বনিত হয়। প্রতিধ্বনি হয়ে ফিরে আসা হাসিটুকু আর চেনা যায় না, টুঁটি চেপে ধরা বাজপাখির আওয়াজের মত মিলিয়ে যায় হঠাৎ।
(নেপথ্যেঃ) লোকালয় ছেড়ে বিরানভূমিতে- অনেক সময় হারানো পথে- ওখানে কি পাবে সাত্ত্বিক মুক্তি? তোমার চেতনা দ্বিধান্বিত। অদ্ভুত তোমার দ্বৈত সত্ত্বা। অতীত অহংবোধ আর গর্ব বিচূর্ণ হোক দাম্ভিক আকাশে!
আলোর অসহ্য তীব্রতায় অথবা আঁধারের গাঢ় শীতলতায় বিলীন হতে হতে নিশ্চিহ্ন হয়ে যাবার আগে আমাকে জানতেই হবে, বোধ, ব্যাধি, রোগ, শোক সারানোর মন্ত্র। হাটতে হবে অনন্তকাল। জানতে হবে সব পথের উৎসস্থল।
জানতেই হবে!
(ড্রাফট)
২৮ শে জুলাই, ২০১৫ রাত ২:৪৬
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: অনন্ত বিষাদের দিকে অসীম পথ পাড়ি দিতে চাওয়া পরিযায়ী পাখিটার বিক্ষত বুক দেখে একবারের জন্যে হলেও এ্যাম্ফিথিয়েটারের লোকগুলো শোক পালন করুক। নো মোর ম্যাজিক ট্রিকস।
দারুণ বললেন কিন্তু ভাইয়া! যাক একেবারে দুর্বোধ্য তাহলে হয়নি!
শুভরাত!
২| ২৭ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:৫১
সুমন কর বলেছেন: বেশ ভালো লাগল।
২৮ শে জুলাই, ২০১৫ ভোর ৪:৩৮
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: ধন্যবাদ
৩| ২৭ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৪২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক দিন পর আপনার লিখা পড়লাম
২৮ শে জুলাই, ২০১৫ ভোর ৪:৩৮
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: জ্বি! আজকাল ব্লগ তেমন একটা নিয়মিত না।
ভালো আছেন তো?
৪| ২৭ শে জুলাই, ২০১৫ রাত ১০:৩৮
বোকা মানুষ বলতে চায় বলেছেন: শব্দালংকারে উচ্চমুল্যে বাঁধা লেখনী খুব খুব খবু ভালো লেগেছে। ++++++
ভালো লাগা জানিয়ে গেলাম লেখায়। ভালো থাকুন সবসময়, শুভকামনা রইল।
২৮ শে জুলাই, ২০১৫ ভোর ৪:৩৯
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: আপনার জন্যেও অনেক অনেক শুভকামনা
৫| ২৮ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:১০
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
দারুণ লেখণী।++্
২৯ শে জুলাই, ২০১৫ রাত ২:০৫
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: অনেক ধন্যবাদ ও শুভকামনা
৬| ২৯ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৩৬
মহামহোপাধ্যায় বলেছেন: অদূরে পড়ে থাকা জাদুকরের পরিত্যক্ত পোশাক দেখে শিরদাঁড়ায় হিমবাহ বয়ে যায়। আমিতো সবসময় জাদুকরই হতে চেয়েছিলাম! পরক্ষণে ধুলো জমা কালো হাতমোজা থেকে টেনে বের করি সাদা হায়েনা, নাকি আমারই দ্বৈত সত্ত্বা।
দারুণ লাগলো।
হ্যাপি আনড্রাফট
৩০ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:২৯
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: অনেক ধন্যবাদ ভালো আছেন তো?
৭| ৩০ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৪০
জেন রসি বলেছেন: (নেপথ্যেঃ) লোকালয় ছেড়ে বিরানভূমিতে- অনেক সময় হারানো পথে- ওখানে কি পাবে সাত্ত্বিক মুক্তি? তোমার চেতনা দ্বিধান্বিত। অদ্ভুত তোমার দ্বৈত সত্ত্বা। অতীত অহংবোধ আর গর্ব বিচূর্ণ হোক দাম্ভিক আকাশে!
মুক্তি কি চেতনার বিনাশ, নাকি অবিরাম খুঁজে চলা- অধরা কিছুর প্রতি আজন্ম আকর্ষণ!!
চমৎকার লাগলো।
+++
৩১ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:৪৪
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: মুক্তি কি চেতনার বিনাশ, নাকি অবিরাম খুঁজে চলা- অধরা কিছুর প্রতি আজন্ম আকর্ষণ!
ঠিক তাই
অনেক অনেক ধন্যবাদ! আমার ব্লগে স্বাগত।
৮| ৩১ শে জুলাই, ২০১৫ দুপুর ২:৫৩
মহামহোপাধ্যায় বলেছেন: এই তো আছি ভালো। আপনার কি খবর?? আপনাদের ব্লগে ফিরতে দেখলে দারুণ লাগে।
শুভেচ্ছা জানবেন
৩১ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:৪৫
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: কেটে যাচ্ছে দিন। এবার পুরোদমে না ফিরলেও আছি। মাঝে মাঝেই দেখবেন আশাকরি
শুভেচ্ছা ও শুভকামনা আপনার জন্যেও!
৯| ০৭ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:৪৬
জাহাঙ্গীর.আলম বলেছেন: বিষাদী সময়কে মহাকালের ঘোরঢোপে প্রশ্ন রাখা, নিজেকে ৷ বিষন্ন পাঠ ৷
১১ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৩৯
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: বেশ বলেছেন মনযোগী পাঠে কৃতজ্ঞতা!
©somewhere in net ltd.
১|
২৭ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:০৮
হাসান মাহবুব বলেছেন: অনন্ত বিষাদের দিকে অসীম পথ পাড়ি দিতে চাওয়া পরিযায়ী পাখিটার বিক্ষত বুক দেখে একবারের জন্যে হলেও এ্যাম্ফিথিয়েটারের লোকগুলো শোক পালন করুক। নো মোর ম্যাজিক ট্রিকস।
শুভেচ্ছা ইমরান।