![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার দেখা প্রথম মঞ্চনাটক হলো- কিনু কাহারের থেটার, দিনাজপুর নাট্য সাংস্কৃতিক ঐক্যজোটের প্রযোজিত। ইন্টারমিডিয়েটে দিনাজপুরে থাকার সুবাদে প্রথম মঞ্চনাটক দেখার সুযোগ হয়। এরপর দেখি উদীচীর প্রযোজনায় পায়ের আওয়াজ পাওয়া যায়। তবে যেসব নাটককে আমি আমার সেরাদের তালিকায় রাখছি তার প্রায় বেশিরভাগই দেখেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চ-এ। এই মঞ্চে আমার দেখা প্রথম নাটক হলো দেশ প্রযোজিত নাটক নিত্যপূরাণ, এরপর দেখি থিয়েটার আর্ট ইউনিটের নাটক কোর্ট মার্শাল, সোহরাব-রুস্তম (গ্রুপের নাম মনে নেই) এবং এরপর জাহাঙ্গীরনগর থিয়েটারের মানুষ; মানুষ একটি সাইন্স ফিকশন এবং আমার দেখা সেরা মঞ্চনাটকগুলোর একটি। মানুষ নাটকটি রচনা করেছেন জাভেদ মাহমুদ; মূলত এটি টিভি নাটক হিসেবে প্রদর্শিত হয়েছিল, মূল চরিত্রে ছিলেন- শহীদুজ্জামান সেলিম (জাহাঙ্গীরনগর থিয়েটারের প্রতিষ্ঠাতা সদস্য)। পরবর্তীতে তাঁর প্রেরণাতে এবং নির্দেশক আশেকুল ইসলাম প্রবালের অক্লান্ত পরিশ্রমে এই নাটকটির মঞ্চায়ন হয়। উল্লেখ্য যে, এই নাটকটি দেখার পর থিয়েটারে কাজ করার ঝোঁক চাপে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী সংগঠন জাহাঙ্গীরনগর থিয়েটারে যোগ দিই।
বিশ্ববিদ্যালয়ে ৫বছর পড়াকালীন সময় প্রায় ৪০-৫০টি মঞ্চনাটক দেখার এক অপূর্ব অভিজ্ঞতা হয়। তবে এসময় কিছু বস্তাপঁচা নাটকও যে দেখিনি তা নয়, যেমন- লোকনাট্য দলের কঞ্জুস (যদিও এটি বাংলাদেশের সর্বাধিক মঞ্চায়িত নাটক)! এই নাটকটি আমি পুরোটা দেখে শেষ পারিনি।
আমার দেখা সেরা মঞ্চনাটকগুলো:
১. কইন্যা - প্রাচ্যনাট
২. মানুষ - জাহাঙ্গীরনগর থিয়েটার
৩. নিত্যপূরাণ - দেশ
৪. কোর্ট মার্শাল - থিয়েটার আর্ট ইউনিট
৫. চে’র সাইকেল - বাংলা থিয়েটার
৬. সময়ের প্রয়োজনে - থিয়েটার আর্ট ইউনিট
৭. নিমজ্জন - ঢাকা থিয়েটার
৮. দ্য লেসন - সেন্টার ফর এশিয়ান থিয়েটার (সি.এ.টি)
৯. গোলাপজান - থিয়েটার আর্ট ইউনিট
১০. রাঢ়াং - আরণ্যক।
এছাড়াও প্রাচ্যনাটের কিছু পথনাটক ভাল লেগেছে।
সবচেয়ে পঁচা, বিরক্তিকর এবং খারাপ লেগেছে যেগুলো:
১. কঞ্জুস - লোক নাট্য দল
২. মৃচ্ছকটিক - নাগরিক নাট্যাঙ্গন অনসাম্বল
৩. প্রজাপতি - (গ্রুপের নাম মনে করতে পারছি না)
(এছাড়াও আরো কিছু নাম আছে এইমুহূর্তে যেগুলো মনে করতে
পারছি না)
২১ শে অক্টোবর, ২০০৯ দুপুর ২:৩৩
ফয়সাল রকি বলেছেন: সার্কাস সার্কাস মুক্ত মঞ্চেই দেখছি। ধন্যবাদ আপনাকে।
২| ২১ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৪১
দাউদ রনি বলেছেন:
হুম্ । নাট্যেকেন্দ্রের 'আরজ চরিতামৃত' তালিকায় আসতে পারতো। এটা কেন বাদ পড়লো বুঝতে পারছি না। অসাধারণ নাটক।
তালিকায় আরো যোগ করতে পারতেন যেগুলো, বা না দেখে থাকলে দেখতে পারেন।
১. সঙক্রান্তি [আরণ্যক]
২. লোহা [দেশ নাটক]
৩. সাত ঘাটের কানাকড়ি [থিয়েটার নাটক সরণি]
৪. মার্চেন্ট অব ভেনিস [ঢাকা থিয়েটার]
৫. বিচ্ছু (কমেডি) [নাট্যেন্দ্র]
৬. বনফাংশুল [ঢাকা থিয়েটার]
৮. কোপের্নিকের ক্যাপ্টেন [নাগরিক নাট্য সম্প্রদায়]
৯. রাজা [সিএটি]
১০. উরুভঙ্গম [সিএটি]
১১. সাদি সিরাজের পালা [থিয়েটার নাটক সরণি]
১২. পীরচাঁন [সিএটি]
১৩. দ্য লেসন [সিএটি]
১৪. যৈবতি কন্যার মন [ঢাকা থিয়েটার]
১৫. নূরলদীনের সারাজীবন [নাগরিক নাট্যসম্প্রদায়]
২১ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৪৩
ফয়সাল রকি বলেছেন: আপনার লিস্টের অনেকগুলো নাটকই আমার অদেখা, আর যেহেতু আমার দেখাগুলোকেই কেবল লিস্টে রেখেছি, তাই...। তবে অবশ্যই দেখার চেষ্টায় থাকবো। ভাল কিছু নাম দেবার জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২১ শে অক্টোবর, ২০০৯ দুপুর ২:৩০
হুনার মন্দ বলেছেন: এই লিস্টে সার্কাস সার্কাসও যোগ করতে পারেন। এইটা আমি পরেও দেখছি..এক্সপেরিমেন্টাল'এ...কিন্তু ক্যাম্পাসের শো'র মতো কোনটাই হয় নাই! মুক্তমঞ্চ আসলেই একটা ব্যাপার!