নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চূড়ান্ত রকম ফাঁকিবাজ একজন মানুষ আমি!

ফয়সাল রকি

Know thyself.

ফয়সাল রকি › বিস্তারিত পোস্টঃ

বিচ্ছিন্ন কথামালা

০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:১৪


শহুরে বৃষ্টি:
বাইরে আকাশের অবস্থা দেখে বোঝার কোনো উপায় নেই সকাল-দুপুর না সন্ধ্যা, কারণ বাইরে এখন বৃষ্টি হবে! প্রচন্ড শব্দ নিয়ে একটু পরপর বাজ পড়ছে কাছে-দূরে আর চারদিক প্রায় অন্ধকার হয়ে এসেছে! এমতাবস্থায় ঘড়ির দিকে না তাকিয়ে আপনি কিন্তু বলতে পারবেন না কয়টা বাজে! ঠিক এমন সময় আপনার মনে হতে পারে, ছোটবেলায় এরকম বৃষ্টিতে ঘন্টার পর ঘন্টা ফুটবল খেলতাম কিংবা আমের দিনে আম কুড়াতাম! নষ্টালজিক হয়ে যাবেন তখন আপনি, মনে হতে থাকবে একের পর এক ঘটনাবলী! যদি অফিসে থাকেন তাহলে কাজে মন বসবে না, আর যদি বাসায় থাকেন তাহলে হয়তো সিদ্ধান্ত নিয়ে ফেলবেন, আজ বৃষ্টিতে ভিজবোই! এদিকে শহুরে বৃষ্টি শুরু হবার নাম গন্ধ নেই। দু'এক ফোঁটা বৃষ্টি পড়ে কিনা তার ঠিক নেই কিন্তু মেঘেদের ডাকাডাকিতে বাসার ছোট-ছোট বাচ্চাগুলোর কান্নাকাটি শুরু হবার যোগাড়। এসময়টাতে আবারো ফিরে যেতে পারেন অতীতে; ফেলে আসা দিনগুলোর মজার স্মৃতিগুলো হাতড়িয়ে বেড়ানো যেতে পারে। মনে হতে পারে, আসলেই কি শহুরে জীবন আমাদের যান্ত্রিক বানিয়ে ফেলেছে নাকি আমরা আরেকটু ভাল ভাবে বাঁচবো বলে এমন হয়ে গেছি যে, বেঁচে থাকার অর্থটাই ভুলে গেছি! যাই হোক এরকম একটা সময় দেখবেন বাইরের অন্ধকারটা মিলিয়ে যাচ্ছে, সকাল-দুপুর কিংবা সন্ধ্যার অনুমানটা এখন খুব বেশি দূরে নয়। বৃষ্টি তেমন একটা হলো না এবারো! তখন আপনার মনে হবে, যতগর্জে তত বর্ষে না। অতপর: খানিকক্ষন পরে কাপড় চোপড় হাতে নিয়ে ছোট বদ্ধ একটা ঘরে গিয়ে বৃষ্টির অনুভূতি পাবার জন্য শাওয়ারটা ছেড়ে নিচে দাঁড়িয়ে পড়তে পারেন, যদিও গোসলের সময় সাধারণত আপনি বালতি আর মগই ব্যবহার করেন।

লিফট সমাচার:
লিফট একটা আজব জায়গা। সেখানে পাচ মিনিট আটকা পড়লে আপনার মনে হবে পাচ ঘন্টা আটকা পড়েছেন! আর যদি অফিসের লিফটে আটকা পড়েন এবং লিফটের জনসংখ্যা ১২/১৪ জন হয়, তাহলে অবশ্যই আপনাকে এমন একটা ভাব নিতে হবে যেন, 'লিফটে আটকা পড়াটা খুবই স্বাভাবিক একটা ঘটনা... ভয়ের কিছু নেই...আমি তো দিনে ২/৩ বার লিফটে আটকা পড়ি...' যদিও ভেতরে ভেতরে আপনার অবস্থা কাহিল! দেখবেন, অন্যদেরও একই অবস্থা। ভেতরে ভেতরে অনেকে হয়তো দোয়া-দরুদ পড়া শুরু করেছে। আপনিও মনে মনে দোয়া পড়া শুরু করতে পারেন। যদি খুব ভয় লাগে, তাহলে এ সময় কথা না বলাই শ্রেয়; অন্যথায় পরিচিত দুই-এক জনের সাথে হাসি হাসি মুখে অভয়বাণী শেয়ার করতে পারেন, অনেকটা এই টাইপের যে, 'আরে আমাদের লিফটগুলোর বয়স ২৫ বছর হলেও এগুলো অত্যন্ত আধুনিক লিফট! দড়ি ছিড়ে গেলেও একেবারে নিচে পড়বেন না, ইমার্জেন্সী ব্রেক আছে না!'
অত:পর পাচ/ছয় ঘন্টা.... থুরি.... পাচ/ছয় মিনিট অপেক্ষার পর যদি দেখেন কেউ দয়াপরবেশ হয়ে বাইরে থেকে 'মাস্টার-কি' দিয়ে দরজাটি খুলে দিচ্ছে তখন যেন তাড়াহুড়ো করবেন না। ধীরে সুস্থে সবার শেষে বেড়িয়ে আসুন, কেননা, দরজা একবার যখন খুলেছে তখন আসলেই কিংবা সত্যি সত্যি ভয় পাবার কিছু নেই! এবং যথারীতি বাকীপথটুকু হেটে নিজের ডেস্কে বসে ঢকঢক করে ২/৩ গ্লাস পানি পান করুন। তারপর অন্যদের সাথে আপনার লিফটে আটকে পড়ার ভয়ংকর কাহিনীটা শোনান। কাহিনী ভয়ংকর বানানোর স্বার্থে অনেক কিছু যোগ করতে পারেন, যেমন, লিফটে দুই আপা ছিল। তারা তো রীতি মত কান্না শুরু করেছেন! .... একে তো লিফট বন্ধ তার উপর আবার লাইটটাও নিভে গেল..... ইত্যাদি ইত্যাদি!
এবং পরবর্তীবার লিফটে উঠার সময় পর্যাপ্ত পরিমাণ সাহস সঞ্চয় করুন নতুবা ১০/১২ তলা পর্যন্ত হেটেই উঠুন!


এসি সমাচার:
প্রচন্ড গরমে অতিষ্ঠ হয়ে এসি কিনতে গেলেন... গিয়ে দেখলেন অনেক লম্বা লাইন... ৭ দিনের আগে ডেলিভারী দিতে পারবে না... তারপর অনেক অনুরোধ করে ৪ দিনের মাথায় একটা ডেলিভারী ডেট পেলেন... ৪ দিনের মাথায় যখন লোকজন এসে এসি লাগিয়ে দিয়ে টেস্ট করে চলে গেল তারপরেই টানা ৫ ঘন্টার লোডশেডিং, অতঃপর মুষলধারে বৃষ্টি.... তখন কি আপনার মনে হবে না, ”এসিটা এবার না কিনলেও পারতাম???

ছবি: গুগলমামা।

মন্তব্য ৪৭ টি রেটিং +১২/-০

মন্তব্য (৪৭) মন্তব্য লিখুন

১| ০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:২৪

শায়মা বলেছেন: ভাইয়া যাই বলো তাই বলো আমি লিফটে আটকা পড়তে চাইনা!:(

আমি তাই মাঝে মাঝে কষ্ট করে হলেও ৫/৬ তলা উঠে পড়ি এক দৌড়ে!!!!!!

কিন্তু উঠার পরেই বুঝি মৃত্যু অতীব সন্নিকটে।:(

আবার অবশ্য বাঁচি। কিন্তু আমার লিফটো ফোবিয়া কাটেনা!:(

০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৩০

ফয়সাল রকি বলেছেন: আটকা পড়া থেকেই এই লেখা!
লিফটো ফোবিয়া আমারো আছে কিন্তু কিছু করার নাই... অফিস দশতলায়! তার উপর আবার পুরান বিল্ডিং হওয়ায় প্রতিটা ফ্লোরের উচ্চতা বেশি... মোটামুটি হেঁটে উঠলে ১২ তলা উঠতে হয়! :(
ভেবে দেখেন, সর্বোচ্চ কত তলা পর্যন্ত হেঁটে উঠতে পারবেন?

২| ০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৩০

গেম চেঞ্জার বলেছেন: আপনার মনে হতে পারে, ছোটবেলায় এরকম বৃষ্টিতে ঘন্টার পর ঘন্টা ফুটবল খেলতাম কিংবা আমের দিনে আম কুড়াতাম! নষ্টালজিক হয়ে যাবেন তখন আপনি, মনে হতে থাকবে একের পর এক ঘটনাবলী! যদি অফিসে থাকেন তাহলে কাজে মন বসবে না, আর যদি বাসায় থাকেন তাহলে হয়তো সিদ্ধান্ত নিয়ে ফেলবেন, আজ বৃষ্টিতে ভিজবোই!

পুরাই ঠিক কথা! কিন্তু... :| :(

লিফটের কাহিনী পড়ে আমাদের আগের বাসার কথা মনে হয়ে গেল। ৩-৪ বছর আগে থাকতাম ঐ বাসায়। মাঝে মাঝেই লিফট আটকে যাওয়ার খবর শুনতাম। আমাদের পরিবারের মধ্যে কেবল একজনই আটকা পড়েছিলেন। ভাগ্যগুণে আমি পড়ি নি কোনদিন। কিন্তু একদিন...... :| :|

যাইহোক, আপনার পোস্টে আশার মধ্যে অনাকাংখিত বিড়ম্বনার ব্যাপারটা ভালরকমই উঠে এসেছে। :) ভাল লাগলো পোস্টটি!

০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৩২

ফয়সাল রকি বলেছেন: কতদিন যে বৃষ্টিতে ভিজে ফুটবল খেলা হয় না! আপনার মতোই একটা কিন্তু মন খারাপ করিয়ে দেয়।
আর লিফট একটা আজব জায়গা। ভয় পাই।
ধন্যবাদ গেম চেঞ্জার ভাই।

৩| ০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:০৮

রিপি বলেছেন:
ছোট বেলায় বৃষ্টির দিনে আম কুড়ানোটা খুব মিস করছি আপনার এি লেখা পড়ে। সেইসময় বৃষ্টি দেখলে মাথা নস্ত হয়ে যেত। ভিজতেই হবে যত বকাই খাইনা কেন।

লিফট ফোবিয়া আগে ছিল একন নেই। ১০/১২ তালা সিঁড়ি দিয়ে উঠার চেয়ে লিফটে আটকে থাকাও ভালো। /:)

পড়তে খুব ভালো লেগেছে আপনার লেখা।

০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৫১

ফয়সাল রকি বলেছেন: জীবন আসলে এমনই... যা অতীত হয়ে গেছে তা খুব মনে পড়ে! এই যে এখন ব্লগাচ্ছেন, ২/৪ বছর পরে হয়তো এই সময়টাকেই মনে করবেন....
তবে শহুরে বৃষ্টি আমার বড়ই অপ্রিয়.. :(

৪| ০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৫৯

রিপি বলেছেন:
হুম শুনেছি শহরের বৃষ্টির মধ্যে সীসার পরিমান বেশী। তাছাড়া ধুলো, বালি, বিষাক্ত গ্যাস তো মিশে আছেই !! :-B

হ্যা ঠিক বলেছেন..

জীবন আসলে এমনই... যা অতীত হয়ে গেছে তা খুব মনে পড়ে!

০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ১:১০

ফয়সাল রকি বলেছেন: গ্রামে যেতে চাই... কিন্তু হয় না :(
আবার শহুর ছাড়তেও মঞ্চায় না :#)

৫| ০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ১:১৬

রিপি বলেছেন:
আহরে! তাহলে আর কি করা .... বসে বসে শহরের অপ্রিয় বৃষ্টি দেখতে থাকেন... সাথে স্মৃতি আওড়াতে থাকেন তারপর লিখে ফেলুন আমাদের জন্য দারুন দারুন সব গল্প। :#)

০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ১:২৩

ফয়সাল রকি বলেছেন: এগুলো কিন্তু গল্প ছিল না, ফেসবুক স্ট্যাটাস! ২০১৩ সালের আজকের দিনে লিফটে আটকা পড়ে এই স্ট্যাটাস দিছলাম! আজকে অনদিসডে-তে দেখালো, তখন বাকি ২টা খুঁজে সামুতে পোস্ট দিলাম আরকি।
তবে যেহেতু আপাতত শহুরে জীবন ত্যাগ করতে পারছি না, আর ইদানিং হাতেও খানিকটা সময় আছে কাজেই চেষ্টা করবো নতুন কিছু লিখে ফেলার....

৬| ০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ১:১৯

রিপি বলেছেন:

ছাতা দিয়ে গেলাম। ছাতা মাথায় দিয়ে শহরের অপ্রিয় বৃষ্টি দেখতে অনেক সুবিধা।

০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ১:২৪

ফয়সাল রকি বলেছেন: ধন্যবাদ..... B-)

৭| ০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৪৩

হাসান মাহবুব বলেছেন: নাগরিক রোমান্টিসিজম আর বিড়ম্বনার চেনা গল্প। ভালো লাগলো।

লিফটে একবার আটকা পড়সিলাম। ১৫ মিনিটের মত। ভালোই ভয় পাইসিলাম।

বৃষ্টিতে ভিজতে খুব পছন্দ করি। তবে অফিস যাবার সময় না। ফেরার সময়। খুব দায়ে না পড়লে ছাতা ব্যবহার করি না।

শুভেচ্ছা।

১০ ই এপ্রিল, ২০১৬ রাত ১:১৬

ফয়সাল রকি বলেছেন: ১৫ মিনিট? কেমনে কী? ৩/৪ মিনিটেই তো আমাদের অবস্থা খারাপ হয়ে গেছলো!!!

রিপি বলেছেন:
হুম শুনেছি শহরের বৃষ্টির মধ্যে সীসার পরিমান বেশী। তাছাড়া ধুলো, বালি, বিষাক্ত গ্যাস তো মিশে আছেই !! :-B
---কাজেই বৃষ্টিতে বেশি না ভেজাই ভাল... আবহাওয়া ভাল না...

৮| ০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৫০

রাজসোহান বলেছেন: দারুণ। খুব পরিচিত এবং স্বাভাবিক ঘটনা নিয়ে কি সুন্দর লিখে ফেললেন। বৃষ্টিতে ভিজতে বিরক্ত লাগে এখন, যখন রোমান্টিক ছিলাম তখন ভিজতাম /:)

লিফটে আটকা পড়ার অভিজ্ঞতা হয় নাই এখনও। আর এসি সব জায়গায় ফ্রি পাইছি :P

১০ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৪৯

ফয়সাল রকি বলেছেন: এসি সব জায়গায় ফ্রি পাইলেন! ভাগ্য বটে!!! B-)

৯| ০৯ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১৫

সায়ান তানভি বলেছেন: রস রচনা হিসেবে চমৎকার।

১০ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫৪

ফয়সাল রকি বলেছেন: ধন্যবাদ সায়ান তানভি ভাই।

১০| ০৯ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০০

ইমরান নিলয় বলেছেন: অনুভূতির বাজার যেন। সুন্দর।

১০ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০৫

ফয়সাল রকি বলেছেন: হা হা হা... ভাল বলেছেন। ধন্যবাদ ইমরান নিলয় ভাই।

১১| ০৯ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৪৩

আরণ্যক রাখাল বলেছেন: সুন্দর লেখা। উপভোগ করছিলাম বেশ ;)

১০ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৪৫

ফয়সাল রকি বলেছেন: হুম.. আরেকটু বেশি হলে ভাল হতো তাই না?
ধন্যবাদ পড়ার জন্য।

১২| ০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:০৩

দিশেহারা রাজপুত্র বলেছেন:

লিফটে আটকা পড়ি নাই। তবে একধরণের ভীতি কাজ করে।

বৃষ্টির ব্যাপারটায় সেইম ফিলিংস।

১০ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৫১

ফয়সাল রকি বলেছেন: ;) ;) ;)

১৩| ০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৪০

নীলপরি বলেছেন: পুরো লেখাটাই ভালো লেগেছে । লিফট সমাচারটা বেশী ভালো লেগেছে ।

১০ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৪৭

ফয়সাল রকি বলেছেন: লিফটে আটকা পড়েই এই লেখা আর কি।
ধন্যবাদ নীলপরি।

১৪| ১০ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:০৭

আমিই মিসির আলী বলেছেন: প্রচন্ড গরমে অতিষ্ঠ হয়ে এসি কিনতে গেলেন... গিয়ে দেখলেন অনেক লম্বা লাইন... ৭ দিনের আগে ডেলিভারী দিতে পারবে না... তারপর অনেক অনুরোধ করে ৪ দিনের মাথায় একটা ডেলিভারী ডেট পেলেন... ৪ দিনের মাথায় যখন লোকজন এসে এসি লাগিয়ে দিয়ে টেস্ট করে চলে গেল তারপরেই টানা ৫ ঘন্টার লোডশেডিং, অতঃপর মুষলধারে বৃষ্টি.... তখন কি আপনার মনে হবে না, ”এসিটা এবার না কিনলেও পারতাম??? =p~

মজা পাইলাম বস।
+

১১ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:০৭

ফয়সাল রকি বলেছেন: আমার মত কিছু অভাগার সাথে এমনটাই হয়... :(

১৫| ১০ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৪৫

জুন বলেছেন: ঝড়ে আম কুড়ানোর কথা পরে সত্যি নষ্টালজিক হয়ে পড়লাম। জীবনের এই সময়টির জন্য সত্যি বড্ড আফসোস হয়। কি যান্ত্রিক জীবনে বর্তমানে বসবাস।
আর লিফটে আটকে পড়ার কথাতো দু:স্বপ্নেও ভাবি না। ব্যংককে একবার স্কাই ট্রেন থামিয়ে রেখেছিল ৫মিনিট ট্রেন পাস দেয়ার জন্য। তাতেই আমি ঘেমে গিয়েছিলাম ভয়ে।
অনেক অনেক ভালোলাগা রইলো আপনার লেখায় ফয়সাল রকি।
+

১১ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:০৮

ফয়সাল রকি বলেছেন: আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

১৬| ১০ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:২০

কথাকথিকেথিকথন বলেছেন: ভাবনা গুলো ভালো লেগেছে । লিফটে আঁটকা এখনো পড়ি নাই তাই বলতে পারছি না অভিজ্ঞতা কেমন হবে !! এসি কেনার ব্যপারটা নাহয় এখন থাক !!

১১ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:১০

ফয়সাল রকি বলেছেন: আটকা পড়েন ২/১ বার, অভিজ্ঞতা থাকা ভালো। ক'দিন আগে আমার কাজিনের কন্যা (ফোর/ফাইভে পড়ে) বাসার লিফটে একঘন্টার জন্য আটকা পড়েছিল এবং একা! জেনারেটর নষ্ট ছিল এবং কোনো কারণে বাইরে থেকে খোলা যাচ্ছিলো না লিফটটা! পরে ইলেকট্রিসিটি আসার পরে তাকে বের করা হয়। সাহসী আর ঠান্ডা স্বভাবের পিচ্চি... খুব একটা ভয় পায়নি... :|
ধন্যবাদ মন্তব্যের জন্য।

১৭| ১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:১০

প্রামানিক বলেছেন: আপনার লেখা পড়ে জীবনের অনেক কথায় মনে পড়ছে। খুব ভাল লাগল। ধন্যবাদ

১২ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৩৬

ফয়সাল রকি বলেছেন: জীবনের বিভিন্ন পর্বগুলো আলাদা আলাদা... এক পর্ব শেষ করে আরেক পর্বে যাওয়া মাত্রই আগের পর্বগুলো আমাদের নষ্টালজিক করে দেয়। খুব বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করে আমারো কিন্তু হয় না।
মন্তব্যের জন্য ধন্যবাদ প্রামানিক ভাই।

১৮| ১২ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫৪

সামিয়া বলেছেন: হাহাহাহা জোস

১২ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০৪

ফয়সাল রকি বলেছেন: আমার ব্লগে স্বাগতম।
মন্তব্যের জন্য ধন্যবাদ।

১৯| ১২ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৩৯

মির্জা বাড়ির বউড়া বলেছেন: আসেন দেখেন ব্লগের সবচেয়ে পুরান নাটকের পুন:প্রচার। শরণার্থী নিকে ব্যাপক ল্যাদানির পরও মনমত সাড়া না পাওয়ায় অগ্নিসারথি গতকালকে নিজেই খুলেন বেলের শরবত নামে এক ইচিং ব্লগিং ক্যারেক্টার, তারপর সারাব্লগ ভাসিয়ে দেন নিজেই নিজেকে গালি দিয়ে কমেন্ট করে যেন মানুষের সহানুভূতি আদায় করে ভোট পাওয়া যায়। নিজের গোমর নিজেই গভীর রাতে ভুলে ফাঁস করে ফেলেন পোস্ট দিয়ে যে তিনি ববস.কমে জিতে চাকরি ছেড়ে রেসিডেন্ট ব্লগার হতে চান এই ব্লগের। মারহাবা।

১৩ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:১০

ফয়সাল রকি বলেছেন: সমস্যাটা বুঝলাম না :(

২০| ১৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:১৭

ফারিহা নোভা বলেছেন: হি হি হি দারুণ :)

১৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২২

ফয়সাল রকি বলেছেন: ধন্যবাদ B-)

২১| ১৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১৮

কল্লোল আবেদীন বলেছেন:






পুরো লেখাটাই ভালো লেগেছে ।

১৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৫১

ফয়সাল রকি বলেছেন: ধন্যবাদ কল্লোল আবেদীন ভাই।

২২| ২১ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪১

এহসান সাবির বলেছেন: দেরিতে হলেও বাংলা নববর্ষের শুভেচ্ছা রইল। :)

২১ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:২১

ফয়সাল রকি বলেছেন: আপনিও নববর্ষের শুভেচ্ছা জানবেন। ধন্যবাদ।

২৩| ২১ শে মে, ২০১৬ সকাল ১১:০০

রুদ্র জাহেদ বলেছেন: আমার লিফটে আটকে পড়ার অভিজ্ঞতা নেই।মজার লেখা

৩১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৩৪

ফয়সাল রকি বলেছেন: ধন্যবাদ রুদ্র জাহেদ ভাই। লিফটে আটকা না পড়াই ভাল... স্বস্তিদায়ক না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.