![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
© দি ফ্লাইং ডাচম্যান এই ব্লগের সব লেখার সর্বসত্ত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যাতিত কোন লেখার সম্পুর্ণ অথবা অংশ বিশেষ পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন অথবা সম্পাদনা করে কোথাও প্রকাশ করা যাবে না।ফেবুঃ দি ফ্লাইং ডাচম্যান
যদি জিজ্ঞেস করি, মৃত্যুর রঙ কী? গাঢ় আশাবাদী রোদ, এখানে তোমার পাল্লা ভেড়াও। আলো ছড়াক শূন্যে থেমে যাওয়া অলটিমিটারের তেরছা কাটায়। এলোমেলো ছড়িয়ে থাকা গ্যাসমাস্ক গুলোয় আটকে আছে অনন্ত বিস্ময়। জানালায় আছড়ে পড়া প্রিয়মুখ গুলো- এখনো ইতস্তত হেটে বেড়াচ্ছে ইথারে।
এখানে আর কখনো সকাল হবেনা। বাতাসে একান্নটি ম্রিয়মাণ কন্ঠে উচ্চারিত হয়েছে সময়কে স্তব্ধ করে দেবার মন্ত্র। দেখো- বারুদের গন্ধ, দুমড়ে যাওয়া ধাতব স্পর্শ, অনাদী আর্তনাদ আর জমে থাকা লাল! এসব পেরিয়ে প্রিয়ন্ময়ী, তোমার নীলচে সাদা জামাটা পরে নিও- দৃষ্টি যেখানে ফিকে হয়ে আসে- স্বপ্নেরা ভুলে যায় পরিচিত চরাচর, রক্তাভ, দুর্দম শিখায় যখন ফুসফুসের বাতাস ফুরিয়ে আসে, নিয়তি অমোঘ জেনেও আমরা যখন সূর্য্যঘেরা একটা দিনের জন্যে প্রাণপণে নিজেদের সাথে স্নায়ুযুদ্ধে লিপ্ত হই, প্রিয়ন্ময়ী, তুমি পেছনে তাকিয়ো না। হেটে যেও হাতে নিয়ে প্রিয় সেই বেড়াল-বেলুন!
কী জানো- মৃত্যু আসলে হরেক রঙ এর! আমরা যখন মারা যাই, তখন ছবি হয়ে যাই। অসংখ্য রঙ এ জড়ানো রঙিন সব ছবি! বিচূর্ণ দাম্ভিক আকাশের শপথ- শোক, জরা বা বিষাদ তখন আমাদের স্পর্শ করেনা একরত্তি!
ডাচম্যান / মার্চ ২০১৮
সম্পুরকঃ প্রিয়ন্ময়ী
০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:০৮
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: সেদিন রাতে ঘুমাতে পারছিলাম না। ভোরের দিকে লেখা এটা
আপনার লেখনীতে মুগ্ধতা!
২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০২
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১৯
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: ধন্যবাদ! ভালো আছেন? আমার ব্লগে স্বাগত!
৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২১
শায়মা বলেছেন: আমার কাছে মৃত্যুর রঙ কালো কুঁচকুঁচে শয়তানের মত .......
০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২০
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: তাই আপুনি? আমার কাছে মৃত্যু একটা পোর্টালের মত। রেইনবোর মত অনেক রঙের আলো। এর মধ্যে দিয়ে আমরা পড়তেই থাকি, পড়তেই থাকি! পোর্টালের উল্টোপাশে কী আছে তা অবশ্য জানিনা!
৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫০
শায়মা বলেছেন: কি সর্বনাশ!!!
১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:১২
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: হাহাহা এই আরকি! হয়না মাঝেমধ্যে একটু ওরমসরম ভাবনা!
৫| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৪:৩৫
উদাসী স্বপ্ন বলেছেন: ও ম্যান! সম্পুরক পাতায় গিয়ে চোখে পানি আটকানো গেলো না! ও ম্যান!
১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:১২
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: আমি ক্যানো জানি ঘুমাতেই পারিনি সারারাত। কিছু চলে যাওয়া কোনভাবেই মেনে নেয়া যায়না!
৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:২৭
মলাসইলমুইনা বলেছেন: বহু বহু বছর আগে আপনি মনে হয় বিড়ালতমাম তোকে লিখেছিলেন ? তারপরতো বহু উড়াউড়ি করে আকাশের ঘরেই অদৃশ্য হয়ে থাকলেন |এখন মাটিতে বসত গড়ুন আর সেই লেখার আরো কয়েকটা পর্ব ঝটপট লিখে ফেলুন Iঅনেকদিন পরে কাউকে ব্লগে দেখলে স্বাগতম বলার প্রথা আছে কিনা জানি না |তবুও আপনাকে স্বাগতম I আমাদের উত্তম করুন |
১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৪০
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: আহা সেই বেড়ালতমা মনে রেখেছেন? চমৎকৃত হলাম! ভালোবাসা জানবেন!
আসলে উধাও হয়ে গিয়েছিলাম কিছু কারণে। মাঝে সামু ইউজার ইনফো আপডেট করলো। সবাইকে পাসওয়ার্ড রিসেট করতে হচ্ছিলো লোগো ইন করার জন্যে। আমার রিকভারী মেইল ছিলো রকেটমেইল সার্ভারে। ওরা তো সার্ভিস টাই বন্ধ করে দিয়েছে। পড়ে গেলাম বিপদে। তারপর ব্যক্তিগত নানা কাজে সেভাবে আর আইডি রিকভার করার উদ্যোগ নেয়া হয়নি। এবছর মডু আর ডেভুদের সহযোগিতায় প্রায় দেড় বছর পর আইডি ফিরে পেলাম, আর আপনাদের মাঝে ফিরলাম!
বেড়ালতমা সিরিজটা শেষ। ২ টো ছিলো। নতুন কিছু লিখবো অবশ্যই! ধন্যবাদ নাইমুল ভাই। সবসময় ভালো থাকবেন!
৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১৬
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: অন্যরকম একটা চিন্তা চেতনা খুঁজে পেলাম
১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৪১
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: ধন্যবাদ আপনাকে, মামুন ভাই। নতুন ভাবে ভেঙ্গেচুরে ভাবতে ভালো লাগে। আমার ব্লগে স্বাগত!
৮| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:১৪
শান্তির দেবদূত বলেছেন: জীবনের কোন একসময় মৃত্যু নিয়ে সবাই কম বেশি ভাবে, তবে তা স্বাধারণত চল্লিশের পর! তোমার এখনই এই চিন্তা কেন, ডাচম্যান? কিপ ফ্লাইং, ম্যান।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১৬
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: ভাবতে বাধ্য হতে হয় মাঝে মধ্যে ভাইয়া! এই লেখাটা ইউ এস বাংলা এয়ারলাইন্সের ঢাকা টু কাঠমান্ডুর বাংলা স্টার ২১১ ফ্লাইটকে ঘিরে, যেটা ত্রিভূবন এয়ারপোর্টে আছড়ে পড়ে বিদ্ধস্ত হয়েছিলো। এই ফ্লাইটে প্রিয়ন্ময়ী নামে ছোট্ট ফুটফুটে একটা শিশু ছিলো- বাকী ৫০ জনের সাথে যেও না ফেরার দেশে চলে গেছে।
প্রিয়ন্ময়ীর মাধ্যমে নিজেকেই প্রবোধ দিয়েছি। মৃত্যু হয়ত কঠিন কিছু নয়!
৯| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১৪
ফারিহা হোসেন প্রভা বলেছেন: বাহ! চমৎকার লিখেছেন স্যার আপনি।
আমি আপনার ব্লগে আজ প্রথম আসলাম,আপনার লিখাগুলো পড়ে আমি মুগ্ধ।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৩৮
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: স্যার! ওরে বাবা কী ভয়ঙ্কর! আমার ব্লগের বয়স হতে পারে আমি কিন্তু দাদুর বয়সী না! আর কস্মিনকালেও কাউকে পড়াইনি!
আমার ব্লগে স্বাগত! ধন্যবাদ পড়ার জন্যে! মুগ্ধ হয়েছেন যেনে খুবই আনন্দিত হয়েছি!
১০| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১৬
ফারিহা হোসেন প্রভা বলেছেন: আহহহ তাহলে আপনাকে কি বলে সম্বোধন করতে পারি?
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২৯
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: স্যার বাদে অন্য যেকোন কিছু!
১১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০৮
পুলক ঢালী বলেছেন: মৃত্যু অবধারিত কিন্তু অনাকাঙ্খিত মৃত্যু ভীষন ভীষন যন্ত্রনাদায়ক। মৃত্যুর কোন রং নেই। সুন্দর লিখছেন । ভাল থাকুন।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৩০
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: ধন্যবাদ ভাইয়া! আমার ব্লগ বাড়িতে স্বাগত!
১২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২৯
আরজু পনি বলেছেন: অদ্ভুত সুন্দর প্রকাশ!
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৯
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: অনেক ধন্যবাদ আপু। ভালো থাকুন সবসময়
©somewhere in net ltd.
১|
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১২
ক্লে ডল বলেছেন: সে স্মৃতি এখনো হৃদয়ের ব্যথাকে উসকে দেয়!!
পৃথুলা
কেউ আকাশ সমান স্বপ্ন দেখে
কেউ আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখে
আকাশ থেকে খসে পড়ার দুঃস্বপ্ন কেউ দেখে না।
মেয়েটির বাঘ পোষার স্বপ্ন ছিল।
কিন্তু ভেড়ালয়ে, বাঘ পোষা যে অপরাধ!