![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগের সব লেখার সর্বসত্ত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যাতিত কোন লেখার সম্পুর্ণ অথবা অংশ বিশেষ পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন অথবা সম্পাদনা করে কোথাও প্রকাশ করা যাবে না।
সেই কবেকার কচিপাতা রঙ
কুয়াশার হলদে নদী
ওপার মাটির মতন;
হৃদয়ের পাড়ে পড়ে -
শিমুলের ফুলে লাল।
অথবা মহাকাল কল্পিত-
কৃষ্ণচূড়ার বনে ঘুরে -
তোমাকে হঠাৎ পাওয়া
সময়ের রথচক্রে বাশির সুর;
বেদনায় ক্রন্দিত বেহালার-
বুক...
দিনের দুঃখ ভুলে যাওয়া দিনে আমি একদিন,
বনের পাতার সাথে দুলে গেছ-
খেলে গেছি জীবনের লুকোচুরি;
সূর্যের আলো মেখে জ্বলে,
যে যাইনি তা নয়-
বেশ ছিল তার ঝিকিমিকি।
তবু তো একদিন!
বাতাসের সাথে ফুলের মধ্যে...
যৌবন ছিল চোখে মুখে
ঠোঁট থেকে তীর্থ অভিমুখে,
তবু সমস্ত শরীর তোমাকে না পেয়ে -
কৃত্রিম মন নিয়ে স্ব-শরীরে বেঁচে আছে;
তাকে বুঝি ভালবাসা বলে।
ক্লিষ্ট যৌবন ক্ষুৎপিপাসায়
আদিগ্রন্থ থেকে,
তোমার স্বপক্ষে বার বার হতে চেয়েছিল...
যখন তুমি আমারি না,
এসো একদিন ---
রাতের আকাশে তারাদের সাথে-
জ্যোৎস্নালোকে ফুল হয়ে ফুটি সারারাত;
এক পৃথিবী চাঁদের বুকে-
দুই হৃদয়ের আহত দুঃখ --
চাঁদের পাহাড়ে চাঁদের গর্তে অংকিত হয়ে পড়ে থাক;
গ্রহ থেকে...
এ রঙ উৎসবে অন্তস্তল বিগড়ে গিয়েছে,
বাহারি রঙের আলো চোখের ভাগাড়ে হয়েছে দৃশ্যমান,
তোমার শাড়ীর রঙ;আমার অধিকারে নেই -
অধিকারের বাইরে তোমাকে দেখা রঙের ভীতর;
বিবর্ণ চোখের অপমৃত্যুই বলবো আমি।
অথচ একদিন ;
তুমি আর...
বুভুক্ষু আমি এক;
কত শত বার নরম রোদেলা সকাল খেয়েছি -
তপ্ত দুপুর, পড়ন্ত বিকেল,গোধূলির বুক;
সন্ধ্যা থেকে রাতের অন্ধকার নিয়ন আলো, রাতের শহর।
বিষন্ন সময় ধরে পৃথিবীর দুঃখ গিলে দেখেছি -
আসেনি একটিবার তৃপ্তির...
এক জীবনে তোমার অভাব জনম খেল,
চোখ কে দিলাম -
হৃদয় পাড়া খাঁ খাঁ হলো;
দুর্ভিক্ষের দুর্বিনীত থরথরানি আপাদমস্তক অধিকারে
প্রভাব ফেল।
অঙ্কুরিত দিবসগুলো জখম হয়ে
তোমার কাছে যায় না কেন?
অভাব নিয়ে আমার কাছেই ফিরে এলো।
ফিরে...
ভালবাসাহীন একটি পৃথিবী সূর্যের বুকে --
জোছনার ছায়ায় কাড়াকাড়ি মন;
ছায়াহীন হয়ে যায় যখন তখন।
অতঃপর পৃথিবীর পথে,
পথিকের বুকে আমি এক অগ্নি হৃদয়--
কত কথা কয়লা হয়ে যোগান জোগায়,
কত কথা মজুদ রেখেছে তার জিহ্বা...
নন্দিনী,
কত রাত ব্যথাভার
কত রাত কেঁদে যাই
তুমি বোঝনি.......
কত সরল কবিতা জটিল হয় আষাঢ় -
হয়ে গেছে তুমি ছুঁয়ে দ্যাখনি......
অথচ তুমিই মেঘ,
তুমিই জটিল কবিতার স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণের
সমাহারে সরল কবিতার
কবি মন......
অথচ...
সীমান্তে নোঙর আজও হল না গড়া,
জোড়া চোখ কাশবন খুঁজে ছিল যারে
পদ্মার ধারে;
জোড়া জোড়া চোখ চোরা নোঙরের পাড়ে ---
দিয়েছিল অভিশাপ বেদনায় বারে বারে।
চয়নিকা মন ক্ষণচরে ঘুরে ছিল
হৃদয় ছাউনী ফেলে ছায়াময় মনে,
তুমি...
চোখ টা দেবে চোখ জুড়াব
গোপন কিছু আত্মহারা হয়ে গেলে
পাল উড়াব-----
তোমার চোখে নোঙর গড়ে
কান্না মুছে কাজল হব।
চোখ টা দেবে ভীষন রকম
রাগের অনল যেমন জ্বলন
পাঁকা ফসল দারুন ফলন
যেমন চিতায় অগ্নি বরণ----
তোমার চোখেই...
কি লিখব সমুদ্রের বুকে--
ঢেউ কেবলি ভাঙনের শব্দঋণ,
চলি নতমস্তকে ---
ছিন্ন মস্তকে
কেবল সমাধি পৃথিবীর বুকে দুর্দিন।
যারা দেখে তারা পৃথিবীর বুকে
নিজ বুকে কবর খুড়ে ----
ঢেউ ফিরে আসে
সমতল সময়ে ;
কংকাল বুক কি কাছে আর...
একটাই পৃথিবী আমার,
একবার নয় বার বার চোখে মেখেছি তার রুপ....
হৃদয় দিয়েছি যতবার ---
নিঃশেষ করেছে আমার ভালবাসা
এই বাংলা, তার নারী মুখ।
কোথায় যাব আমি?
কোনখানে পাব তোমায় দেখার সুখ,
জনমে মরণ ভুলেছি ---
আমৃত্যু দিয়েছি...
©somewhere in net ltd.