নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চূড়ান্ত রকম ফাঁকিবাজ একজন মানুষ আমি!

ফয়সাল রকি

Know thyself.

ফয়সাল রকি › বিস্তারিত পোস্টঃ

বিচ্ছিন্ন কথামালা-২

২৪ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:০০



ডিএসএলআর
সেবার একটা বোনাস পেয়ে আমার কলিগরা যখন আলমারী-খাট ইত্যাদি ইত্যাদি প্রয়োজনীয় বস্তু কিনছিল আমি তখন সাহস করে একটা ক্যামেরা কিনলাম। জানিনা বাসায় গিয়ে বউয়ের কী রুদ্র মূর্তিটাই না আজ দেখতে হয়! খুব বেশি হলে বাসা থেকে বের করে দেবে আজকের মতো! উনি সাধারণত বাজে খরচ পছন্দ করেন না, তবে জামা-শাড়ি-গয়না এগুলো কিন্তু বাজে খরচের মধ্যে পড়ে না; আর অন্যদিকে একটা ক্যামেরা কেনার জন্য আমি যে বাসনা এতদিন পোষন করে রেখেছিলাম, তা সেদিন প্রস্ফুটিত হলো। অনেক সাহস সঞ্চয় করার চেষ্টা করে অবশেষে দুরুদুরু বুকে বাসায় গিয়ে আমার বউকে ক্যামেরার ব্যাগ দেখিয়ে বললাম, দুপুরের খাবার নেবার জন্য একটা ব্যাগ কিনেছি দেখো তো কেমন?
সে হাতে না নিয়েই বললো, ভাল হয়েছে। তোমাকে কতদিন ধরে একটা ব্যাগ কিনতে বলি, কিনো না।
- এই যে আজকে কিনলাম!
- ভাল হয়েছে। হাত মুখ ধুয়ে আসো চা করি।
বললাম, খাবার নেবার জন্য যে নতুন বাটি কিনছি সেটা দেখবে না?
- বাটিও কিনছো। বের করো দেখি।
বাটি বের করতে গিয়ে একটা ডিএসএলআর বের করলাম দেখে আমার বউ চোখ বড় বড় করে খাটে বসা অবস্থা থেকে লাফিয়ে উঠে বললো, ইয়া আল্লাহ! এইটা তুমি কি করছো! ক্যামেরা কিনছো?
- হুম
- কেন?
..... পরের অংশটা পুরাই ইতিহাস.... B-)) B-)) B-))
ইতিহাসের কোনো কিছুই উল্লেখ করতে চাই না, শুধু তার তোলা প্রথম ছবিটার বর্ণনা দিতে চাই। ছবির সাবজেক্ট আমি যেখানে আমার গলা থেকে ভূঁড়ি অবধি কিছু অংশ দেখা যায়!


আপনি কি Clash of Clans খেলেন?
সাবধান, CoC সমাজটাকে ধ্বংস করে দিচ্ছে! ডেসটিনি টাইপ গেম একটা! যেদিকেই তাকাই, যাদের কথাই শুনি শুধু CoC আর CoC.. :( কেমনে কী? বাসে-রিক্সায়-রাস্তাঘাটে, পড়ার টেবিলে, বন্ধুদের আড্ডায়, খেলার মাঠে, স্টেডিয়ামের গ্যালারীতে সবখানেই একই চিত্র। কথা নেই বার্তা নেই, ইন্টারনেট বা ওয়াইফাইটা চালু করে দিয়ে চলছে CoC খেলা! কত সময় যে নষ্ট হচ্ছে মানুষের, তারা কিছুই বুঝতে পারতেছে না। সিগারেটের মতো একটা নেশা ধরে যাচ্ছে, একবার শুরু করলে আর ছাড়তে পারছেনা কেউ সহজে। এক বন্ধু একবার ফেসবুকে বলেছিল, যারা টাউন হল ৭ বা ৮ অবস্থায় খেলা ছেড়ে দেয় তারা নাকি মানুষও খুন করতে পারে!!! আমি বলি, এভাবে চলতে থাকলে সৃজনশীলতা নষ্ট হতে হতে এক সময় মানুষ.... এক সময় মানুষ... এক সময় মানুষ ....... (আর লিখতে পারতেছি না, সৃজনশীলতা নষ্ট হয়ে যাচ্ছে! CoC তে টাউন হল ৮, এক্সপি ৯০ আর HayDay খেলা বাদ দিছি মাস ছয়েক হবে... এখন অপেক্ষায় আছি কবে CoC খেলা বোরিং লাগবে আর খেলা বাদ দিবো... :#) আমার কাছে অনেক ভিলেজ/ওয়ার বেজ এর মডেল ডাউনলোড করা আছে, কারো লাগলে আওয়াজ দিয়েন )



আফটার শক
অনেকের মতোই ভূমিকম্প ব্যাপারটা আমার কাছেও ভীতিকর। যেহেতু ভূমিকম্পের খবর আগাম দেবার বা পাবার কোনো প্রযুক্তি এখনো আবিষ্কৃত হয়নি কাজেই আমার মতো দুর্বলচিত্তের মানুষের জন্য পৃথিবীর যে কোনো প্রান্তের ভূমিকম্পের খবরই ভীতিকর। ইদানিং নেপাল, ভারত বা মিয়ানমারে যে ভূমিকম্প হবার ফলে আমার শহর যে ঝাঁকুনি খেলো তাতেই তো আমার অবস্থা কাহিল। এখন যে বাসায় ভাড়া থাকছি তাতে নির্মাণগত কারণে হোক বা অন্য যে কোনো কারণেই হোক ভূমিকম্পের ঝাঁকুনিটা একটু কম লাগে। আর তাছাড়া আমার চামড়া একটু মোটা! নেপালের ভয়াবহ ভূমিকম্পের প্রথম ঝাঁকুনির সময় আমার শহরেও যথেষ্ট অনুভূত হয়েছিল, কিন্তু কোনো এক অজ্ঞাত কারনে আমি তা বুঝতে পারিনি। বুঝতে যে পারিনি একথা বলায় এক বন্ধু বললো, যে আজকে ভূমিকম্প টের পায়নি তার মতো অভাগা আর একটাও নাই! বুঝলাম না, ভূমিকম্প বুঝতে না পারায় অভাগা হলাম কেমনে!

যাই হোক, ভূমিকম্পের চেয়েও বড় সমস্যা হলো, আফটারশক! ভূমিকম্প তো হঠাৎ করেই হয়ে যায়, কিন্তু আফটারশক তো বলে-কয়ে আসে! একটা বড় ভূমিকম্পের পরে কয়েকটা ছোট/বড় আফটার শক হতে পারে, কাজেই একটা ভূমিকম্প হবার পরে ভয়টা আরো বেড়ে যায়। আর আফটার শক ভীতিতে টয়লেট তো রীতিমত একটা ভয়ঙ্কর জায়গা। আমার মতো যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে তারা হয়তো জেনে থাকবেন, টয়লেটে কী পরিমাণ সময় ব্যয় করতে হয়! সেবার ভূমিকম্পের আঁচ পেয়ে যখন আফটারশকের অপেক্ষা করছিলাম তখন কয়েকদিন খুব ভয়ে ভয়ে থাকলাম। তারপর এক সন্ধ্যায় অফিস থেকে ফিরে টয়লেটে ঢুকেছি প্রাকৃতিক কাজ কর্ম সেরে একটা গোসল দেবো বলে; কমোডে বসে আনমনা হয়ে কিছু একটা ভাবছি, টাকা পয়সার হিসাব মেলাচ্ছিলাম হয়তো, এমন সময় শরীরটা মনে হয় দুলে উঠলো। প্রচন্ড গরমে সারাদিন এখানে সেখানে ছুটোছুটি করে শরীর দুর্বল তাই এমনটা হলো বলে ভাবলাম, পরক্ষণেই বালতির দিকে তাকালাম! যদিও বাসায় পানির সমস্যা হয় না তবুও এক বালতি পানি সবসময় ভরা থাকে। বালতির পানি অলস ভঙ্গিতে নড়ছে! সর্বনাস! তাহলে ভূমিকম্পের কবলে পড়লাম! কিন্তু এখন তো দৌড়ে বের হতে পারবো না, তাহলে ভূমিকম্প থেকে বাঁচলেও সমাজ গ্রহণ করবে না। অন্তত কিছুটা সময় তো ব্যয় করতেই হবে। উত্তেজনা টের পাচ্ছি নিজের মধ্যে। কিন্তু এমন পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখা বেশী জরুরী। বাসায় এই মুহুর্তে কেউ নেই, কাজেই আপাতত নিজেকে নিয়ে ভাবলেই চলবে। সামাজিক হবার জন্য কিছুটা সময় যখন ব্যয় করতেই হবে এর মধ্যে ভূমিকম্পের আরেকটা ঝাঁকুনি না এলেই হয়। তাকিয়ে রইলাম বালতির পানির দিকে একদৃষ্টিতে, অন্যদিকে সমানে কাজ চালাচ্ছি। নাহ, পানি আর তেমন নড়ছে না। কিন্তু রিস্ক তো নেয়া যাবে না। ছোটঘর থেকে বের হয়েই প্রথমে মানিব্যাগ, মোবাইল আর বাসার চাবি নিতে হবে টেবিলের উপর থেকে, তারপর একটা শার্ট নিয়ে সোজা বাসার বাইরে দৌড় দিতে হবে। আচ্ছা সার্টিফিকেট গুলো কি নেবো সঙ্গে? শুকনা খাবার? চিড়া? আর কি কি নেয়া যায়? ওহ হো, চুলায় ভাত বসিয়েছি, গ্যাসের চুলা বন্ধ করতে হবে। বীনুকে একটা ফোন করা দরকার, ওদিকে ভূমিকম্পের কী অবস্থা জানতে হবে। নাহ, পানি আর নড়ছে না, এদিকে আমারো কাজ শেষ প্রায়। কমোড থেকে উঠে দাঁড়াতে যাব এমন সময় দেখলাম, শাওয়ার থেকে একটা ফোঁটা পানি টুপ করে পড়লো বালতিতে আর বালতির পানিতে ঢেউ খেলে গেল একটা! তারমানে, আগেরবারও কি বালতির পানিতে আফটার শকটা এসেছে শাওয়ারের টুপ পিছলে পড়া পানি থেকে?

ফটো: গুগলমামা

মন্তব্য ৬৮ টি রেটিং +১০/-০

মন্তব্য (৬৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:১৭

কল্লোল পথিক বলেছেন:




সুন্দর লিখেছেন।

২৪ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫০

ফয়সাল রকি বলেছেন: ধন্যবাদ কল্লোল পথিক ভাই।

২| ২৪ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৩১

রৌদবালক মামুন বলেছেন: ভালো লিখেছেন ।
:)

২৪ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫০

ফয়সাল রকি বলেছেন: ধন্যবাদ রৌদবালক মামুন ভাই।

৩| ২৪ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৩৪

আমি ভাল মানুষ বলেছেন: লেখা পড়ে খুব মজা পেলাম। +

২৪ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫০

ফয়সাল রকি বলেছেন: আমি ভাল মানুষ ভাই ধন্যবাদ।

৪| ২৪ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪৪

স্টিভ অস্টিন বলেছেন: 10 years ago we used to say that Bangladesh has more poets than crows. now a days, i believe we have more dslr camera holders than poets :P

২৪ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪৯

ফয়সাল রকি বলেছেন: অস্টিন ভাই, কী সৌভাগ্য আপনার, ১ ঘন্টাও হয়নি নিকের বয়স, এর মধ্যেই ৩টা মন্তব্য করে ফেলেছেন.... কোনো পোষ্ট তো করেনই নি! অথচ আমরা যখন সাইনআপ করেছি তখন দীর্ঘদিন পর্যন্ত কমেন্ট করতে পারিনি, প্রথম পাতায় লেখা যায় নি... আহা রে.. কী দিন ছিল সেগুলো!!!

৫| ২৪ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫৬

স্টিভ অস্টিন বলেছেন: dont feel jealous ;) i am sorry if i hurt you by my comments. you can delete also.

২৪ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:০৯

ফয়সাল রকি বলেছেন: না না ভাই... ডিলিট করতে চাই না।
আর একটা ব্যাপার হলো, এখন নতুন নিকগুলোর সমস্যা হলো, এরা শুধু ফ্লাডিং করে... উদ্দেশ্য ব্লগিং না, ফ্লাডিং।
আপনি বাংলায় টাইপ করার চেষ্টা করুন, বাংলা ব্লগে ইংরেজি দেখতে ভাল লাগে না।

৬| ২৪ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৪৭

হাসান মাহবুব বলেছেন: ডিএসএলআর নাই, কক খেলিনা, ভালাচি।

ভূমিকম্পের লেক্ষাটা চিন্তা উদ্রেককারী। ইজ্জতের সাথে মরতেও দিবো না! X(

২৪ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৫১

ফয়সাল রকি বলেছেন: হামা ভাই... ডিজিটাল ক্যামেরা কেনার থেকে আর অল্প কিছু টাকা যোগ করে ডিএসএলআর কেনা যুক্তিযুক্ত মনে হয়েছে, যদিও আমি অটো মুডে ছবি তুলি... এর বেশি পারি না ;) আর কক খেলার নেশাটা ছাড়া খুব জরুরী মনে হচ্ছে ইদানিং।
ইজ্জতের সাথে মরতেও দিবো না!-- হে হে হে
ধন্যবাদ মন্তব্যের জন্য।

৭| ২৪ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:০৫

কালনী নদী বলেছেন: মক্ষিকা থেকে সাবধানে থেকো নারী
যে কোনো সময় ঘটে যেতে পারে মহা কেলেংকারি।

২৪ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:১৭

ফয়সাল রকি বলেছেন: কপি পেস্ট থেকে বিরত থাকুন.... :P
তবুও মন্তব্যের জন্য ধন্যবাদ।

৮| ২৪ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৩২

এহসান সাবির বলেছেন: ডিএসএলআর না , CoC খেলি না কিন্তু টাউন হল ১১ B-)) , ট্যাবে আছে।

২৪ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৪৫

ফয়সাল রকি বলেছেন: ১১! তারপরেও খেলা বাদ দিছেন?

৯| ২৪ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৫৩

এহসান সাবির বলেছেন: হ্যা... তবে আপডেট চলে... কখনও কখনও ওরা ওয়্যারে নেয়, ম্যাক্স লেভেল ট্রুপস রিকু দেয় আমার নাম দিয়ে, সময় পেলে কুক করে দেই, না হলে না........

২৪ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০৪

ফয়সাল রকি বলেছেন: হুম... আমিও অপেক্ষায় আছি কবে খেলাটা বোর লাগবে। মাঝে মাঝে বিরক্ত লাগে...
ভালকথা, আপনার ক্ল্যানের নাম কি? লেভেল কত?

১০| ২৪ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:১৩

এহসান সাবির বলেছেন: ব্রাজিলের একটা ক্লানে ছিলাম লং টাইম, আমার ওটা খুব প্রিয় ছিল, ওরা নিজেরাই ভাগ হয়ে যেয়ে ক্লানটা নষ্ট করে ফেলে। এখন যেটায় এসেছি ওটা 'বাংলাদেশ' পোলাপানদের ক্লান।

EHsan Sabir
#9GGC8Q2J

আমার লেভেল কত ১১৩, খেল্লে মনে হয় ২০০ পার হয়ে যেত, লোল!

২৪ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:২৩

ফয়সাল রকি বলেছেন: হ্যাশ ট্যাগ সার্চ করে পেলাম না। :(
#2Q0UG9GGV

১১| ২৪ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩০

এহসান সাবির বলেছেন: এটা দিয়ে দেখুন তো প্লিজ।
#8QYPJURC

২৪ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩৬

ফয়সাল রকি বলেছেন: সিরাম বস... পাইছি B-))
কত দিন ধরে খেলেন আপনি?
আমি তো প্রায় ৯/১০ মাস ধরে খেলছি, তারপরেও টাউনহল-৮! :(( :((

১২| ২৪ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৪৫

সাথিয়া বলেছেন: ভুমিকম্প ব্যাপারটা ভয়ানক

২৪ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৫৪

ফয়সাল রকি বলেছেন: ভূমিকম্পের পরের সময়টা আসলেই অনেক ভয়ে ভয়ে কাটে....
ধন্যবাদ মন্তব্যের জন্য।

১৩| ২৪ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৫৭

এহসান সাবির বলেছেন: আমি তো খেলিই না ৯/১০ মাস..!! আমি এ্যকটিভ প্লেয়ার না।

আপনার ক্লান কোনটা?

হাই লেভেল ট্রুপস আছে আমার কাছে B-)

২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:৩৮

ফয়সাল রকি বলেছেন: #YV20YJLC এটা আমাদের ক্লান, এখানে আমাকে পাবেন রক নামে।

১৪| ২৪ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:২৪

সুমন কর বলেছেন: দুই পড়ি নাই। কারণ খেলি না। বাকি দুটো ভালো হয়েছে।

২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:০১

ফয়সাল রকি বলেছেন: বাকী দুটো ভাল লেগেছে শুনে ভাল লাগলো।
ধন্যবাদ সুমন কর ভাই।

১৫| ২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৪৪

আহমেদ জী এস বলেছেন: ফয়সাল রকি ,



বিচ্ছিন্ন কথামালায় বিচ্ছিন্ন ভাবেই প্রথমটি ভালো লাগলো । +

২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:০৩

ফয়সাল রকি বলেছেন: ধন্যবাদ আহমেদ জী এস ভাই।
সব অনুভূতিগুলোই আসলে একান্ত নিজের।
ভাল থাকবেন।

১৬| ২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:০২

রিপি বলেছেন:
হা হা । চমৎকার। এক আর তিন পড়ে হাসতে হাসতে শেষ। দুই এর ব্যাপারে কিছু বলবোনা। আমি আর এই খেলার কথা মনে করতে চাইনা। :#)

২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:১৩

ফয়সাল রকি বলেছেন: আমি আর এই খেলার কথা মনে করতে চাইনা। :#)
কেন? খুব খারাপ অভিজ্ঞতা আছে নাকি?

১৭| ২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:১৮

খায়রুল আহসান বলেছেন: দ্বিতীয় লেখাটার বিষয়বস্তুর ব্যাপারে আগ্রহী নই, কারণ বিষয়টি সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ (এবং তা হবারই কথা)।
প্রথম আর তৃ্তীয় "বিচ্ছিন্ন কথামালা" পড়ে বেশ মজা পেলাম।

২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:১২

ফয়সাল রকি বলেছেন: বাকী দুটে পড়ার জন্য ধন্যবাদ খায়রুল আহসান ভাই।

১৮| ২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:০৩

রাজসোহান বলেছেন: আমি সব জানতাম B-))

২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:১১

ফয়সাল রকি বলেছেন: খ্যাক খ্যাক খ্যাক....

১৯| ২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:২২

রিপি বলেছেন:
এক বন্ধু একবার ফেসবুকে বলেছিল, যারা টাউন হল ৭ বা ৮ অবস্থায় খেলা ছেড়ে দেয় তারা নাকি মানুষও খুন করতে পারে!!

কথা কিন্তু সত্য। B-))

২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:৪৩

ফয়সাল রকি বলেছেন: হা হা হা.....
রিপি আপু মনে করে কোনো এক আপুরে ফেবুতে ম্যাসেজ দিছলাম কয়েকদিন আগে.... সেটা কি আপনি ছিলেন?

২০| ২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:৪৯

রিপি বলেছেন: না পাইনি। আল্লাই জানে কাকে দিসেন। :P

২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ১:০০

ফয়সাল রকি বলেছেন: এখনো ঝাড়ি খাইনাই, এ্ইটা মনে হয় আমার সৌভাগ্য....
ব্যাপারনা... বেটার লাক নেক্সট টাইম... B-))

২১| ২৫ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:৪১

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: হা..হা...হা....
ভূমিকম্পের সময় আমি একটা বিল্ডিংয়ের চার তলায় ছিলাম। ভূমিকম্পে শুরু হতেই এক দৌড়ে নিচে। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হলো জীবনে প্রথম অনুভব করলাম যে, চারতলার সিঁড়িও কখনো কখনো চার কিলোমিটার হতে পারে!!

২৫ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৩০

ফয়সাল রকি বলেছেন: চারতলার সিঁড়িও কখনো কখনো চার কিলোমিটার হতে পারে!! ঘটনা সত্য।
তবে এসময় মাথা ঠান্ডা রাখাটা বেশি জরুরী এবং তাড়াহুড়ো না করে বরং ধীরে সুস্থে নিরাপদ আশ্রয় নেয়া নিতে হবে।
ধন্যবাদ মন্তব্যের জন্য।

২২| ২৫ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:২৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ভুমিকম্পের থেকে বাঁচার কোন কার্যকর উপায় আছে বলে আমার জানা নেই, অবশ্য ভুমিকম্প যদি সেইরকম মাত্রায় হয়।

আপনার পোস্টটি ভালো লাগলো। ধন্যবাদ।

২৫ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫৭

ফয়সাল রকি বলেছেন: আমার মনে হয় ভূমিকম্পের ব্যাপারটা পুরাটাই ভাগ্য নির্ভর।
তবে তারপরেও সতর্কতা আমাদের ক্ষয়ক্ষতির পরিমাণ কমাতে পারে।
ধন্যবাদ মন্তব্যের জন্য।

২৩| ২৫ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৩৮

জুন বলেছেন: ১ম কথামালা । রোম থেকে কনফারেন্স সেরে কাধে একটা ডিএস এল আর ঝুলিয়ে পতি দেবতার আগমন । জানিয়ে দিল এবার আর কারো জন্য কিছু নয় শুধু এই ক্যামেরা :|
২ নং কথামালা । ছেলে যতটুকু সময় পায় ততক্ষনি ক্ল্যাশ ওফ কিং :(
৩ নং কথামালা ঃ আমি সারাক্ষন সব কিছু দোলার অনুভুতি পাচ্ছি । এমন কি এখনও মনে হচ্ছে আমার চেয়ার নড়ছে :P
খুব খুব ভালোলাগলো আপনার বিচ্ছিন্ন কথামালা । দোয়া করবেন ভুমিকম্প হলে প্রথম ধাক্কাতেই যেন মারা যাই । স্ল্যবের নীচে চাপা পড়ে ধুকে ধুকে মরতে চাই না /:)
+

২৫ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫৯

ফয়সাল রকি বলেছেন: ধন্যবাদ জুন আপু।
আমাদের অনেকের ক্ষেত্রেই কমন কিছু ঘটনা ঘটে আসে B-)

দোয়া করবেন ভুমিকম্প হলে প্রথম ধাক্কাতেই যেন মারা যাই । স্ল্যবের নীচে চাপা পড়ে ধুকে ধুকে মরতে চাই না /:)
আমি দোয়া করি যেন ভয়ঙ্কর রকমের ভূমিকম্পের কবলে আপনি, আমি বা আমরা না পড়ি।
ভাল থাকবেন।

২৪| ২৫ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৪৭

জনৈক অচম ভুত বলেছেন: ভুমিকম্প মাত্রই বিপদ। সেটা সাড়ে সাত মাত্রার ঝাকানাকা টাইপই হোক কিংবা লেভেল ফোরের আর্থকোয়াক স্পেল। এইসব টেনশনে আজকাল চোখে সর্ষেফুল থেকে শুরু করে ডিএসএলআর, কোনকিছুই দেখা বাকী থাকছে না আর আমার। :-<

২৫ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:০৩

ফয়সাল রকি বলেছেন: হে হে হে... চোখে সর্ষেফুল থেকে শুরু করে ডিএসএলআর, কোনকিছুই দেখা বাকী থাকছে না আর আমার.. ভাল বলেছেন।
ভূমিকম্প নিয়ে আসলে মজা করতে চাই না, কিন্তু ভূমিকম্পের পরে যে ভয়টা পাই, সেটাই বলছিলাম আর কি। আসলেই ভয় লাগে।
ধন্যবাদ ভূত ভাই।

২৫| ২৫ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২০

আলোরিকা বলেছেন: পোস্ট পড়ার আফটার শক ভাল ছিল ---- ইমো -- :) :D =p~

২৫ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:০৪

ফয়সাল রকি বলেছেন: B-)) B-))

২৬| ২৫ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪৬

গেম চেঞ্জার বলেছেন: হাঃ হাঃ হাঃ =p~

উনি সাধারণত বাজে খরচ পছন্দ করেন না, তবে জামা-শাড়ি-গয়না এগুলো কিন্তু বাজে খরচের মধ্যে পড়ে না;

কক খেলি নাহঃ তয় ক্রিমিনাল কেস আর ফার্ম ভ্যালি-২ খেলি!! পার্সোনাল একাউন্ট থেকে। সময় নষ্ট করতে চাইলে ঐ দু জায়গাতেই করি।

আফটার শক দুর্দান্ত হয়েছে!!! :-P

২৫ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:১৩

ফয়সাল রকি বলেছেন: গেম চেঞ্জার ভাই... অসংখ্য ধন্যবাদ পড়ার জন্য।
ব্যাপারগুলো এরকমই আসলে... মাঝে মাঝে মজার, মাঝে মাঝে বিরক্তিকর... মাঝে মাঝে হালকা পাতলা ভয়ের... B-)

২৭| ২৫ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:১৪

সৈয়দ সাইকোপ্যাথ তাহসিন বলেছেন: ভালো লিখেছেন

২৫ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:৫২

ফয়সাল রকি বলেছেন: ধন্যবাদ সৈয়দ সাইকোপ্যাথ তাহসিন ভাই।

২৮| ২৫ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:৩৭

মোস্তফা সোহেল বলেছেন: ভাল লেগেছে

২৫ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:৫৩

ফয়সাল রকি বলেছেন: ধন্যবাদ মোস্তফা সোহেল ভাই।

২৯| ২৫ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:৫২

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ভাল লেগেছে।

২৫ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:৫৯

ফয়সাল রকি বলেছেন: ধন্যবাদ মাহমুদুর রহমান সুজন ভাই মন্তব্যের জন্য।

৩০| ২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:৩৩

রিপি বলেছেন:


ভাইয়া এগুলো আপনার জন্য। নিয়মিত খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয়ে যাবে।নেক্সট ভূমিকম্পের সময় প্যানিক ও কম হবে আপনার। B-))

২৬ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৫৫

ফয়সাল রকি বলেছেন: আমার জন্য এত চিন্তা করেছেন, ভাবতেই ভাল লাগছে।
ধন্যবাদ আপনার সুপরামর্শের জন্য।
B-) B-) B-)

৩১| ০২ রা মে, ২০১৬ বিকাল ৩:২৩

রাঙা মীয়া বলেছেন: রিপি @ সহমত ;)

০৪ ঠা মে, ২০১৬ দুপুর ১:০১

ফয়সাল রকি বলেছেন: ভাই রাঙা মীয়া, আপনিও আমার জন্য যথেষ্ট চিন্তা করছেন। থ্যাংকু থ্যাংকু।

৩২| ০২ রা মে, ২০১৬ সন্ধ্যা ৬:৫৪

মহামহোপাধ্যায় বলেছেন: পরের ইতিহাসটা জানার জন্য জাতি উদগ্রীব হয়েছিলো, তা যখন জানাবেন না /:) /:)

সিওসি খেলিনা, খেলা দেখলে চাঁদি গরম হয়ে যায়। সবচেয়ে খারাপ লাগে যখন অনেক হ্যাপা পেরিয়ে বন্ধুর সাথে আড্ডা দিতে গিয়েছেন আর বন্ধু আপনার পাশে বসে দিব্যি সিওসি খেলে যাচ্ছে অথবা গুরুত্বপূর্ণ কথার মাঝে বলে উঠে দাঁড়া একটা এটাক দিয়ে নিই X( X((

তিন নাম্বারে ব্যপক বিনোদন পেয়েছি =p~

০৪ ঠা মে, ২০১৬ দুপুর ১:১৭

ফয়সাল রকি বলেছেন: মহামহোপাধ্যায় ভাই... পরের ইতিহাসটা আমার বউ ফেসবুকে শেয়ার করেছিল... এখানে আর নাই না বললাম।
গুরুত্বপূর্ণ কথার মাঝে বলে উঠে দাঁড়া একটা এটাক দিয়ে নিই--- ব্যাপারটা পুরাই অমানবিক।
ধন্যবাদ।

৩৩| ০৩ রা মে, ২০১৬ রাত ১:০৫

ভায়োলেন্স বলেছেন: যারা টাউন হল ৭ বা ৮ অবস্থায় খেলা ছেড়ে দেয় তারা নাকি মানুষও খুন করতে পারে!!!

০৪ ঠা মে, ২০১৬ দুপুর ১:১৮

ফয়সাল রকি বলেছেন: B-)) B-)) B-))

৩৪| ১০ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:৩১

আমিই মিসির আলী বলেছেন: মজার লেখা।
ভালো লাগছে।

২০ শে মে, ২০১৬ রাত ১:৫৩

ফয়সাল রকি বলেছেন: ধন্যবাদ আমিই মিসির আলী ভাই আমার অখাদ্য লেখা মজা নিয়ে পড়ার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.