![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগের সব লেখার সর্বসত্ত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যাতিত কোন লেখার সম্পুর্ণ অথবা অংশ বিশেষ পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন অথবা সম্পাদনা করে কোথাও প্রকাশ করা যাবে না।
যে চোখে চোখ ফেলে মিটে যেত চোখের নেশা..
নিভে যেত মনের আগুন;
যে চোখের চাহনিতে প্রেমের ভাষা নামাত ফাগুন....
আজকে কেন বর্ষা নামে মানে না আর কোন বারণ?
কেন আজ এত হাজার জনের মাঝে...
যদি কেউ আসে তাই দুয়ার খুলেছি,
কেউ আসে না;
কান্না সাক্ষী এলোমেলো বাতাস..
দিয়ে গেছে কত দিন কেউ আসবে তার পূর্বাভাস।
তবু আসেনি।
আমি আর অপেক্ষা করিনা,
মেঘের মত নিরন্তর ছুটেছি বলাকা মন নিয়ে...
যদি কোন দিন...
কার জন্য গেল চলে এতকাল!
শঙ্খচিল হয়ে মন আকাশে মাতাল;
কার জন্য এত অপেক্ষা প্রহর হৃদয় কারাগারে..
কার জন্য এত আয়োজন সে কি তা জানে?
কার জন্য এখনও সকাল,
হয়ত বিকাল;
আমি চিরকাল ভার বয়ে নিয়ে...
হয়নি বলা আজও আছি তোমার প্রেমে..
যাচ্ছে আমার কোন রকম জীবনযাপন,
সন্ধি করে নিয়েছি আমার দুঃখগুলো,
তুমি নেই,তোমার দেয়া সব কিছুকেই আগলে আছি মনের মতন।
শুধু সেসব স্মৃতিগুলো আজও শানায়
হৃদয় কাটে...
হঠাৎ হঠাৎ ভীষণ রকম...
বড় নিঃসঙ্গ লাগে মাঝে মাঝেই,
পলাতকের মত পালিয়ে চলে যায় সময়..
দীর্ঘশ্বাসে ধুকে উঠে যে জীবন তার ভীতর,
কোন ছায়া নেই সেখানে
কেবল অপরাহ্নে নেমে আসে নিজের শরীরে নিজের পলক;
কেবল ভ্রান্ত হৃদয় গোলক ধাঁধাঁয়...
এক হাতে তুমি এক হাতে জীবনের ভার...
হাত বদল হয় বটে রক্ষা মেলে না তার।
ভারের ধার জীবন যাচ্ছে কেটে
তাই হাত দুটি যায় খেটে,
কখনও কখনও হয়ত কিছু পাওয়া
তার মাঝে বেঁচে থাকার আশা..
তুমিও...
কি হবে আর অর্থ খুঁজে গোপন কিছু থাকনা গোপনে..
গোপন ব্যথায় দেখা দেবে নানা কারণে।
হয়ত কোন বৃষ্টি সকাল হয়ে তুমি দেবে ভিজিয়ে.
রঙধনুকের নানা রঙে দেবে রাঙিয়ে,
হয়ত কিছু রাত খোয়াব তুমি এলে
তারার...
ভালবাসার মিছিল নিয়ে রাস্তা ধরে গেলে, তোর এখন আর ভাল লাগে না….
দেখা করতে ভাল লাগে না,
আমার কথা শুধুই প্যাঁচাল, কথায় কথায় ভাল লাগে না।
কি করি রে হৃদয় হারা বদ্ধ উন্মাদ...
সুখে থাক আর দুখেই
তুই যে পথে আমি সেই পথের পথিক
হৃদয় রচিত যাত্রায়,
অনাদিকাল অনন্ত প্রেম বুকে
আমি যুগে যুগে...
যদি ক্লান্ত হয়ে হয়ে পরি
রবির ছায়ায়...
যদি মৃত্যু আসে তবে কামনা করি
প্রেমের অভাবে যেন মৃত্যু...
তোমাকে নিয়েছি মনে তা মেনেই তো মরেছি....
কত রাত, কত গুদাম অন্ধকার, এ এক চতুর সময়ের সংসারে;
তাই তো সংসারের সঙ্গ পেয়েও আমি পাইনি।
আমি সময়ের অন্তরঙ্গ ভাবে তোমাকে ভাসিয়ে নিয়ে যাই, সেই...
যে চোখে চোখ ফেলে মিটে যেত চোখের নেশা..
নিভে যেত মনের আগুন;
যে চোখের চাহনিতে প্রেমের ভাষা নামাত ফাগুন....
আজকে কেন বর্ষা নামে মানে না আর কোন বারণ?
কেন আজ এত হাজার জনের মাঝে...
একটা সুনীল আকাশ আজ আমাদের,
একটি বৃক্ষের ছায়া,
অশান্ত নদী শান্ত দীঘির জল...
চোখের দশ দিক সবি...
এমন ছিল না যখন, তখন;যুদ্ধ ছিল
মৃত্যু ছিল,
অজস্র হৃদয় ছিল বিজয় হীন..
তোমাকে ভালবাসি বাক্যটিও ছিল না স্বাধীন..
যে সূর্য...
সৃষ্টির উন্মাদনায় মত্ত হলেই কি মুক্তি আসে!
মুক্তির ভীতরে যদি বিষাক্ত বাতাস ভেসে আসে..
তাতে মানচিত্র উড়লেই স্বাধীনতা উড়ে না।
ধীরে ধীরে জল বেড়েই প্লাবনের সৃষ্টি হয়,
বাঁধ ভেঙে শস্য নষ্ট হলে দেশের কি...
ডাক্তার বাবু;
অত্যন্তিক ভাল লাগার খবর পেয়েছি গতকাল-
আপনি এসেছেন।
দেখা হতেই পারত- হলেই হয়ত কবিতাটা বয়স পেত না।
বৃৃন্দাবনের তমাল বৃক্ষের তলে ছাদের ছায়ায় রাসের রসিক,
রসের স্রোতে বার বার ভেসেই যেত।
ভুলে যেত জীবন...
এগার বছর নয় মাস পর
তারিখ: ২৫-০৪-২০১৮;
সময়: সকাল- ১১.২৯- ১১.৫৪ মি:
এগার বছর নয় মাস পরে,
আবারও ফুটলো ফুল
বসন্ত এলো ফিরে;
এগার বছর নয় মাস পরে-
ঘরের মানুষ আবার এলো ঘরে।
নিত্যরথে নিত্যধরে কেবল করতে...
©somewhere in net ltd.